ব্যোমযাত্রীর ডায়েরি প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়
১) প্রফেসর শঙ্কুর ডায়েরি গ্রন্থটির লেখক কে ?
উঃ সত্যজিৎ রায়
২) প্রফেসর শঙ্কুর প্রকৃত নাম কি ?
উঃ প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু
৩) প্রফেসর শঙ্কুর ডায়রিটা লেখক কার কাছ থেকে পেয়েছিলেন ?
উঃ তারক চাটুজ্জ্যের কাছ থেকে
৪) প্রফেসর শঙ্কু কত দিন নিরুদ্দেশ ?
উঃ ১৫ বছর
৫) প্রফেসর শঙ্কর নিরুদ্দেশ প্রসঙ্গে কোন কথা প্রচলিত ?
উঃ প্রফেসর শঙ্কু ভারতবর্ষের কোন অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলে আত্মপ্রকাশ করবেন।
৬) বছরখানেক আগে একটা উল্টা খন্ড কোথায় এসে পড়েছিল ?
উঃ সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে
৭) ডায়রিতে কালির রং কি ছিল ?
উঃ সবুজ
৮) শঙ্কুর চাকরের নাম কি ছিল ?
উঃ প্রহ্লাদ
৯) শঙ্কুর বিড়ালের নাম কি ছিল ?
উঃ নিউটন
১০) শঙ্কুর তৈরি রোবটের নাম কি ছিল ?
উঃ বিধুশেখর
১১) অবিনাশ বাবু চায়ে চিনির বদলে কি খান ?
উঃ স্যাকারিন
১২) এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি - কোন দুটি মাসের কথা বলা হয়েছে ?
উঃ আশ্বিন- কার্তিক
১৩) প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে যাত্রা করেন কবে ?
উঃ ১৩ ই জানুয়ারি ভোর পাঁচটায়
১৪) যাত্রী এবং মালপত্র নিয়ে রকেটের ওজন কত হয়েছিল ?
উঃ পনেরো মন বত্রিশ সের তিন ছটক।
১৫) বটিক ইন্ডিকা কি ?
উঃ বটফলের রস থেকে তৈরি একপ্রকার হোমিওপ্যাথিক বড়ি।
১৬) "ধনধান্য পুষ্প ভরা" গানটি কার রচনা ?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়
১৭) কেবল একটা ঝলমলে সাদা গ্রহ নির্মল নিষ্কলঙ্ক - কোন গ্রহের কথা বলা হয়েছে ?
উঃ টাফা
১৮) শঙ্কুর ডায়রিটা কিসে উদরস্যাৎ করেছিল ?
উঃ ডেয়োঁ পিঁপড়ে
২) "আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কান্ড ঘটে গেল"- কোন দিনের কথা বলা হয়েছে ? বিশ্রী ঘটনার পরিচয় দাও।
উঃ প্রখ্যাত সাহিত্যিক সত্যজিৎ রায়ের রচিত "প্রফেসর শঙ্কুর ডায়েরি" গল্প গ্রন্থের অন্তর্গত আলোচ্য অংশের আজ বলতে ১ লা জানুয়ারির কথা বলা হয়েছে।
প্রতিদিনের মতো প্রফেসর শঙ্কু মর্নিং ওয়াক সেরে বাড়ি ফিরেছেন। শোবার ঘরে ঢুকেই তিনি একটি বিদঘুটে চেহারার লোককে সামনে দেখতে পেলেন। চমকে গিয়ে তিনি চিৎকার করে উঠলেন। তারপর তিনি বুঝতে পারলেন লোকটি অন্য কেউ নয়, আয়নায় প্রতিফলিত তার নিজের ছবি। আয়নার বিশেষ প্রয়োজন না হওয়ায় তিনি তার উপর ক্যালেন্ডার ঝুলিয়ে রেখেছিলেন। কিন্তু বছর শেষ হয়ে গেছে বলে প্রহ্লাদ ক্যালেন্ডারটিকে সরিয়ে রেখেছে। ফলে নিজের প্রতিবিম্বিত ছবি আয়নায় দেখে চিৎকার করে উঠেছেন। এই কয়েক বছরে তার চেহারার নানা পরিবর্তন হয়েছে।
প্রফেসর শঙ্কু প্রহ্লাদকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রহ্লাদের নাকের কাছাকাছি গোঁফেতে নস্যাস্ত্র দিয়ে আঘাত করে। ফলে প্রহ্লাদ হাঁচতে থাকে। এই ঘটনাকেই বিশ্রী কান্ড বলা হয়েছে।
২) প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্পে ডায়রির কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা লেখ।
উঃ সত্যজিৎ রায় রচিত"প্রফেসর শঙ্কুর ডায়রি"গল্পের "ব্যোমযাত্রীর ডায়েরি"অংশ থেকে জানা যায়, লেখক শঙ্কুর ডায়েরিটা তারক চাটুজ্জ্যের কাছ থেকে পেয়েছিলেন। এছাড়া এখানে ডায়েরির কিছু বৈশিষ্ট্যের বর্ণনা পাওয়া যায়। সেগুলি হল -
ডায়রির কালির রং ছিল প্রথমে সবুজ। কিন্তু তা পর্যায়ক্রমে লাল, নীল ও হলুদ রঙে পরিবর্তিত হচ্ছিল। কুকুরে কামড়ে তাতে দাঁত বসাতে পারছিল না। হাত দিয়ে টানতেই রবারের মতো বাড়ছিল, কমছিল। আগুনে পোড়ালেও ডায়রির রং যেমন বদলাচ্ছিল তেমন বদলালো কিন্তু পুড়লো না । এভাবেই গল্পাংশে ডায়েরির বর্ণনা পাওয়া যায়।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.