বাংলা পত্র রচনা সপ্তম শ্রেণী, class 7 letter writing for Bengali
১. বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব আয়োজন করা বিষয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি পত্র রচনা কর।
উত্তরঃ
মাননীয়,
প্রধান শিক্ষক মহাশয়,
বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়
বালিপুর, হুগলী
বিষয় - বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার জন্য আবেদন পত্র।
মহাশয়,
আপনার নিকট আমাদের বিনীত নিবেদন এই যে, আমরা বিদ্যালয়ের চলতি বর্ষের ছাত্র-ছাত্রী। প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বিদ্যালয় থেকে বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করেছি। সেই সঙ্গে বৃক্ষরোপণ উৎসব সম্পর্কিত নানা বক্তৃতা, আবৃতি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। আমাদের ছাত্র-ছাত্রীদের আলোচনা অনুযায়ী আমরা গ্রামের পাশেই অবস্থিত মুণ্ডেশ্বরী নদীর বাঁধে প্রায় ১৫ বৃক্ষ রোপন করব। এছাড়াও বিদ্যালয়ের পাশেই অবস্থিত খেলার মাঠের চারিদিকে কিছু বৃক্ষরোপন করব। তারপর পর্যায়ক্রমিকভাবে আমরা পরবর্তী অনুষ্ঠান গুলির আয়োজন করতে চাই।
মহাশয়, আমরা যাতে উক্ত অনুষ্ঠানগুলি সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করতে পারি আপনি যথাযথ উপদেশ ও ব্যবস্থা করে বাধিত করবেন।
তারিখ আপনার একান্ত অনুগামী
বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয় ছাত্র ছাত্রী
২. বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয় কিছু বই কেনার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখ।
উঃ
মাননীয়,
প্রধান শিক্ষক মহাশয়,
বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়
বালিপুর, হুগলি
বিষয় - বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয় কিছু বই কেনার আবেদন পত্র।
মহাশয়,
আপনার নিকট আমাদের বিনীত নিবেদন এই যে, আমরা এই বিদ্যালয়ের চলতি বর্ষের সপ্তম শ্রেণীর ছাত্র-ছাত্রী। আমাদের বিদ্যালয়ে অবস্থিত গ্রন্থাগারটিতে উপযুক্ত বই আমরা পাচ্ছি না। বই পড়ার জন্য আমরা গ্রন্থাগারে গিয়ে বই না পেয়ে হতাশ হয়ে ফিরে আসছি। তাছাড়া আমাদের পাঠক সংখ্যা অত্যাধিক পরিমাণে বেড়েছে। তাই প্রয়োজনের তুলনায় গ্রন্থাগারে বইয়র সংখ্যা অত্যন্ত কম। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, আমাদের পাঠ্যাংশ ছাড়াও অনেক ছাত্র-ছাত্রী অন্যান্য উপন্যাস, জেনারেল নলেজ, রবীন্দ্র গল্প সংকলন, উইলিয়াম শেক্সপিয়ারের মতো বহু ইংরেজি লেখকদের লেখা বই নেই।
সুতরাং মহাশয়, আমরা যাতে এই বই গুলির সুবিধা গ্রন্থাগার থেকে পেতে পারি আপনি এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।
তারিখ- আপনার একান্ত অনুগামী ছাত্র ছাত্রী
বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়
সপ্তম শ্রেণী
৩.
Comments
Post a Comment
Haven't doubt please let me know.