নবম শ্রেণির ইতিহাস সাজেশন, class 9 history broad question answer Short question answer
সঠিক উত্তরটি বেছে লেখো।
1. প্যারিসের শাস্তি সম্মেলন অনুষ্ঠিত হয়-
(a) ১৯১৮ খ্রিঃ b) ১৯১৯ খ্রিঃ
(c) ১৯২০ খ্রিঃ (d) ১৯২২ খ্রিঃ।
2. গণতন্ত্র হল-
(a) স্বৈরাচারী রাজার শাসন
(b) প্রজাহিতৈষী রাজার শাসন
(৫) জনগণের শাসন
(d) একনায়কের শাসন।
3. ফ্যাসিবাদের সূচনা হয়-
(a) জার্মানিতে (b) ইতালিতে
(c) স্পেনে (d) জাপানে।
4. "মেই ক্যাম্ফ” একটি-
(১) ধর্মগ্রন্থ (b) আত্মজীবনী
(c) সাহিত্য, (d) কাব্যগ্রন্থ।
5. দুটি তোষণকারী দেশ হল-
(ক) আমেরিকা ও রাশিয়া
(b) রাশিয়া ও ইংল্যান্ড
(c) আমেরিকা ও ফ্রান্স
(d) ইংল্যান্ড ও ফ্রান্স।
6. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়-
(a) ১৯৩৮ খ্রিঃ (b) ১৯৩৯ খ্রিঃ
(c) ১৯৪০ খ্রিঃ (d) ১৯৪৫ খ্রিঃ।
7. লালফৌজ হল-
(a) জার্মান বাহিনী
(b) রাশিয়ার বাহিনী
(c) ফ্রান্সের বাহিনী
(d) ইংল্যান্ডের বাহিনী।
৪. পার্লহারবারের ঘটনার সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন-
(a) জর্জ ওয়াসিংটন
(b) ইড্রো উইলসন
(c) রুজভেল্ট
(d) নিক্সন।
9. 'এশিয়া এশিয়াবাসীর জন্য'-
(a) চিনের দাবি (৮) রাশিয়ার দাবি
(c) কোরিয়ার দাবি (d) জাপানের দাবি।
10. পৃথিবীর বিভিন্ন দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল-
(a) প্রথম বিশ্বযুদ্ধের আগে
(b) প্রথম বিশ্বযুদ্ধের পরে
(c) দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে
(d) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে।
11. হিরোসিমার ঘটনা ঘটে-
(a) ৬ আগস্ট (b) ১ আগস্ট
(c) ১৫ আগস্ট (d) ১ সেপ্টেম্বর।
12. বিশ্বস্বাস্থ্য সংস্থাটি হল-
(a) FAO (b) ILO
(c) WHO (d) UNICEF
B. ঠিক/ভুল লেখো:
প্রতিটি প্রশ্নের মান-1
1. রুশ সাম্রাজ্য ভেঙে স্বাধীন ফিনল্যান্ড, এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া গড়ে ওঠে।
2. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে গণতন্ত্র ও ফ্যাসিবাদের দ্বন্দ্বে গণতন্ত্রের জয় হয়।
3. ভার্সাই সন্ধি ছিল জবরদস্তিমূলক সন্ধি।
4. ১৯১৭খ্রিস্টাব্দে রাশিয়াতে প্রতিষ্ঠিত হয় স্বৈরতন্ত্রী সরকার।
5. দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সমাজতন্ত্র শুধুমাত্র রাশিয়াতে ছিল।
6. ম্যাজিনো লাইনের স্রষ্টা জার্মানি।
7. ইঙ্গ-ফরাসী তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অন্যতম কারণ।
৪. কমিন্টার্ন বিরোধী চুক্তি (Anti-Comintern Pact) হয় জার্মানি ও রাশিয়ার মধ্যে।
9. রোম-বার্লিন-টোকিও চুক্তি বিশ্বে সাম্যবাদের এক সগর্ব ঘোষণা ছিল।
10. নাগাসাকি আমেরিকার একটি সমৃদ্ধ শহর।
C. শূন্যস্থান পূরণ করো:
প্রতিটি প্রশ্নের মান-1
1. প্যারিস শহরটি অবস্থিত ________ (জার্মানিতে, ফ্রান্সে)।
উঃ ফ্রান্সে
2. প্যারিসের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়________ (১৯১৮, ১৯১৯)সালে।
উঃ
3. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ________যুদ্ধের পর (প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব)।
উঃ
4. ইংল্যান্ড ও ফ্রান্স হিটলারকে তোষণ করার কারণ ছিল ______________ (সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য, যুদ্ধে হিটলারের সাহায্য পাওয়ার জন্য)।
5. লিওপোল্ড ছিলেন_____________ রাজা (হল্যান্ড, বেলজিয়ামের)।
উঃ
6. পোল্যান্ড, চেকোশ্লোভাকিয়া, যুগোশ্লাভিয়া দেশ__________ (সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক)।
7. মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের মতে, পার্লহারবারের ঘটনার দিনটি ছিল ____________(কলঙ্কের, সাফল্যের)।
উঃ
৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের নতুন প্রধানমন্ত্রী হন _____________ (হিদেকি তোজো, সুভাষচন্দ্র বসু)।
9. সার্ক একটি_______ সংস্থা (দক্ষিণ এশিয়, ইউরোপীয়)।
10. বাংলাদেশের রাজধানী ________(ঢাকা, চট্টোগ্রাম)।
D. এক/দুটি শব্দে উত্তর লেখো:
প্রতিটি প্রশ্নের মান-1
1. হিটলারের আত্মজীবনীর নাম কী?
উঃ
2. নাৎসি বাইবেল কাকে বলে?
উঃ
3. নিরস্ত্রীকরণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ
4. মাঞ্চুরিয়া কোন্ দেশের অংশ ছিল?
উঃ
5. জার্মানি কত খ্রিস্টাব্দের কত তারিখে পোল্যান্ড আক্রমণ করে ।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.