History multiple quuestios ভারতের ইতিহাস

 ভারতের ইতিহাস থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। তাই ভারতের ইতিহাস থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে  ।

ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস


১.বৈদিক যুগের প্রধান শিল্প কি ছিল? 

উঃ বস্ত্রশিল্প।

২. বৈদিক যুগে বিনিময় মাধ্যম কী ছিল?

উঃ গরু।

৩. বৈদিক সাহিত্যে দুটি মুদ্রার নাম কি কি?

উঃ মনা ও নিস্ক্।

৪. ভারতের প্রাচীন সভ্যতার নাম কি?

উঃ হরপ্পা সভ্যতা।

৫. আর্য সংস্কৃতি বা বৈদিক সভ্যতা প্রথম কোন অঞ্চলে শুরু হয়েছিল?

উঃ সপ্তসিন্ধু অঞ্চলে।

৬. পুরো রাজ্যের রাজধানীর নাম কি?

উঃ হস্তিনাপুর।

৭. ঋক বৈদিক যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র বাদে অন্য শ্রেণীর লোকদের কি বলা হত?

উঃ পঞ্চমগোন।

৮. বৈদিক যুগে কোন ধাতুর ব্যবহার ছিল না?

উঃ লোহার।

৯. স্বামী বিবেকানন্দ "Rebel child of Hinduism" বলে অভিহিত করেন কোন ধর্মকে?

উঃ বৌদ্ধ ধর্মকে। 

১০. বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে?

উঃ গৌতম বুদ্ধ।

১১. গৌতম বুদ্ধের জন্ম হয় কত খ্রিস্টাব্দে ও কোথায়?

উঃ ৫৬৬ খ্রী: পূ:  কপিলা বস্তু রাজ্যের শাক্য বংশে।

১২. গৌতম বুদ্ধের পিতার নাম কি ?

উঃ শুদ্ধোদন।

১৩. গৌতম বুদ্ধের মাতার নাম কি?

উঃ মায়া দেবী।

১৪. জন্মকালে গৌতম বুদ্ধের নাম কি ছিল?

উঃ সিদ্ধার্থ।

১৫. গৌতম বুদ্ধ কার কাছে মানুষ হয়েছিলেন?

উঃ গৌতমি।

১৬. গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কী?

উঃ গোপা।

১৭. গৌতম বুদ্ধের পুত্রের নাম কি?

উঃ রাহুল।

১৮. গৌতম বুদ্ধের গৃহত্যাগ কে কি বলে?

উঃ মহাভিনিষ্ক্রমণ।

১৯. কত বছর বয়সে গৌতম বুদ্ধ দিব্য জ্ঞান লাভ করেছিলেন?

উঃ ৩৫ বছর বয়সে।

২০. গৌতম বুদ্ধ কোন গাছের তলায় বুদ্ধত্ব লাভ করেন?

উঃ বৌদ্ধ বৃক্ষ।

২১. গৌতম বুদ্ধ কোন স্থানে বৌদ্ধত্ব অর্জন করেন?

উঃ বুদ্ধগয়া।

২২. গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মমত প্রচার করেন?

উঃ সারনাথে।

২৩. গৌতম বুদ্ধের দুজন শিষ্যের নাম কি?

উঃ বিম্বিসার, প্রসেনজিৎ।

২৪. গৌতম বুদ্ধ কত বছর বয়সে কোথায় দেহত্যাগ করেন?

উঃ ৮০ বছর বয়সে কুশিনগড়ে।

২৫. গৌতম বুদ্ধের দেহত্যাগ কে বৌদ্ধ শাস্ত্রে কি বলে?

উঃ মহাপরিনির্ধাণ।

২৬. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?

উঃ ত্রিপিটক।

২৭. ত্রিপিটকের-তিনটি পিটক কি কি?

উঃ সূত্রপিটক, বিনয়পিটক,অভিধর্মপিটক।

২৮. জৈন ধর্মের প্রবর্তক কে?

উঃ মহাবীর।

২৯. সর্ব প্রথম তীর্থঙ্কর ছিলেন কে?

উঃ ঋষভদেব।

৩০. সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন কে?

উঃ মহাবীর।

৩১. ২৩ তম তীর্থঙ্কর কে ছিলেন?

উঃ পার্শ্বনাথ।

৩২. জৈন ধর্মের সূচনা করেন কে?

উঃ পার্শ্বনাথ।

৩৩. পার্শ্বনাথ ধর্ম সম্বন্ধে যে উপদেশ দিতেন তা কি নামে পরিচিত?

উঃ চতুর্যাম।

৩৪. মহাবীরের জন্ম হয় কোন সালে?

উঃ ৫৪০ খ্রী: পূ:।

৩৫. মহাবীরের মৃত্যু হয় কোন সালে?

উঃ ৪৬৮ খ্রী: পূ:।

৩৬. মহাবীরের উপদেশ গুলি কি নামে পরিচিত?

উঃ দ্বাদশ অঙ্গ।

৩৭. দ্বাদশ অঙ্গ কি ভাষায় লেখা?

উঃ প্রাকৃত।

৩৮. সিন্ধু সভ্যতার দুটি সমকালীন সভ্যতার নাম কি?

উঃ মিশরীয় ও ব্যাবিলন সভ্যতা।

৩৯. আর্য পরিবারের প্রধান ছিলেন কে?

উঃ কুলপা।

৪০. আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কি ?

উঃ মনা ও নিক্স।

৪১. সভা কি?

উঃ রাজ্যের বয়োবৃদ্ধদের জনসভা।

৪২. সমিতি কি?

উঃ জনসাধারণের সাধারণ পরিষদ।

৪৩. শ্রেষ্ঠী বলতে কী বোঝায়?

উঃ বৈদিক যুগে বণিক শ্রেণীকে।

৪৪. নাসিক প্রশস্তি কে রচনা করেন?

উঃ গৌতমী বলশ্রী।

৪৫. মহাবীরের জন্ম হয় কোথায়?

উঃ বৈশালীর  কুন্দগ্রামে।

৪৬. মহাবীরের পিতার নাম কি?

উঃ সিদ্ধার্থ।

৪৭. মহাবীরের মাতার নাম কি?

উঃ ত্রিশলা।

৪৮. মহাবীর এর স্ত্রীর নাম কি?

উঃ যশোদা।

৪৯. মহাবীরের কন্যার নাম কি?

উঃ প্রিয় দর্শনা।

৫০. মহাবীর কোথায় কত বছর বয়সে প্রাণ ত্যাগ করেন?

উঃ পাবাপুরীতে ৭২ বছর বয়সে।

৫১. কল্পসূত্র কে রচনা করেন?

উঃ ভদ্রবাহু।

৫২. প্রাজ্ঞপারমিতা কে রচনা করেন?

উঃ নাগার্জুন।

৫৩. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?

উঃ রাঙি।

৫৪. প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?

উঃ রাজগৃহে।

৫৫. দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?

উঃ বৈশালীতে।

৫৬. তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?

উঃ পাটলিপুত্রে।

৫৭. চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?

উঃ কাশ্মীরে কুন্ডল বনবিহারে।

৫৮. প্রথম বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল?

উঃ বিম্বিসার /অজাতশত্রু।

৫৯. দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল?

উঃ কালাশোক।

৬০. তৃতীয় বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল?

উঃ অশোক।

৬১. চতুর্থ বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল?

উঃ কনিষ্ক।

৬২. ভারতবর্ষে অঞ্চলভিত্তিক রাষ্ট্রব্যবস্থার সূচনা কোন শতকে ঘটে?

উঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে।

৬৩. মহাজন শব্দের অর্থ কি?

উঃ বৃহৎ রাজ্য।

৬৪. ষোড়শ মহাজনপদ কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ছিল?

উঃ কাবুল থেকে গোদাবরীর তীর পর্যন্ত।

৬৫. ষোড়শ মহাজন  পদগুলির মধ্যে প্রজাতান্ত্রিক রাজ্য ছিল কোনগুলি?

উঃ বৃজি ও মল্ল।

৬৬. দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কি?

উঃ অস্মক।

৬৭. হরশংকর বশের রাজা কে ছিলেন?

উঃ বিম্বিসার।

৬৮. বিম্বিসার কোন রাজ্যে রাজত্ব করতেন?

উঃ মগধ রাজ্যে।

৬৯. বিম্বিসারের রাজধানীর নাম কি ছিল?

উঃ রাজগৃহ।

৭০. হিন্দি স্যারের পর কে মগধের রাজা হন?

উঃ পিতৃহন্তা অজাতশত্রু।

৭১. অজাতশত্রুর পর মগধের সিংহাসনে কে বসেন?

উঃ পুত্র উদয়ভদ্র।

৭২. হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন?

উঃ নাগদাস।

৭৩. নাগ দাস কে কে হত্যা করেছিলেন?

উঃ মন্ত্রী শিশু নাগ।

৭৪. নাগদাসের পর কে মগধের সিংহাসনে বসেন?

উঃ শিশুনাগ।

৭৫. শিশুনাগের মৃত্যুর পর কে তার উত্তরাধিকারী ছিলেন?

উঃ কালাশোক, কাকাবর্ণ।

৭৬. কালাশোক কোথায় রাজধানী স্থানান্তরিত করেন?

উঃ পাটলিপুত্রে।

৭৭. কাকা বর্ণের উত্তরাধিকারীদের অযোগ্যতার সুযোগে কে সিংহাসনে বসেন?

উঃ মহাপদ্মনন্দ।

৭৮. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ মহাপদ্মনন্দ।

৭৯. নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন?

উঃ ধননন্দ।

৮০. কার রাজত্বকালে আলেকজান্ডার ভারতে আসেন?

উঃ ধননন্দের।

৮১. আলেকজান্ডার কে ছিলেন?

উঃ ম্যাসিডনের রাজা।

৮২. আলেকজান্ডার কবে ভারতে আসেন?

উঃ ৩২৭ খ্রী: পূ: - ২৬ খ্রী: পূ:।

৮৩. ধননন্দের পর কে সিংহাসনে বসেন?

উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।

৮৪. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।

৮৫. শূদ্র বংশের সন্তান বলে কাকে অভিহিত করা হয়েছে?

উঃ চন্দ্রগুপ্ত মৌর্যকে।

৮৬. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে ক্ষমতাচ্যুত করেন?

উঃ ধননন্দ কে।

৮৭. নন্দ বংশের সেনাপতি কে ছিলেন?

উঃ ভদ্রশাল।

৮৮. আলেকজান্ডারের সেনাপতি কে ছিলেন?

উঃ সেলুকাস।

৮৯. সেলুকাস কে কে পরাজিত করেন?

উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।

৯০. মেগাস্থিনিস কার রাজসভায় ভারতে আসেন?

উঃ চন্দ্রগুপ্ত মৌর্যের

৯১. মেগাস্থিনিস এর লেখা বইটির নাম কি?

উঃ ইন্ডিকা।

৯২. ঐতিহাসিক রাধাকুমুদ "প্রথম ঐতিহাসিক সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠাতা" বলে কাকে অভিহিত করেছিলেন?

উঃ চন্দ্রগুপ্ত কে।

৯৩. অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন?

উঃ কৌটিল্য।

৯৪. চন্দ্রগুপ্তের শাসনব্যবস্থা কোথা থেকে জানা যায়?

উঃ অর্থশাস্ত্র থেকে।

৯৫. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কি ছিল?

উঃ পাটলিপুত্র।

৯৬. চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন?

উঃ পুত্র বিন্দুসার।

৯৭. অমিত্রাঘাত উপাধি কার ছিল?

উঃ বিন্দু সারের।

৯৮. অমিত্রাঘাত শব্দের অর্থ কি?

উঃ শত্রু নিধনকারী।

৯৯. বিন্দুসারের পর কে সিংহাসনে বসেন?

উঃ পুত্র অশোক।

১০০. অশোকের রাজত্বকাল কোন সময়?

উঃ ২৭৩ - ২৩২ অব্দ।


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)