কুতুব মিনারের কথা গল্পের প্রশ্ন ও উত্তর।। সপ্তম শ্রেণী।। বাংলা ।।
কুতুব মিনারের কথা
কুতুব মিনারের কথা গল্পের প্রশ্ন ও উত্তর।। সপ্তম শ্রেণী।। বাংলা ।।
১) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনারের নাম কি ?
উঃ কুতুব মিনার
২) ইংরেজ পর্যন্ত একথা স্বীকার করেছে - ইংরেজরা কোন কথা স্বীকার করেছে ?
উঃ কুতুব মিনার যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার ইংরেজরাও একথা স্বীকার করেছেন।
৩) কুতুব মিনার কটি তল বিশিষ্ট ?
উঃ পাঁচ
৪) কুতুব মিনারের চতুর্থ ও পঞ্চম তল কে মেরামত করে দিয়েছিলেন ?
উঃ ফিরোজ তুঘলক
৫) অশোক স্তম্ভ দিল্লিতে আনেন কে ?
উঃ ফিরোজ তুঘলক
৬) কুতুব মিনারের শিল্পী সফল হয়েছেন কেন ?
উঃ কুতুব মিনারটিকে সামঞ্জস্য রেখে কয়েকটি তলাতে বিভক্ত করে, কয়েকটি ব্যালকনি লাগিয়ে দিয়ে এবং বাঁশি ও কোনের নকশা কেটে কুতুব মিনারের শিল্পী সফল হয়েছেন।
৭) কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন ?
উঃ আলাউদ্দিন খিলজী
৮) মিনার কি ?
উঃ আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তাকে মিনার বলে।
৯) মিনারেট বা মিনারিকা কাকে বলে ?
উঃ মসজিদ, সমাধি বা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে, কখনো থাকে না তাকে মিনারেট বা মিনারিকা বলে।
১০) কুতুবের পর কারা বিস্তর মিনারেট গড়ে তুলেছে ?
উঃ পাঠান, মোগলরা
১১) ____________ মিনারিকা ভুবন বিখ্যাত।
উঃ তাজের
১২) গুজরাটের রাজধানীর নাম কি ?
উঃ আহমদাবাদ
১৩) আহমদাবাদ শহরটি কোন রাজার নাম অনুসারে হয়েছে ?
উঃ রাজা আহমেদের
১৪) কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন ?
উঃ কুতুব মিনার নামটি রাখা হয়েছে কুতুবুদ্দিন আইবকের নামানুসারে।
দিল্লির প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। তিনি দিল্লিতে কুতুব মিনার নামক স্তম্ভটি তৈরি করতে চেয়েছিলেন কিন্তু শেষ করতে পারেনি। ইলতুৎমিস মিনারটি কাজ শেষ করেন। তাই তার নাম অনুসারেই মিরাক্কেল নামকরণ হয়েছে কুতুব মিনার।
১৫) মিনার ও মিনারেটের মধ্যে পার্থক্য কি ?
উঃ মিনার হল মোচার আকারে বা শাঁখের মতো উন্নত চূড়া আর মিনারেট হল মিনারের চেয়ে ছোট চূড়া বিশিষ্ট স্তম্ভ। মিনার নিজস্ব মহিমায় দাঁড়িয়ে থাকে কিন্তু মিনারেট কোন ইমারতের অঙ্গ হিসাবে কখনো থাকে, কখনো থাকেনা।
১৬) মিনারিকা বর্জিত একটি ইমারতের নাম লেখ।
উঃ হুমায়ুনের সমাধি
১৭) হুমায়ুনের সমাধি নির্মাতা কে ছিলেন ?
উঃ তার স্ত্রী হামিদা বানু বেগম।
১৮) একটি মৃণালিকার উদাহরণ দাও।
উঃ রানী সিপ্রির মসজিদ।
১৯) আহমদাবাদ শহরটি কোন রাজার নাম অনুসারে হয়েছে ? এই শহরটি কোন রাজ্যের রাজধানী ?
উঃ রাজা আহমেদের নাম অনুসারে আহমদাবাদ শহরটির নামকরণ হয়েছে।
এই শহরটি গুজরাট রাজ্যের রাজধানী।
১৯) কুতুব মিনারের বৈশিষ্ট্য গুলি লেখ।
উঃ কুতুব পাঁচতলা বিশিষ্ট একটি মিনার। এর প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের নকশা। দ্বিতীয় তলা শুধু বাঁশি দিয়ে সাজানো। তৃতীয় তলাতে শুধু কোণের চিত্র অঙ্কিত হয়েছে। আর চতুর্থ ও পঞ্চম তলাতে কি ছিল তা জানার উপায় নেই, কারণ বজ্রাঘাতে সে দুটি ভেঙ্গে গিয়েছিল।
২০) কুতুব মিনার গঠনে হিন্দু- মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কিভাবে ধরা পড়েছে তা লেখ ।
Huhuh,👏🏿
ReplyDeleteDfghythy
ReplyDeleteঢ্যর
ReplyDelete