সংস্কৃত ব্যাকরণ সপ্তম শ্রেণী

  প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন

  সংস্কৃত ব্যাকরণ সপ্তম শ্রেণী 

বিশেষ্য ও বিশেষণ পদসমূহ 

• নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো:

           বর্ণ প্রকরণ 


১) সংস্কৃতে স্বরবর্ণ গুলিকে ( অচ/ হল ) বলে।

উঃ অচ


২) সংস্কৃতকে ( আর্য / বৈদিক / অনার্য ) ভাষা বলে।

উঃ আর্য


৩) সংস্কৃতে স্বরবর্ণের সংখ্যা ( ১২ / ১৩ / ১৪ ) টি।

উঃ ১৩


৪) প্লুত স্বরগুলি ( এক / দুই / তিন ) মাত্রা।

উঃ তিন


৫) ক থেকে ম পর্যন্ত বর্ণগুলিকে ( স্পর্শ / উষ্ণ / অযোগবাহ ) বর্ণ বলে।

উঃ স্পর্শবর্ণ


৬) ক বর্গের বর্ণগুলোর উচ্চারণ স্থান ( তালু / মূর্ধা / কন্ঠ 

উঃ কণ্ঠ 



৭) এ,ঐ -কে ( কণ্ঠৌষ্ঠ্য / কণ্ঠ-তালু / দন্তৌষ্ঠ্য ) বর্ণ বলে।

উঃ কণ্ঠ -তালু



৮) ষ এর উচ্চারণ স্থান ( কণ্ঠ / মূর্ধা / দন্ত ) ।

উঃ 


৯) প্রতি বর্গের পঞ্চম বর্ণগুলিকে ( স্পর্শ / নাসিকা / উষ্ণবর্ণ ) বলে।

উঃ স্পর্শবর্ণ 


১০) অন্তঃস্থ ব এর উচ্চারণ ( ইঅ / উঅ / ইআ )।

উঃ উঅ(দন্তৌষ্ঠ্য)

১১) সংস্কৃত শব্দের অর্থ কি ?

উঃ বিশুদ্ধ 


১২) সংস্কৃত ধ্বনি প্রকাশক চিহ্নকে_______ বলে।

উঃ দেবনাগরী অক্ষর


১৩) বর্ণ সংযোগ কাকে বলে ?

উঃ পৃথক পৃথক বর্ণগুলিকে একত্র করে শব্দ গঠন করার রীতিকে বর্ণ সংযোগ বলে।

যেমন- ছাত্রঃ = ছ্+আ+ত্+র্+অ

১৪) বর্ণ বিশ্লেষণ কাকে বলে ?

উঃ যেসব বর্ণের সংযোগে শব্দ গঠিত হয়েছে তাদের পরস্পর পৃথক পৃথক করে দেখানোকে বর্ণ বিশ্লেষণ বলে।

১৫) সংস্কৃত ভাষাকে ________ ভাষা বলা হয়।

উঃ দেবভাষা

১৬)__________ হল প্রাচীন ভারতীয় আর্য ভাষা।

উঃ সংস্কৃত

               পদ প্রকরণ


(ক) বিভক্তিহীন সার্থক শব্দকে- (পদ/ধাতু/প্রাতিপদিক) বলে।

উঃ প্রাতিপদিক


(খ) বিভক্তি দ্বারা-(পুরুষ/সংখ্যা/লিঙ্গ) জানা যায়।

উঃ সংখ্যা 



(গ) বিভক্তি যুক্ত শব্দ-(নামপদ/ক্রিয়াপদ/কোনটাই নয়)।

উঃ নামপদ



(ঘ) ক্রিয়ার মূলকে-(বিভক্তি/শব্দ/ধাতু) বলে।

উঃ ধাতু 



(৫) শব্দ বিভক্তি হল-(সুপ/তিঙ/সন)।

উঃ সুপ



(চ) তি, তস্, অন্তি হল-(সুপ/তিঙ/যঙ) বিভক্তি।

উঃ তিঙ



(ছ) তিঙ বিভক্তি যুক্ত হলে- (নামপদ/ক্রিয়াপদ/নামধাতু) গঠিত হয়।

উঃ ক্রিয়াপদ



(জ) বিশেষণ পদের নিজের লিঙ্গ- (আছে/নেই/কোনটাই নয়)।

উঃ নেই


             লিঙ্গ- পুরুষ- বচন


ঝ) (শব্দের/ক্রিয়াপদের) নিজস্ব লিঙ্গ আছে।

উঃ শব্দের 



ঞ) সংস্কৃত ভাষায় (চিহ্ন/ অর্থ) অনুসারে লিঙ্গ নির্ণয় হয়।

উঃ অর্থ 



ট) (বিশেষ্য/বিশেষণ) অনুসারে ক্রিয়ার রূপ পরিবর্তন হয়।

উঃ বিশেষ্য 



ঠ) বচনের সঙ্গে (বিভক্তি/প্রত্যয়ের) সম্পর্ক রয়েছে।

উঃ বিভক্তি 



ড) পুরুষ বোঝাতে (বিশেষ্য/সর্বনাম) পদকে বোঝায়।

উঃ সর্বনাম 



ঢ) (বিশেষ্য/সর্বনাম/অব্যয়) পদের বচন ভেদ নেই।

উঃ অব্যয়



নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও

১) সংস্কৃতে বচন কয় প্রকার ও কি কি ?

উঃ তিন - পুংলিঙ্গ,স্ত্রীলিঙ্গ,ক্লীবলিঙ্গ


২) পুরুষ বলতে কী বোঝো ? পুরুষ কয় প্রকার ও কি কি ?

উঃ যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় তাকে পুরুষ বলে।

     পুরুষ তিন প্রকার। যথা - উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ।


৩) উত্তম পুরুষ বোঝাতে কোন সর্বনাম পদ ব্যবহার হয় ?

উঃ আমি, আমরা


৪) পুরুষবাচক সর্বনাম পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক কিরূপ ?

উঃ পুরুষবাচক সর্বনাম পদ অনুসারে ক্রিয়া পদের রূপের পরিবর্তন ঘটে।


৫) নিত্য একবচন হয় এরূপ দুটি উদাহরণ দাও।

উঃ একঃ,একা,একম


৬) কোন কোন শব্দ নিত্য দ্বিবচনে ব্যবহৃত হয় ?

উঃ দ্বৌ,দ্বে,দম্পতি


৭) অপ- সুমনস সমাসিকতা বর্ষানাং বহুতঞ্চ-কথার অর্থ কি ?

উঃ অপ(জল),সুমনস(পুষ্প) ,সমা(বৎসর),সিকতা (বালুকা) শব্দগুলি নিত্য বহুবচন।


৮) ণত্ব বিধান কাকে বলে ?

উঃ


৯) ষত্ব বিধান কাকে বলে ?

উঃ


১০) ণত্ব বিধানের দুটি নিয়ম উল্লেখ করে উদাহরণ দাও।

উঃ


১১) ষত্ব বিধানের দুটি নিয়ম উল্লেখ করে উদাহরণ দাও।

উঃ


১২) স্বাভাবিক ণত্ব কাকে বলে উদাহরণ দাও।

উঃ কতগুলি শব্দ কোন নিয়ম ছাড়াই নিত্য "ণ" হয়, তাদের স্বাভাবিক ণত্ব বলে।

যেমন - কণা,বেণী ইত্যাদি।


১৩) স্বাভাবিক ষত্ব বিধান কাকে বলে? উদাহরণ দাও।

উঃ কোনো নিয়ম ছাড়াই যেসব শব্দ নিত্য" ষ " হয়, তাদের স্বাভাবিক ষত্ব বিধান বলে।

যেমন - ঊষা,মেষ, বর্ষা ইত্যাদি।



উপযুক্ত বিশেষণ পদ দ্বারা শূন্যস্থান পূরণ করো:


(ক) _________বালকঃ।


খ) __________নারী।


গ) ___________নদী।


ঘ) ____________পুষ্পাণি।


ঙ) _______________আম্রম্।


চ) ____________মুনয়ঃ।


ছ) ____________ভাষণম্।


(খ) উপযুক্ত বিশেষ্য পদ দ্বারা শূন্যস্থান পূরণ করো:


১) নিপুণঃ _________ । 


২) মনোহরঃ ____________।


৩) দুর্বলৌ __________। 


৪) উজ্জ্বলানি-________________।


৫) পবিত্রং_______________।


৬) বেগবতী _______________।


৭) দরিদ্রাঃ______________।


গ) নিম্নলিখিত পদগুলির শ্রেণী অনুসারে নিচের ছকে বসাও।

নরঃ, নদ্যঃ, ভবতি, মুনয়ঃ, সলিলম্, অহম, সঃ, ভবামি, প্রাতঃ,সদা, বিহগঃ, প্রজা, দয়া।


সুবন্ত পদ /শব্দ- নরঃ,নদ্যঃ,মুনয়ঃ, সলিলম্,বিহগঃ,প্রজা,

সঃ

তিঙন্ত পদ/ ক্রিয়াপদ- ভবতি,ভবামি





Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)