Indian history, multiple question and answers for comptitive examination

 Here I describe multiple quuestios and answers for any comptitive examination bank ,rail,group-d,group-c,psc,clerkship etc.


       Indian history (ভারতের ইতিহাস) 


১. আমেরিকার জাতীয় প্রতীক কি?

উঃ স্বর্ণদণ্ড।

২. পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি?

উঃ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ (রাশিয়া)।

৩. মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তু কি?

উঃ রেয়ন।

৪. মেলানিন কি?

উঃ ত্বকের রঞ্জক পদার্থ।

৫. তাতিয়া তোপির আসল নাম কি?

উঃ রামচন্দ্র।

৬. শেক্সপিয়ার সর্বমোট কটি নাটক লিখেছিলেন?

উঃ ৩৮ টি।

৭. কালিদাসের নাটক শকুন্তলার প্রথম ইংরেজি অনুবাদটি  কার?

উঃ উইলিয়াম জনস এর।

৮. নোবেল জয়ী কোন সাহিত্যিক আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের সদস্য?

উঃ নাদিম সার্ডিমার।

৯. কোন দিনটিকে বধির দিবস বলা হয়?

উঃ ২৬শে সেপ্টেম্বর।

১০. ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কোন রোগ হয়?

উঃ অস্টিওম্যালেসিয়া।

১১. অবাত শোষণকারী প্রাণী কোনটি?

উঃ গোল কৃমি।

১২. ইন্ডিকা কে রচনা করেন?

উঃ মেগাস্থিনিস।

১৩. হর্ষচরিত কে রচনা করেন?

উঃ বানভট্ট।

১৪. এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে?

উঃ হরিসেন।

১৫. কলহন রচিত গ্রন্থটির নাম কি?

উঃ রাজতরঙ্গিনী।

১৬. সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না?

উঃ লোহার।

১৭. সিন্ধু সভ্যতা ছিল একটি স্বতন্ত্র সভ্যতা একথা কে মনে করেন?

উঃ হুইলার।

১৮. মহেঞ্জোদারো কথার অর্থ কি?

উঃ মৃতের স্তুপ।

১৯. মহেঞ্জোদারোর বৃহৎ নগরের অন্যতম আকর্ষণীয় বস্তু কি?

উঃ স্নানাগার।

২০. সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর ব্যবহার ছিল না?

উঃ ঘোড়া।

২১. আর্য সমাজের যারা বিদ্যা চর্চা ও যাগ-যজ্ঞ করতেন তাদের কি বলা হত?

উঃ বৈশ্য।

২২. গৃহপালিত পশুর মধ্যে আর্য সমাজের প্রধান কি ছিল?

উঃ গরু।

২৩. আর্য সমাজ ব্যবস্থার জনসাধারণ নিয়ে কী গঠিত হতো?

উঃ সমিতি।

২৪. আর্যদের রাষ্ট্রীয় ও সমাজ জীবনে কয়েকটি পরিবারের সমষ্টি নিয়ে কি গঠন করা হতো?

উঃ গ্রাম।

২৫. সকারি উপাধি কে গ্রহণ করেন?

উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

২৬. ভারতের কুশান রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উঃ কদফিসেস।

২৭. শিখদের প্রথম গুরুর নাম কি?

উঃ গুরু নানক।

২৮. আদিনা মসজিদ কে নির্মান করেন?

উঃ সিকান্দার শাহ।

২৯. মনসামঙ্গল কাব্য কে রচনা করেন?

উঃ কবি বিজয় গুপ্ত।

৩০. খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে?

উঃ আলাউদ্দিন খলজী।

৩১. দিল্লির সুলতানের মধ্যে কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন কে?

উঃ শেরশাহ।

৩২. জাহাঙ্গীর কবে সিংহাসনে বসেন?

উঃ ১৬০৫ খ্রিস্টাব্দে।

৩৩.  1576 খ্রিস্টাব্দে কোন যুদ্ধ হয়েছিল?

উঃ হলদিঘাটের যুদ্ধ।

৩৪. খানুয়ার যুদ্ধ কোন বছর হয়েছিল?

উঃ ১৫২৭ খ্রিস্টাব্দে।

৩৫. হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা কে?

উঃ গুলবদন বেগম।

৩৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ১৬০০ খ্রিস্টাব্দে।

৩৭. ভাস্কোদাগামা কোন সালে ভারতে আসেন?

উঃ ১৪৯৮ খ্রিস্টাব্দে।

৩৮. আর্যদের চতুরাশ্রম এর প্রথম আশ্রমের নাম কি?

উঃ ব্রহ্মচর্য।

৩৯. আর্যদের প্রাচীনতম সাহিত্যের নাম কি?

উঃ ঋক বেদ।

৪০. কত বছর বয়সে মহাবীর দেহত্যাগ করেন?

উঃ ৮০ বছর বয়সে।

৪১. মহাবীর যে চারটি শিক্ষা দিয়েছিলেন তা কি নামে পরিচিত?

উঃ চতুর্যাম।

৪২. নির্বান লাভের আদর্শ পন্থা রূপে কোন পন্থা কে তুলে ধরা হয়েছে?

উঃ মধ্যপন্থা কে।

৪৩. কোন নদীর তীরে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল?

উঃ ঝিলাম।

৪৪. কোন বিদেশি শাসকরা প্রথম ভারত আক্রমণ করেন?

উঃ পারসিকরা।

৪৫. বাংলার প্রথম নবাব কে?

উঃ মুর্শিদকুলি খাঁ।

৪৬. খলসা প্রবর্তন করেন কে?

উঃ গোবিন্দ সিং।

৪৭. ডুপ্লে কে ছিলেন?

উঃ ফরাসি শাসনকর্তা।

৪৮. অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন করেন কে?

উঃ লর্ড ওয়েলেসলি।

৪৯. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে?

উঃ ওয়ারেন্ট হেস্টিংস।

৫০. সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়?

উঃ ব্যারাকপুরে।

৫১. আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে?

উঃ রাজা রামমোহন রায়।

৫২. স্বর্ণ মন্দির কোথায়?

উঃ অমৃতসরে।

৫৩. দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?

উঃ ক্লাইভ।

৫৪. কেশরি পত্রিকার সম্পাদক কে?

উঃ বালগঙ্গাধর তিলক।

৫৫. ইন্ডিয়া হাউস কে গঠন করেন?

উঃ শ্যামজি কৃষ্ণবর্মা।

৫৬. বয়কট আন্দোলনের একজন মুসলমান নেতার নাম কি?

উঃ মৌলভী আব্দুল রসূল।

৫৭. ডক্টর বি আর আম্বেদকর কোন সম্প্রদায়ের নেতা ছিলেন?

উঃ তপশিলি সম্প্রদায়ের।

৫৮. মোহাম্মদ আলী জিন্নাহ কোন দলের নেতা ছিলেন?

উঃ মুসলিম লীগের।

৫৯. সীমান্ত গান্ধী  বলা হয় কাকে?

উঃ আব্দুল গফফার খানকে।

৬০. "ডিসকভারি অফ ইন্ডিয়ার"রচয়িতা কে?

উঃ জহরলাল নেহেরু।

৬১. খোদাই ই খিদমতগার এর সদস্যরা কি রংয়ের পোশাক পড়তো?

উঃ লাল রংয়ের।

৬২. কত খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করা হয়?

উঃ ১৯২৯ খ্রিস্টাব্দে।

৬৩. দিল্লিতে সর্বদলীয় সম্মেলন নেহেরু কমিটির অন্যতম বিশিষ্ট সদস্য কে ছিলেন?

উঃ স্যার তেজ বাহাদুর সপু।

৬৪. মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে স্বতন্ত্র দল কটি আসনে জয়লাভ করেন?

উঃ ২৪ টি।

৬৫. কানপুর ষড়যন্ত্র মামলা শুরু হয় কোন সালে?

উঃ ১৯২৪ সালে।

৬৬. কত সালে ভারত শাসন আইন জারি হয়?

উঃ ১৯৩৫ সালে।

৬৭. কে স্ট্যাটুটারি কমিশন গঠন করেন?

উঃ লর্ড আরউইন।

৬৮. রামচরিত এর রচয়িতা কে?

উঃ সন্ধ্যাকর নন্দী।

৬৯. ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন?

উঃ বেবাদল খাঁ।

৭০. লাহোরের নিকট তালবন্ধী গ্রামে কোন মহাপুরুষের জন্ম হয়?

উঃ গুরু নানক।

৭১. কোথাকার উপজাতি বিদ্রোহ বিংশ শতকে কৃষক বিদ্রোহকে ব্যাপকতা দান করে?

উঃ দক্ষিণ ভারতের।

৭২. ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা?

উঃ রাহেলা।

৭৩. মারাঠা জাতির ইতিহাস কার রচনা?

উঃ গ্রান্ট ঠাপ।

৭৪. বালাজি বিশ্বনাথের মৃত্যুর পর পেশোয়ার পথ কে লাভ করেন?

উঃ প্রথম বাজিরাও।

৭৫. তুঘলকনামা ও মজাই নল ফতুহার রচয়িতা কে?

উঃ আমির খসরু।

৭৬. নববিধান কে ঘোষণা করেন?

উঃ কেশব চন্দ্র সেন।

৭৭. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?

উঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।

৭৮. নীলদর্পণ কে রচনা করেন?

উঃ দীনবন্ধু মিত্র।

৭৯. আনন্দমঠ কে রচনা করেন?

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৮০. হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে?

উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

৮১. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে?

উঃ মুম্বাইয়ে।

৮২. রাখিবন্ধন উৎসবের উদ্যোক্তা কে?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

৮৩. নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক কে?

উঃ বিপিনচন্দ্র পাল।

৮৪. বঙ্গভঙ্গ রদ করা হয় কোন সালে?

উঃ ১৯১১ সালে।

৮৫. কোথায় প্রথম কমিউনিস্ট পার্টির আত্মপ্রকাশ ঘটে?

উঃ কানপুরে।

৮৬. প্রবাসে ভারতীয় কমিউনিস্ট পার্টি কে স্থাপন করেন?

উঃ মানবেন্দ্রনাথ রায়।

৮৭. ভারতে প্রথম শ্রমিক সংঘের নাম কি?

উঃ বোম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন।

৮৮. সাইমন কমিশন নিযুক্ত হয় কোন সালে?

উঃ ১৯২৭ সালে।

৮৯. পি এন ঠাকুর ছদ্মনাম কে গ্রহণ করেন?

উঃ রাসবিহারী বসু।

৯০. কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়?

উঃ চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ।

৯১. দশম শিখ গুরুর পদ অলংকৃত করেন কে?

উঃ গুরু গোবিন্দ সিংহ।

৯২. স্বরাজ্য দলের অন্যতম সম্পাদক কে?

উঃ মতিলাল নেহেরু।

৯৩. হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কোন সালে?

উঃ ১৮১৭ খ্রিস্টাব্দে।

৯৪. আর্য কথার অর্থ কি?

উঃ শ্রেষ্ঠ বা  সৎ বংশজাত ব্যক্তি।

৯৫. বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন?

উঃ গোপাল।

৯৬. মানুষ কোন ধাতুর ব্যবহার প্রথম শেখে?

উঃ তামা।

৯৭. দ্বিতীয় অশোক কাকে বলা হয়?

উঃ কনিষ্ক কে।

৯৮. বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?

উঃ শশাঙ্ক।

৯৯. মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন?

উঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

১০০. বুদ্ধের সমসাময়িক রাজা কে ছিলেন?

উঃ বিম্বিসার।





 

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)