পরিবেশ বিদ্যা জীব বৈচিত্র

 পরিবেশ বিদ্যা জীববৈচিত্র পরিবেশ বিদ্যার অন্তর্গত জীব-বৈচিত্র অংশ থেকে যে সমস্ত বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর পরীক্ষায় আস সেগুলো নিয়েই এখানে উত্তর সহ আলোচনা করা হয়েছে।

                জীববৈচিত্র


১) জীববৈচিত্র শব্দটি প্রথম প্রচলন করেছিলেন- 

ক) ই ও উইলসন                 খ) ই হেকেল 

গ) টান্সলে                          ঘ) আর কারসন 

উঃ ক) ই ও উইলসন 


২) বাস্তুসংস্থান মাত্রই যে মন্ডলের অংশ সেটি হল - 

ক) অ্যাস্থেনোস্ফিয়ার                 খ) এক্সোস্ফিয়ার

গ) বায়োস্ফিয়ার                         ঘ) হেটারোস্ফিয়ার 

উঃ গ) বায়োস্ফিয়ার 


৩) ইকোলজি শব্দটি বিজ্ঞানসম্মত সজ্ঞা দেন - 

ক) ওডাম                         খ) স্মিথ 

গ) ট্রান্সলে                       ঘ) কোনাটিই নয় 

উঃ ঘ) কোনোটি নয় 


৪) বসুন্ধরা বৈঠক কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল - 

ক) 1972 খ্রিস্টাব্দে                   খ) 1992 খ্রিস্টাব্দে 

গ) 2002 খ্রিস্টাব্দে।                   ঘ) 1982 খ্রিস্টাব্দে 

উঃ খ) 1992 খ্রিস্টাব্দে 


৫) কনভেনশন অন বায়োডাইভর্সিটি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল - 

ক) 1992 খ্রিস্টাব্দে                      খ) 1972 খ্রিস্টাব্দে

 গ) 1984 খ্রিস্টাব্দে                      ঘ) 2002 খ্রিস্টাব্দে

 উঃ ক) 1992 খ্রিস্টাব্দে 


৬) জীবের শ্রেণীবিভাগ এর ক্ষুদ্রতম একক হল- 

ক) গোত্র                          খ) শ্রেণি 

গ) গণ                             ঘ) প্রজাতি 

উঃ ঘ) প্রজাতি 


৭) জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হল - 

ক) শ্রেণি                            খ) গোত্র 

গ) প্রজাতি                         ঘ) গণ 

উঃ গ) প্রজাতি 


৮) জীববৈচিত্র বলতে বোঝায় - 

ক) প্রাণীবৈচিত্র্য              

খ) উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র 

গ) মানুষের বৈচিত্র্য  

ঘ) উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য 

উঃ ঘ) উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য  


৯) রামসার সম্মেলন এর মুখ্য বিষয় কি ছিল?

ক) পতিত জমি।                 খ) কৃষিভূমি 

গ) মরুভূমি                         ঘ) জলাভূমি 

উঃ ঘ) জলাভূমি 


১০) প্রথম বায়োডাইভারসিটি শব্দের ব্যাখ্যা করেন-

 ক) ওডাম 1987 খ্রিস্টাব্দে।     

খ) ডাব্লুজি রোশন 1985 খ্রিস্টাব্দে 

গ) মেয়র ১৯৮৬ খ্রিস্টাব্দে 

ঘ) ট্রান্সলে 1897 খ্রিস্টাব্দে 

উঃ খ) রোশন 1985 খ্রিস্টাব্দে 


১১) বৈচিত্র কথাটির সমার্থক হলো 

ক) প্রজাতিগত বৈচিত্র।               খ) বাস্তুতান্ত্রিক বৈচিত্র

গ) জিনগত বৈচিত্র্য                    ঘ) সংখ্যাগত বৈচিত্র 

উঃ খ) বাস্তুতান্ত্রিক বৈচিত্র 


১২) বাসক পাতার রস - 

ক) সর্দি কাশি নিরাময় করে      

খ) মাথাধরা নিরাময় করে 

গ) গলগন্ড নিরাময় করে 

ঘ) জ্বর নিরাময় করে 

উঃ ক) সর্দি কাশি নিরাময় করে 


১৩) ভারতের জীববৈচিত্রের মধ্যে থেকে ধর্মীয় গুরুত্ব আছে, এমন একটি উদ্ভিদ হল - 

ক) জবা                                   খ) তেতুল 

গ) জবা                                    ঘ) তুলসী

উঃ ঘ) তুলসী 


১৪) কোন একটি অঞ্চলের অন্তর্গত জীবসমূহের আভ্যন্তরীণ বৈচিত্র্যকে বলে -- 

ক) গামা বৈচিত্র্য                     খ) আলফা বৈচিত্র 

গ)ডেল্টা বৈচিত্র                      ঘ) প্রজাতি বৈচিত্র্য 

উঃ ক) গামা বৈচিত্র্য 


১৫) দক্ষিণ ভারতের জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ 

ক) প্রচুর পরিমাণে কফি চাষ 

খ) প্রচুর পরিমাণে কলার চাষ 

গ) ইউক্যালিপটাস 

ঘ) বন্যপ্রাণী হত্যা 

উঃ ঘ) ইউক্যালিপটাস 


১৬) ওয়াইল্ডলাইফ ধ্বংসের প্রধান কারণ - 

ক) জল দূষণ                        খ) বায়ু দূষণ 

গ) শব্দদূষণ                          ঘ) বনভূমি ধ্বংস 

উঃ বনভূমি ধ্বংস 


১৭) হাতির সংখ্যা হ্রাসের কারণ হলো 

ক) জঙ্গলের রেললাইনের প্রসার 

খ) বনভূমি সংকোচন 

গ) চোরাশিকার 

ঘ) সবকটিই ঠিক 

উঃ সবকটিই ঠিক 


১৮) আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন ক্ষতিকারক বিদেশী উদ্ভিদ এসেছিল 

ক) বাজরা                     খ) পার্থেনিয়াম 

গ) শিয়ালকাঁটা               ঘ) কোনোটিই নয় 

উঃ খ) পার্থেনিয়াম 


১৯) ভারতের জীববৈচিত্র বিনাশের একটি কারণ হলো

ক) অপরিকল্পিত উন্নয়ন             খ) মৃত্যু 

গ) ক্রমহ্রাসমান প্রজনন ক্ষমতা   ঘ) সবকটিই ঠিক

উঃ ঘ) সবকটিই ঠিক 


২০)  গোয়ার মোট স্থলভাগের কত শতাংশ খনি অঞ্চল- 

 ক) 10                         খ) 14 

  গ) 5                            ঘ) 21 

উঃ খ) 14 শতাংশ


২১) এদেশের বাস্তুতান্ত্রিক সমস্যার সৃষ্টি করেছে বিদেশি যে উদ্ভিদ তাহলো

ক) পার্থেনিয়াম ও কচুরিপানা 

খ) লজ্জাবতী ও পাথর কুচি 

গ) ইউফরবিয়া ও ক্যামিয়া 

ঘ) জাম ও কলা 

উঃ ক) পার্থেনিয়াম ও কচুরিপানা 


২২) গুজরাটে যজ্ঞে কোন ফুল প্রধানত ব্যবহার করা হয়

ক) জবা                             খ) সামী 

গ) ধুতুরা                              ঘ) এদের কোনোটিই নয়

উঃ খ) সামী


২৩) নিচের কোনটিকে জুপ্লাংকটন বলা হয় 

ক) ইলিশ                           খ) জেলিফিশ 

গ) লবস্টার                        ঘ) সবকটি 

উ: খ) জেলিফিশ 


২৪) জীববৈচিত্রকে সাধারণত তিনটি স্তরে বর্ণনা করা যায় যথা 

ক) জিনগত বৈচিত্র ও প্রজাতিগত বৈচিত্র 

খ) বাস্তুতান্ত্রিক বৈচিত্র ও জিনগত বৈচিত্র্য 

 গ) প্রজাতিগত বৈচিত্র এবং সাংস্কৃতিক বৈচিত্র 

ঘ) প্রজাতি বৈচিত্র ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র

উঃ  ঘ) প্রজাতিগত বৈচিত্র এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র 


২৫) নিচের কোনটিকে মেগাডাইভারসিটি দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে 

ক) জাপান                             খ) ইরাক 

গ) ভারত বর্ষ                           ঘ) কোনটিই নয় 

উঃ গ) ভারতবর্ষ


 ২৬) ভারতবর্ষে জীব বৈচিত্রের মধ্য থেকে এমন একটি উদ্ভিদের নাম করো যার ধর্মীয় গুরুত্ব আছে 

ক) তরমুজ গাছ                     খ) পেয়ারা গাছ 

গ) তুলসী গাছ                        ঘ) সবকটি 

উঃ গ) তুলসী গাছ 


২৬) ভারতবর্ষে কোন বিদেশি গাছকে সবচেয়ে ব্যাপকভাবে বনশ্রী লাগানো হয়েছে 

ক) বাবলা                                   খ) নারিকেল 

গ) তাল                                        ঘ) ইউক্যালিপটাস                    

উঃ ঘ) ইউক্যালিপটাস 


২৭) কোন তৃণভূমি বাস্তুতন্ত্র ভারতবর্ষে দেখতে পাওয়া যায় - 

ক) প্রেইরি                           খ) স্টেপ 

গ) সাভানা                           ঘ) সবকটিই ঠিক 

উঃ ঘ) সাভানা 


২৮) দক্ষিণ আমেরিকা আমাজন অরণ্য একটি বিখ্যাত 

ক) বাদাবন                          খ) বৃষ্টি অরণ্য 

গ) পত্রমোচী অরণ্য                ঘ) সাভানা 

উঃ খ) বৃষ্টি অরণ্য


২৯) ভারতে পাওয়া যায় এমন উদ্ভিদ প্রজাতির আনুমানিক সংখ্যা হল - 

ক) 30000                      খ) 45000 

গ) 60000                       ঘ) 80000 

উঃ খ) 45000


৩০) নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম কি ?

ক) কোকস নুসিফেরা 




।।।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)