আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে একটি প্রতিবেদন রচনা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন নেতাজী উচ্চ বিদ্যালয় (উঃমা:)
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২২ শে ফেব্রুয়ারি:
গতকাল ২১শে ফেব্রুয়ারি,বৃহঃস্পতিবার, কলকাতার টাউন সিটির নিকট নেতাজী উচ্চ বিদ্যালয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবছর বেশ ধূমধাম করেই সকাল আট ঘটিকায় অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত হরিপদ ভট্টাচার্য পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। প্রায় সাতশোর অধিক ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশ নেয়। বিশিষ অতিথিদের মধ্যে ছিলেন কলকাতার মেয়র মি. হাকিম, কালচারাল বিভাগের সভাপতি মি. অরুন রায় এবং অবসরপ্রাপ্ত সাহিত্য- বিষয়ক অধ্যাপক শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়। অনুষ্ঠান আয়োজিত হয়েছিল বিদ্যালয় অধিকৃত বিশাল মাঠে। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক মহাশয় দিনটির তাৎপর্য বুঝিয়ে দেন। তারপর মেয়র সাহেব অল্প সময়ে মূল্যবান বক্তব্যে ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপদেশ ও তাদের কর্তব্য সম্পর্কে সকলকে সচেতন করেন। প্রাক্তন অধ্যাপক সঞ্জুর চাখোপাধ্যায় 'মাতৃভাষা মাতৃদুগ্ধসম 'এই বাক্য উচ্চারণের মাধ্যমে বক্তৃতা শুরু করেন। অতঃপর কিভাবে উর্দুকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাংলাভাষী মানুষের সরকারি ভাষা বলে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছিল তার ইতিহাস বর্ণনা করেন। এর প্রতিবাদে ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্র আব্দুল রফিক, আব্দুল সালাম, বরকত মাতৃভাষার প্রতি ভালবাসায় নিজেদের জীবন পুলিশের গুলির কাছে উৎসর্গ করেছিলেন সেই ইতিহাস সবিস্তারে বর্ণনা করেন তার অসাধারণ বাদ বিদায় নিস্তেজ হয়ে সকলে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিল বক্তৃতা শেষে তিনি সকলকে নিজেদের মাতৃভাষার প্রতি সম্মান রেখে অন্যান্য ভাষা আয়ত্ত করার উপদেশ দেন। তার অসাধারণ বক্তৃতায় সকল ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকারা দাঁড়িয়ে পড়েছিল অতঃপর দেশাত্মবোধ কিন্তু আবৃত্তি গল্প ও গান ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয়। অবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয় এবং তারপর জাতীয় সংগীত জনগণও মনো গে অনুষ্ঠান বিকাল 4 ঘটিকায় সমাপ্ত হয়। শহরে আয়োজিত শরণোৎসব গুলির মধ্যে নেতাজি উচ্চ বিদ্যালয় এর এই উদ্যোগ নজর কাড়ার মতো।
Fuck
ReplyDeleteThank you for this post, this post will really helpful.😊
ReplyDeleteচম্পা
ReplyDelete