দেশাত্মবোধ , স্বাস্থ্য ও শারীরশিক্ষা,class 6
দেশাত্মবোধ
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
প্রথম অধ্যায় ষষ্ঠ শ্রেণী
১) ভারতের "ত্রিরঙা" জাতীয় পতাকা তৈরি হয় কবে ?
উঃ ১৯৪৭ সালের ২২ জুলাই
২) ভারতের জাতীয় পতাকা ___________।
উঃ ত্রিবর্ণরঞ্জিত
৩) ভারতের গণপরিষদে জাতীয় পতাকার নকশা গৃহীত হয় কবে ?
উঃ ১৯৪৭ সালের ২২ জুলাই
৪) জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে ?
উঃ পিঙ্গলি ভেঙ্কাইয়া
৫) ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?
উঃ ৩ : ২
৬) জাতীয় পতাকার আকৃতি কিরূপ ?
উঃ আয়তক্ষেত্রাকার
৭) ভারতের জাতীয় পতাকার রং গুলি কিসের প্রতীক ?
উঃ গেরুয়া - ত্যাগের প্রতীক
সাদা - শান্তি ও পবিত্রতার প্রতীক
সবুজ - তারুণ্যের প্রতীক
৮) অশোক চক্র কিসের প্রতীক ?
উঃ গতিশীলতার প্রতীক
৯) জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্যটি লেখ।
উঃ আমরা সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতীক।
১০) কি ধরনের জাতীয় পতাকা উত্তোলন বেআইনি ?
উঃ ছেঁড়া ফাটা অথবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন বেআইনি।
১১) বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় ভারতবর্ষের জাতীয় পতাকা কি উত্তোলন করা যায় ?
উঃ হ্যাঁ, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশপ্রেম জাগিয়ে তুলতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আ) শূন্যস্থান পূরণ কর
১) ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির _____________নীল রঙের কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে।
২) কোন ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা _____________ চলবে না।
৩) কোন মিছিলে জাতীয় পতাকা নিতে হলে মিছিলের সর্বাগ্রে উঁচু করে যোগ্য ব্যক্তিকে_________ কাঁধে পতাকা বহন করতে হবে।
৪) জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে_________ তুলে তারপর দন্ডের __________পর্যন্ত নামাতে হবে।
৫) সার্বভৌম, সমাজতান্ত্রিক_____________ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতীক জাতীয় পতাকার প্রতি আমি ______________শপথ নিলাম।
ই) সত্য/ মিথ্যা লেখ।
১) জাতীয় পতাকাটি মৃত রাষ্ট্রনায়কদের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যায়।
২) জাতীয় পতাকার ডানদিকে অন্য কোন পতাকা রাখা যায়।
৩) জাতীয় পতাকা তোলার খুঁটির গায়ে কাগজের ছোট ছোট জাতীয় পতাকা লাগানো যায়।
৪) কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার নেওয়ার সময় দেহের উপরের অংশে জাতীয় পতাকা জড়িয়ে পুরস্কার নিতে যাওয়া আইনসম্মত।
৫) জাতীয় দলের খেলোয়াড়রা টুপিতে জাতীয় পতাকা ছাপিয়ে ব্যবহার করতে পারে।
৬) জাতীয় পতাকা সব সময় দ্রুতগতিতে দীপ্ত ভঙ্গিতে উত্তোলন বা উঠানো উচিত।
৭) ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:২।
৮) সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।
ক) ভারতের জাতীয় পতাকার বৈশিষ্ট্য গুলি ব্যাখ্যা কর।
উঃ ভারতের জাতীয় পতাকার বৈশিষ্ট্য গুলি হল -
১) ভারতের জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত।
২) জাতীয় পতাকায় তিনটি উজ্জ্বল বর্ণের সমান আকারের বন্ধনী তাই ইহা ত্রিরঙা নামে পরিচিত।
৩) জাতীয় পতাকা দৈর্ঘ্য ও প্রস্থের দেড় গুণ। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ২ ।
৪) জাতীয় পতাকার উপরে গেরুয়া, মাঝে সাদা ও নিচে সবুজ রঙের সমাহার থাকে।
৫) পতাকার সাদা রংয়ের অংশের মাঝখানে একটি নীল রঙের ২৪টি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে।
খ) অশোক চক্রটি কিসের প্রতীক যুক্তিসহ লেখ।
উঃ জাতীয় পতাকার সাদা অংশের মাঝে থাকা অশোক চক্রটি দেশের উন্নতি ও প্রগতির প্রতীক। অশোক চক্রের নীল রং সমুদ্র আর আকাশের রঙের সঙ্গে মিলে যায়। এটি দেশের অবাধ অগ্রগতির প্রতীক। অশোক চক্রের চব্বিশটি কাঁটা দিয়ে বোঝা যায় এই গতি সর্বক্ষণের, যা আমাদের ২৪ ঘন্টা বা এক দিনকে নির্দেশ করে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.