হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের প্রশ্ন উত্তর
প্রশ্নঃ কালি কলমের প্রতি ভালবাসা "হারিয়ে যাওয়া কালিকলম" প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা কর।
উত্তরঃ শ্রীপান্থের লেখা "হারিয়ে যাওয়া কালি কলম" প্রবন্ধে দোয়াত, কলম কালি, প্রভৃতি লেখার সরঞ্জামগুলিকে ঘিরে লেখকের মমতা ও ভালোবাসা আলোচ্য প্রবন্ধে ফুটে উঠেছে।
ছেলেবেলায় লেখক তার গ্রামের বাড়িতে নিজের হাতে কালে ও কলম বানিয়ে নিতেন। রোগা বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করতেন। আর বাড়িতে রান্নার কড়াই -এর নিচের ভুসো কালি লাউপাতা দিয়ে ঘষে তুলে পাথরের বাটিতে রাখা জলে গুলে নিয়ে কালি তৈরি করতেন। তারপর সেই বাসের কলমের বদলে জায়গা করে নেয় ফাউন্টেন পেন। সেই পেনের প্রেমে পড়ে গেলেন লেখক। এরপর বাজারে বলপয়েন্ট পেন এলেও তা লেখকদের মনে ধরল না। যদিও সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে তার কাছে আত্মসমর্পণ করতে হলো তাকে। যন্ত্র সভ্যতার হাত ধরে এলো কম্পিউটার। দিন ফুরালো কলমের। এখন সবাই কম্পিউটারেই লেখে। কিন্তু লেখক এবং তার মত কিছু মানুষ এখনো কলম ছেড়ে কম্পিউটারকে আপন করে নিতে পারেননি। তাই যন্ত্রের দাপটে কালিকলম হারিয়ে যাওয়ার যুগে লেখক বারবার তার ছেলেবেলার কলমের স্মৃতিকে আঁকড়ে ধরেছেন। হারিয়ে যাওয়া সেইসব কালি কলমের কথা ভেবেই লেখকের মন ভারাক্রান্ত হয়ে উঠেছে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.