ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কি ছিল ?

 প্রশ্নঃ ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কি ছিল ?
অথবা,  ফরাসি বিপ্লবের নেপথ্যে দার্শনিকদের ভূমিকা কি ছিল ?
অথবা,  ফরাসি বিপ্লবের প্রাক্কালে দার্শনিকদের রচনা কিভাবে বিপ্লবী মানসিকতা তৈরি করেছিল ?

ভূমিকাঃ ফরাসি বিপ্লব ছিল পুরানো রাজতন্ত্র, অভিজাতন্ত্র ও সুবিধাভোগী শ্রেণীর বিরুদ্ধে ফরাসি জনগণের পুঞ্জীভূত অসন্তোষের বহিঃপ্রকাশ। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব ঘটেছিল। এই বিপ্লবের পটভূমি তৈরিতে দার্শনিকদের ভূমিকা নিম্নে আলোচনা করা হল।

মন্তেস্কুঃ বিখ্যাত ফরাসি দার্শনিক মন্তেস্ক পেশায় উকিল ছিলেন। ব্রিটিশ সমাজ নীতি সম্পর্কে তার অন্ধ মোহ ছিল। ১৭৪৮ খ্রিস্টাব্দে তার বিখ্যাত গ্রন্থ "দি স্পিরিট অব লজ"- এ তিনি ফরাসি রাজাদের ঐশ্বরিক অধিকার নিয়ে তীব্র সমালোচনা করেন এবং ব্যক্তি স্বাধীনতার সংরক্ষণের জন্য রাষ্ট্রের শাসন আইন ও বিচার বিভাগকে পৃথক করার দাবি তোলেন। তার ওপর গ্রন্থ "দি পার্শিয়ান লেটার"- এ তিনি ফ্রান্সের প্রচলিত সমাজ কাঠামোর দোষ ত্রুটিগুলির প্রতি বিদ্রুপ করে জনগণকে বিপ্লবের পথে হাঁটতে প্রেরণা জাগিয়েছিল।

ভলতেয়ারঃ ভলতেয়ার ছিলেন বহুমুখী সাহিত্যিক প্রতিভার অধিকারী। তিনি প্রায় শতাধিক গ্রন্থ ও রচনা করেছিলেন। তার রচনাগুলি ছিল ব্যাঙ্গে ভরা। ইতিহাসকে তিনি অতীত কালের আলোয় বর্তমানকে যাচাই করার হাতিয়ার মনে করতেন। ভলতেয়ার তার লেখনীর মাধ্যমে ফ্রান্সের অভিজাতদের দুরাচার চোখে আঙুল দিয়ে সাধারণ মানুষকে দেখিয়েছিলেন। তার লেখা দুটি বিখ্যাত গ্রন্থ হল কাঁদিদ ও লেতর ফিলোজফিক। জনগণকে বিদ্রোহী করে তুলতে তিনিই বেশি সফল।

রুশোঃ ফরাসি দার্শনিকদের মধ্যে সবচেয়ে চরমপন্থী ও বৈপ্লবিক ছিলেন রুশো। তিনি ঝড়ের পাখি ও ফরাসি বিপ্লবের জনক নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন সাম্যবাদী সমাজের পথিকৃৎ। তিনি বলতেন আধুনিক যুগের কৃত্রিম বিধিব্যবস্থাই মানুষের দুঃখ কষ্টের মূল কারণ। তিনি অসাম্যের সূত্রপাত গ্রন্থে লিখেছেন মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়। কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ। সামাজিক বৈষম্য ও শ্রেণী শোষণের বিরুদ্ধে সুস্থ সুন্দর সমাজ গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন মানুষকে। তিনি social contact গ্রন্থে রাষ্ট্রের উৎপত্তির কারণ রূপে জনগণের ইচ্ছা ও সামাজিক চুক্তির কথা বলেন।

ডেনিস দিদেরোঃ ফরাসি সাহিত্যের অন্যতম স্রষ্টা হলেন ডেনিস দিদেরো। ফ্রান্সের প্রচলিত রাষ্ট্র সমাজ ও প্রশাসনের নানা ত্রুটিগুলি তুলে ধরে ৩৫ টি খন্ডে বিশ্বকোষ রচনা করেন। এ ব্যাপারে তার বিখ্যাত পন্ডিত দি এলেম বার্ তাকে সাহায্য করেছিলেন।

উপসংহারঃ ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কতখানি এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য দেখা যায়। রাষ্ট্রনীতিবিদ বার্ক দার্শনিকদের চক্রান্তকে ফরাসি বিপ্লবের নেপথ্যের কারণ বলেছেন। তিনি রুশোকে পাগল ও ভলতেয়ারকে ফাজিল বলেছেন। রাইকারের মতে ফরাসি বিপ্লবের কারণ ছিল দার্শনিকদের আবেগের প্রতিক্রিয়া। দার্শনিকরা বিপ্লব না চাইলেও তাদের রচনা বৈপ্লবিক পরিস্থিতির সৃষ্টি করতে সাহায্য করেছিল।


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)