ভাব সম্প্রসারণ সংস্কৃত
দ্বাদশ শ্রেণীর
১) স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্মঃ ভয়াবহঃ
উঃ পৃথিবীতে জন্মগ্রহণের পর থেকেই মানুষকে স্বধর্ম পালন করতে হয়। এই সধর্ম পালন করা প্রত্যেক মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য। আবার স্বধর্ম পালনের মধ্যে সুখ বা দুঃখও আসতে পারে। তাই সুখে যেমন অভিভূত হওয়া উচিত নয়, তেমনি দুঃখেও বিহ্বল হলে চলবে না। নিজের ধর্মকে কখনোই ত্যাগ করা উচিত নয়। নিজের ধর্মকে পালন করতে গিয়ে যদি মৃত্যুও হয় তবুও সেই ধর্মকেই আশ্রয় করা উচিত। যে নিজের ধর্ম পালনে দক্ষ, অন্য ধর্ম পালনে তার সেই দক্ষতা আসে ন। স্বধর্ম পালন না করলে সমাজে যেকোনো সময়ে বিপর্যয় ঘটতে বাধ্য। তাই কোন মুহূর্তেই স্বধর্মকে বিসর্জন দেওয়া উচিত নয়। সেই জন্যই বলা হয় স্বধর্ম সাধনে নিধনও কল্যাণকর কিন্তু বড় ধর্ম ভয়াবহ বিপদজনক।
২) যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতরো জনঃ।
উঃ মানুষকে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে যথার্থ আদর্শ প্রয়োজন হয়। প্রকৃত লক্ষ্য ছাড়া কেউ শীর্ষে পৌঁছাতে পারেনা। মই ছাড়া যেমন উপরে ওঠা যায় না তেমনি লক্ষ্যছাড়া কোন মানুষই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। আমাদের দেশে মহাপুরুষরা তাদের মহান আত্মত্যাগের মাধ্যমে যে আদর্শকে রেখে গেছেন সেই আদর্শ পরবর্তীকালের মানুষদের হওয়া উচিত । মানুষের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হলো হতাশা ও বিঘ্ন। কিন্তু মহাপুরুষেরা কোনদিন হতাশায় ভোগেন না। কোনো বাধা বিঘ্ন তাকে তার পথ থেকে সরিয়ে রাখতে পারে না। ধৈর্য হয়ে পরিশ্রম করলে সাফল্যের শীর্ষে ওঠা যায়। আসলে মানুষের কাজের মধ্যে বাধা এলে তারা হতাশায় ভোগে এবং তখনই তারা আসল পথ থেকে বিচ্যুত হয়। তাই মহাপুরুষেরা যে আচরণ করেন আমাদের সকলের সেরূপ আচরণ করা উচিত।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.