স্বাস্থ্য ও শারীর শিক্ষা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্ন উত্তর
স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণী
মূল্যবোধের শিক্ষা
১) মূল্যবোধ বলতে কী বোঝো ?
উঃ কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে মূল্যবোধ বলে।
২) মূল্যবোধ হল _______ ও _________ এর মাপকাঠি।
উঃ রীতিনীতি ও আদর্শ
৩) হকির যাদুকর বলা হয় কাকে ?
উঃ ধ্যানচাঁদ
৪) ধ্যানচাঁদ কোথায় জন্মগ্রহণ করেন ?
উঃ ১৯০৫ খ্রিস্টাব্দে ২৯ আগস্ট এলাহাবাদে
৫) "গোল" কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
উঃ হকি
৬) গোল মেশিন বলা হতো কাকে ?
উঃ ধ্যানচাঁদকে
৭) "দি গোল" আত্মজীবন এটি কার ?
উঃ ধ্যানচাঁদ
৮) জাতীয় ক্রীড়া দিবস হিসেবে কার জন্মদিন পালন করা হয় ?
উঃ ধ্যানচাঁদ
৯) ফুটবল সম্রাট নামে কে পরিচিত ?
উঃ পেলে
১০) পেলে এর প্রকৃত নাম কি ?
উঃ এডমন অরানটের ডো নাসিমেন্ট।
১১) পেলে এর ডাক নাম কি ?
উঃ ডিকো
১২) কালো মানিক নামে কে পরিচিত ?
উঃ পেলে
১৩) প্রিন্স অফ ক্যালকাটা বলা হয় কাকে ?
উঃ সৌরভ গাঙ্গুলী
১৪) আমাদের দেশে ক্রিকেট খেলার সূচনা করে কারা ?
উঃ ইংরেজরা
১৫) "চীনের প্রাচীর" উপাধিতে ভূষিত করা হয় কাকে ?
উঃ গোষ্ঠ পাল
১৬) গোষ্ঠ পাল কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ফুটবল
১৭) গোষ্ঠ পাল এর জন্ম কোথায় ?
উঃ বাংলাদেশের ফরিদপুরে
১৮) মোহনবাগান ক্লাবের জন্ম কবে ?
উঃ ১৮৮৯ সালে
১৯) মোহনবাগান কবে আইএফএ শিল্ড জয় লাভ করে ?
উঃ ১৯১১ সালে
২০) হরিয়ানার হ্যারিকেন নামে কে বিখ্যাত ?
উঃ কপিল দেব
২১) কপিল দেব কবে ভারতের হাতে বিশ্বকাপ এনে দিয়েছিল ?
উঃ ১৯৮৩ সালে
২২) কপিল দেবের প্রকৃত নাম কি ?
উঃ কপিল দেব রামলাল নিখাঞ্জ
২৩) ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ক্রিকেট
২৪) ঝুলন গোস্বামীর জন্ম কোথায় ?
উঃ নদিয়া জেলার চাকদহে
২৫) ধ্যানচাঁদ কত বছর বয়সে সেনাবাহিনীতে যোগদান করেন ?
উঃ ১৬ বছর
২৬) কত সালে ধ্যানচাঁদ সেনাবাহিনীতে যোগদান করেন ?
উঃ ১৯২১ সালে
২৭) ভারত কত সালে অলিম্পিক গেমসের স্বর্ণপদক লাভ করে ?
উঃ ১৯২৮ সালে
২৮) ১৯৩৬ সালে অ্যাডিলেডে ধ্যানচাঁদের হকি খেলা দেখে কিংবদন্তি ক্রিকেটার জাক ব্র্যাডম্যান কি বলেছিলেন ?
উঃ যদি তুমি জার্মান হতে তবে আমি তোমাকে অন্তত একজন মেজর জেনারেল বানাতাম।
২৯) পর্তুগিজ ভাষায় পেলে কথার অর্থ কি ?
উঃ শিশুসুলভ কথা
৩০) পেলেকে কেন দুদিন স্কুল থেকে সাসপেন্ড হতে হয়েছিল ?
উঃ সহপাঠীকে ঘুষি মারার জন্য।
৩১) ছোটবেলায় পেলে কি কাজ করতেন ?
উঃ জুতো সেলাই
৩২) পেলের কততম জন্মদিনে পেলের বাবার বন্ধু সেসো ও প্রথম একটা চামড়া তৈরি বল উপহার দেন ?
উঃ ষষ্ঠতম
৩৩) পেলে তার প্রথম খেলা লীগ ম্যাচে কয়টি গোল করেছিলেন ?
উঃ ৪টি
৩৪) পেলে কত সালে প্রথম বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করেছিলেন ?
উঃ ১৯৬৮ সালে ১৭ বছর বয়সে
৩৫) পেলে কত সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ?
উঃ ১৯৭৭ সালে
৩৬) পেলে কত সালে বিশ্বকাপের ১০০তম গোলটি করেছিলেন ?
উঃ ১৯৭০ সালের মেক্সিকোতে
৩৭) স্তম্ভ মেলাও
ক) ফুটবল - পেলে
খ) হকি - ধ্যানচাঁদ
গ) ক্রিকেট - ব্রাডম্যান
ঘ) মুষ্টি যুদ্ধ - মোহাম্মদ আলী
নিচের প্রশ্নগুলির উত্তর দাও
১) শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কয় ধরনের মূল্যবোধের বিকাশ ঘটে ও কি কি ?
উঃ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অন্তত ৬ ধরনের মূল্যবোধের বিকাশ ঘটে। যেমন-
ক) অর্থনৈতিক মূল্যবোধ
খ) শারীরিক ও বিনোদনমূলক মূল্যবোধ
গ) সামাজিক ও নৈতিক মূল্যবোধ
ঘ) সৌন্দর্যের মূল্যবোধ
ঙ) বৌদ্ধিক মূল্যবোধ
চ) ধর্মীয় মূল্যবোধ
পথ নিরাপত্তা বিষয়ক শিক্ষা
১) পরিযান সংকেত কয় প্রকার ?
উঃ দুই প্রকার - প্রাণী পরিযান ও মানুষ পরিযান।
২) পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হয় কবে ?
উঃ প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম সোমবার থেকে
৩) ট্রাফিক পুলিশের হস্ত চালিত সংকেত কয় প্রকার ?
উঃ তিন প্রকার- বাহুর সংকেত, আলোর সংকেত ও শব্দ সংকেত।
৪) হেলমেট ব্যবহার মাথায় চোট লাগার সম্ভাবনা কমিয়ে দেয় কত শতাংশ ?
উঃ ৭০%
৫) গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের প্রভাব কি ?
উঃ ইন্দ্রিয়কে চঞ্চল করে
৬) প্রতিবছর ভারতবর্ষের সড়ক দুর্ঘটনায় মারা যায় কত মানুষ ?
উঃ
Comments
Post a Comment
Haven't doubt please let me know.