একাদশ শ্রেণী সংস্কৃত
বিগত সালের প্রশ্ন
একাদশ শ্রেণি
সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ
২০১৪ সাল
১) কস্মিংশ্চিৎ নগরে একঃ বিদ্বান্ পরন্তু দীনঃ বিপ্রঃ বসতি স্ম। তস্য পত্নী অতীব ভীষণা রমনী আসীৎ।ভার্যায়া ভয়েন তস্য গৃহস্য নিকটবর্তীনি বৃক্ষে স্থিতঃ কশ্চিৎ প্রেতঃ বনং পলায়িতঃ। ব্রাম্ভণঃ অপি ভার্যায়াঃ ভয়েন গৃহং পরিত্যজ্য দেশান্তরং প্রস্থিতঃ। দুঃখেন মার্গে গচ্ছতা তেন প্রেতস্য দর্শনং প্রাপ্তম্।
উত্তর ঃঃ
কোন এক নগরে এক বিদ্বান কিন্তু দরিদ্র ব্রাম্ভণ বাস করতেন। তার স্ত্রী অতীব ভীষণা রমণী ছিলেন। স্ত্রির ভয়ে তার গৃহের নিকটবর্তী বৃক্ষে থাকা কোনো এক প্রেত বনে প্রস্থান করেছিল।ব্রাম্ভণও স্ত্রীর ভয়ে গৃহ পরিত্যাগ করে অন্যদেশে চলে গিয়েছিলেন। দুঃখে রাস্তায় যেতে যেতে তিনি প্রেতকে দেখেছিলেন।
২০১৭ সাল
১) একস্মিন্ বনে একঃ সিংহঃ বসতি । প্রতিদিনং বহুন্ পশুন্ হন্তি। একদা পশূনাং সম্মেলনম্ অভবৎ। সর্বে পশবঃ সিংহাৎ রক্ষণস্য উপায়ম্ অচিন্ত্যয়ন্।অন্তে শশকঃ উপায়ম্ উপায়ম্ উক্তবান্।
উঃ কোনো এক বনে একটি সিংহ বাস করত। প্রতিদিন অনেক পশু হত্যা করত।একদা পশুদের সম্মেলন হয়েছিল।সকল পশু সিংহের হাত থেকে রক্ষার উপায় চিন্তা করেছিল।শেষে একটি শশক এই উপায় বলেছিল।
২) একস্মিন্ রাজ্যে কশ্চন কৃষকঃ বসতি। স একদা হলেন ভূমিং কর্ষন্ একাং পেটিকাং প্রাপ্তবান্।স পেটিকাং গৃহং নীতবান্।মহতা প্রয়াসেন স পেটিকাং উদ্ঘাটিতবান। পেটিকা শূন্যা আসীৎ।
উঃ কোন এক রাজ্যে কোন একটি কৃষক বাস করতেন। তিনি একদা লাঙল দিয়ে ভূমি কর্ষণ করতে করতে একটি পেটিকা পেয়েছিলেন। তিনি পেটিকাটিকে গৃহে নিয়ে গিয়েছিলেন। খুব চেষ্টা করে তিনি পেটিকাটিকে খুলেছিলেন।পেটিকাটি ফাঁকা ছিল।
২০১৮ সাল
৩) একস্মিন্ অরণ্যে একঃ শৃগালঃ আসীৎ।তস্য নাম আসীৎ চণ্ডরবঃ।ক্ষুতকাতরঃ অসৌ শৃগালঃ একদানগর মধ্যে প্রাবিশৎ।তথা নগরস্য অন্যে কুক্কুরাঃ তীক্ষ্ণৈঃ দন্তৈঃ তং দংশন্তি স্ম। স চ শৃগালঃ প্রাণভয়াৎ সমীপে বিদ্যমানস্য রজকস্য গৃহং প্রবিশৎ।
উঃ কোন এক অরণ্যে একটি শৃগাল থাকত। তার নাম ছিল চন্ডবর।ক্ষুধায় কাতর শৃগালটি একদা নগর মধ্যে প্রবেশ করল।তারপর সেই নগরের অন্য কুকুরেরা তীক্ষ্ণ দাঁত দিয়ে তাকে দংশন করেছিল। সেই শৃগালটি প্রাণ ভয়ে নিকটে থাকা ধোপার গৃহে প্রবেশ করেছিল।
৪) শরীরম্ আদ্যং খলু ধর্মসাধনম্। সুস্থশরীরং বিনা জীবনযাত্রা ন সম্ভবতি। শরীরচর্চা বিনা শরীরং নীরোগং সুস্থং চ ন ভবতঃ।এতদর্থং সম্প্রতি বিদ্যালয়ে শরীরচর্চাবিষয়ে বিশেষাবধানং দীয়তে।পাঠ্যক্রমে চ শরীরচর্চা অন্তর্ভুক্তা জাতা।
উঃ শরীর চর্চাই হল ধর্মসাধন।সুস্থ শরীর ছাড়া জীবনযাত্রা সম্ভব নয়।শরীর চর্চা ছাড়া শরীর নীরোগ ও সুস্থ হয় না। এজন্যই বর্তমানে বিদ্যালয়ে শরীর চর্চা বিষয়ে বিশেষ অবধান দিয়েছেন।পাঠ্যক্রম এবং শরীরচর্চা অন্তর্ভুক্ত হয়েছে।
২০১৯ সাল
৫) গঙ্গাদত্তঃ ইতি ভেকানাং রাজা আসীৎ।স আত্মীয়ৈঃ বঞ্চিতঃ দুঃখেন রাজ্যং যুক্ত্বা একং কূপং প্রবিষ্টবান্।একদ্যুঃ স কূপস্য নিকটে একং সর্পং দৃষ্টবান্। সর্পস্য নাম আসীৎ প্রিয়দর্শনঃ ইতি। গঙ্গাদত্তঃ রাজ্যপ্রাপ্তয়ে সর্পস্য সাহায্যম্ ঐচ্ছৎ।
উঃ গঙ্গাদত্ত নামে এক ভেকদের রাজা ছিল। তিনি আত্মীয়দের দ্বারা বঞ্চিত হয়ে দুঃখে রাজ্যে একটি কূপে প্রবেশ করেছিলেন। একদিন তিনি কূপের নিকটে একটি সাপ দেখেছিলেন।সাপটির নাম ছিল প্রিয়দর্শন।গঙ্গাদত্ত রাজ্য পাওয়ার জন্য সাপের সাহায্যের ইচ্ছা করেছিলেন।
৬) অস্তি ভাগীরথীতীরে
Comments
Post a Comment
Haven't doubt please let me know.