তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মাকু প্রশ্ন উত্তর
১) মাকু কিভাবে কাঁদতে পারল ? উঃ ঘড়িওয়ালা মাকুর নাকের কল টিপে দিতেই ঘুমিয়ে পড়ল। তারপর দুটি কান ধরে কোষে প্যাঁচালো। ফলে মাকুর খুলি বাক্সের মতো খুলে গেল। তারপর সোনা পুঁটলি খুলে ফুটো জ্যামের টিনের ফোঁদল বারের নল দিয়ে মাথায় খুনের মধ্যে জল ঢেলে দিল তারপর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ভাসিয়ে দিয়েছিল। ২. সোনা ও টিয়া কিভাবে তাদের বাড়ির লোকেদের সঙ্গে ঘরে ফিরল ? উঃ ঘাস জমিতে খেলা শেষ হওয়ার পরে সবাই বটতলার দিকে ছুটে। সেখানে মালিকের জন্মদিনের ভোজের আয়োজন হয়েছিল। টিয়া হঠাৎ মালিকের কোল থেকে নেমে মা মা বলে এদিক ওদিক দৌড়াতে থাকে। শোনাও জাদুকরের কোল থেকে নেমে ছুটতে শুরু করে। সেই সময়ে বটতলার ভিড়ের মধ্যে গোলাপি শাড়ি পড়া, ওদের মামনি নীচে খুন্তি রেখে ছুটে এসে ঘোড়াদিয়াকে জড়িয়ে ধরেন। তারপরেই তাদের বাবাও হাসিমুখে ওদের কাছে আসেন। এইভাবে পরপর আম্মা, ঠাকুমা, পিসি, পিসেমশাই, পিসির খোকা বটতলাতে আসে। এইভাবে সোনাটিয়া তাদের বাড়ির লোকেদের সঙ্গে মিলিত হয় এবং ঘরে ফেরে। ৩. মালিকের কি দুঃখ ছিল ? পরে তার সুখ এলো কিভাবে ? উঃ হোটেল ওয়ালা বুঝতে প...