ছোটদের পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালীর প্রশ্ন ও উত্তর

পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক) নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১) মায়ের কাছ থেকে অপু কার লেখা মহাভারত শুনত? উঃ কাশীরাম দাশের কাশীদাসি মহাভারত ২) গুরু মশাইয়ের নাম কি ? উঃ প্রসন্ন ৩) মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ "- অপু কর্ণকে চিরদিনের কৃপার পাত্র মনে করেছেন কেন ? উঃ কুরুক্ষেত্র যুদ্ধের এক অসহায় পরিস্থিতিতে পড়ে মহাবীর কর্ণের মৃত্যু হয়েছিল বলে অপুর মনে হয়েছে কর্ণ চিরদিনের কৃপার পাত্র। ৪) অপু কোথায় পাঠশালা যেত ? উঃ প্রসন্ন গুরুর পাঠশালায় ৫) পথের পাঁচালী গল্পের শুরুতে কোন গ্রামের কথা বলা হয়েছে? উঃ নিশ্চিন্দিপুর ৬) অপুর বয়স কত ? উঃ ৬-৭ বছর ৭) অপুর বাবার নাম কি ? উঃ হরিহর ৮) অপুর মায়ের নাম কি ? উঃ সর্বজয়া ৯) অপুর দিদির নাম কি ? উঃ দূর্গা ১০) হরিহর তার ছেলেকে নিয়ে কখন কোথায় গিয়েছিল ? উঃ হরিহর তার ছেলেকে নিয়ে লক্ষ্মণ মহাজনের বাড়ি গিয়েছিল। ১১) অপুর টিনের বাক্সে থাকা দুটি সম্পত্তির উল্লেখ কর। উঃ অপুর টিনের বাক্সে থাকা দুটি সম্পত্...