সবার আমি ছাত্র সুনির্মল বসু
সবার আমি ছাত্র
সুনির্মল বসু
আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাইরে ,
কর্মী হওয়ার মন্ত্র আমি
বায়ুর কাছে পাইরে ।
পাহাড় শিখায় তাহার সমান
হই যেন ভাই মৌন মহান ,
খোলা মাঠের উপদেশে
দিলখোলা হই তাইরে ।
সূর্য আমায় মন্ত্রণা দেয়
আপন তেজে জ্বলতে,
চাঁদ শেখালো হাসতে মিঠে
মধুর কথা বলতে ।
ইঙ্গিতে তার শিক্ষায় সাগর
অন্তর হোক রত্ন আকর,
নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে ।
মাটির কাছে সহিষ্ণুতা
পেলাম আমি শিক্ষা,
আপন কাজে কঠোর হতে
পাষান দিল দীক্ষা ।
ঝরনা তাহার সহজ গানে
গান জাগালো আমার প্রাণে,
শ্যাম বনানী সরসতা
আমায় দিল ভিক্ষা ।
বিশ্বজোড়া পাঠশালা মোর
সবার আমি ছাত্র,
নানান ভবের নতুন জিনিস
শিখছি দিবা রাত্র ।
এই পৃথিবীর বিরাট খাতায়
পাঠ্য যেসব পাতায় পাতায়
শিখছি সেসব কৌতুহলে
সন্দেহ নাই মাত্র।
লেখক পরিচিতিঃ
সুনির্মল বসুঃঃ
১৯০২ খ্রিস্টাব্দে কবি সুনির্মল বসু বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেছিলেন। প্রথমত তিনি ছোটদের জন্য না না গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেছেন। তিনি সমান দক্ষতায় ছবি আঁকতে পারতেন। তার লেখা বই গুলির মধ্যে অন্যতম হলো - ছানাবড়া, ছন্দের টুংটাং, শিকারি, কথাশেখা ইত্যাদি। তিনি 1957 খ্রিস্টাব্দে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন এবং তিনি 1957 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন।
১) সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখ।
উঃ ছানাবড়া, ছন্দের টুংটাং
২) সুনির্মল বসু 1956 সালে কি পদক পেয়েছিলেন ?
উঃ ভুবনেশ্বরী পদক
নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখ।
১) কার উপদেশে কবি দিলখোলা হন ?
উঃ কবি সুনির্মল বসু খোলা মাঠের উপদেশে দিলখোলা হন।
২) পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল?
উঃ পাষাণ কবিকে আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল।
৩) কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেয়েছিলেন?
উঃ কবি শ্যামবনানীর কাছ থেকে সরসতার ভিক্ষা পেয়েছিলেন ।
৪) কে কবিকে মধুর কথা বলতে শেখালো?
উঃ চাঁদ
৫) নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় ?
উঃ আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়
সন্ধি করে লেখ
রত্ন + আকর = রত্নাকর
মেঘ + আলোক = মেঘালোক
কমলা + আসনা = কমলাসনা
সমার্থক শব্দ লেখ
চাঁদ - চন্দ্র-
সূর্য - রবি
পাহাড় - শৈল
বায়ু - পবন
নদী - তটিনী
পৃথিবী - বিশ্ব, ভুবন
সাগর - সমুদ্র
শব্দার্থ লেখঃ
কর্মী - কাজে দক্ষ
নিরব - চুপ
দিলখোলা - উদারমনা
মন্ত্রণা - পরামর্শ
ইঙ্গিত - ঈশারা
রত্নাকর- রতনের খনি ,সমুদ্র
পাষাণ - পাথর
পাঠ্য - পাঠের উপযোগী
Comments
Post a Comment
Haven't doubt please let me know.