সভা সমিতির যুগ বলতে কী বোঝ ?
১) সভা সমিতির যুগ বলতে কী বোঝ ? ২) টীকা লেখ- ইলবার্ট বিল ৩) টীকা লেখ- ভারত সভা উঃ ভূমিকাঃ কংগ্রেস প্রতিষ্ঠার আগে যেসব রাজনৈতিক প্রতিষ্ঠান জাতীয় আন্দোলন পরিচালনার কাজে নিযুক্ত হয়েছিল ভারত সভা ছিল তাদের মধ্যে অন্যতম। ১৮৭৬ খ্রিস্টাব্দে ২৬ জুলাই কলকাতার অ্যালবার্ট হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্যঃ ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য গুলি হল - ক) সর্বভারতীয় রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজনৈতিক মত অবলম্বী গোষ্ঠীর মধ্যে ঐক্য স্থাপন করা। খ) হিন্দু ও মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করে তোলা। গ) সারা ভারতের শক্তিশালী জনমত গঠন করা। ঘ) ব্রিটিশ সরকারের শোষণ নীতি এবং সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, শুল্ক আইন প্রভৃতি পক্ষপাত মূলক আইনের প্রতিবাদ করা। প্রসারঃ ভারতসভা ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এবং বাংলার বিভিন্ন অঞ্চলে এর শাখা গড়ে উঠতে থাকে। সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন বসুর বাগ্মিতা ও বলিষ্ঠ নেতৃত্বে লখনউ, মিরাট, লাহোর প্রভৃতি স্থানে ভারত সভার শাখা প্রতিষ্ঠিত হয়। উপসংহারঃ ...