পথের পাঁচালী ১৯-২৫অধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

         


   

    

              Final Examination class -8

 Pather Panchali Bibhutibhushan Bandhyapadhya 

পথের পাঁচালী উপন্যাসের ছোট ও বড় প্রশ্নের উত্তর 


ক) নীচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও।      মান - ১

১) অপুর দপ্তরে কী কী বই ছিল ? কোন মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠতো ?

উঃ অপুর দপ্তরে ছিল দুখানা ইংরেজি বই, কবিরাজি ঔষধ এর তালিকা, একটা ছেঁড়া পাতা দাশু রায়ের পাঁচালী এবং ১৩০৩ সালের একটা পুরনো পাঁজি।

             " বঙ্গবাসী" নামক মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত।

২) অপুর পাঠশালাটি কেমন ছিল ?

উঃ অপুর পাঠশালাটি ছিল বেড়া বা দেয়ালবিহীন। সেখানে ছেলেমেয়েরা সারিবদ্ধ ভাবে বসে দুলে দুলে নানা রকম সুর করে বই পড়তো। বেত ছাড়া সেই পাঠশালায় শিক্ষাদানের জন্য বিশেষ কোনো উপকরণ ছিল না।

৩) অপু বসে বসে খাতায় কি লেখে ?

উঃ অপু বসে বসে নিজের খাতায় নাটক লেখে । সেই নাটকের বিষয়বস্তু ছিল রাজপরিবারের কাহিনী।

৪) অপুর টিনের বাক্সে কি কি বইছিল ?

উঃ অপুর টিনের বাক্সে ছিল একখানা নিত্য কর্মপদ্ধতি, একটি পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করী, একখানা পাতাছেঁড়া বীরাঙ্গনা কাব্য আর তার মায়ের কাশিদাসি মহাভারত।

৫) "তোরা নাকি এ গাঁ ছেড়ে চলে যাবি ?"- কে কাকে এ কথা বলেছে ? কোন গাঁয়ের কথা এখানে বলা হয়েছে ?

উঃ আলোচ্য অংশে রানু দিদি অপুকে একথা বলেছে।            এখানে নিশ্চিন্দিপুর গ্রামের কথা বলা হয়েছে। 

৬) দুর্গা কতবার খুঁজিয়াছে ও খেলা আর কোন দিন আসে নাই।"- কোন খেলার কথা বলা হয়েছে ?

উঃ আলোচ্য অংশের এক বৃদ্ধ বাঙাল মুসলমানের একটা বড় রং করা কাচ বসানো টিনের বাক্স নিয়ে খেলা দেখানোর কথা বলা হয়েছে। 


খ) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।     মান - ৫

১) মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর, কর্ণের চরিত্র ভালো লাগে কেন ?

উঃ মায়ের মুখ থেকে মহাভারতের যুদ্ধের কাহিনী শুনতে অপুর সবচেয়ে বেশি ভালো লাগতো। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্নের চরিত্র তার সবচেয়ে বেশি ভালো লাগে কেন তার আলোচনা করা হলো

     মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের ওপর অপুর যেন কেমন একটা মমতা হত। রথের চাকা মাটিতে পুঁতে গেছে, একহাতে প্রাণপণে সেই চাকা মাটি থেকে টেনে তুলবার চেষ্টা করছে। আর সেইসময় নিরস্ত্র, অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ উপেক্ষা করে অর্জুন তীর ছুঁড়ে তাকে মেরে ফেলেছে। কর্ণের প্রতি এই অমানবিক, অমানসিক আচরনে তার মৃত্যু হওয়ায় অপুর কল্পনা প্রবণ মন তা কখনোই মেনে নিতে পারে না। 

২) আশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কি করত ?

উঃ মহাভারতের যুদ্ধের কাহিনী শুনতে শুনতে অপুর মনে হতো যুদ্ধ জিনিসটা মহাভারতে কম লেখা আছে। সেইজন্য আস মিটিয়ে যুদ্ধ উপভোগ করার জন্য সে একটা বাখারি বা কোন গাছের হালকা ডালকে অস্ত্ররূপে হাতে নিয়ে বাঁশ বাগানের পথে বা উঠানে ঘুরে বেড়ায়। আর বলে তারপর দ্রোণ ১০টি বান ছুঁড়ল, অর্জুন 200 টা ছুঁড়ে দিলেন। তারপর সে কি যুদ্ধ! বানের চোটে চারিদিক অন্ধকার হয়ে গেল। অর্জুন ঢাল তলোয়ার নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন। তারপর ভীম এলেন, দুর্যোধন এলেন। তারপর বানে বানে আকাশ অন্ধকার করে ফেললেন। এই ভাবেই সে যুদ্ধ জিনিসটাকে উপভোগ করত।



।।।।।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)