আলোর প্রতিসরণ সপ্তম শ্রেণী
আলোর প্রতিসরণ
প্রশ্ন: আলোর প্রতিসরণ কাকে বলে?
উঃ আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য আরেকটি ভিন্ন মাধ্যমে প্রবেশ করে, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে ওই আলোক রশ্মির অভিমুখ পরিবর্তন হয়। দ্বিতীয় মাধ্যমে আলোক রশ্মির এইরূপ অভিমুখ পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।
আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখ
উঃ আলোর প্রতিসরণের সূত্র দুটি হল -
প্রথম সূত্রঃ আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদতলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে অবস্থান করে।
দ্বিতীয় সূত্রঃ নির্দিষ্ট মাধ্যমদ্বয় ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অণুপাত সর্বদা ধ্রুবক থাকে।
প্রতিবিম্ব
প্রশ্ন: প্রতিবিম্ব কাকে বলে?
উঃ কোন বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোন বিন্দুতে মিলিত হয় অথবা অন্য কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুউৎসের প্রতিবিম্ব বলে।
প্রশ্ন: প্রতিবিম্ব কত প্রকার ও কি কি?
উঃ প্রতিবিম্ব দুই প্রকার সদবিম্ব ও অসদবিম্ব।
প্রশ্ন: সদবিম্ব কাকে বলে?
উঃ কোন বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোন বিন্দুতে মিলিত হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদবিম্ব বলে।
উদাহরণ: সিনেমার পর্দায় ও ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব সদবিম্ব।
প্রশ্ন: অসদবিম্ব কাকে বলে?
উঃ কোন বিন্দুউৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসদবিম্ব বলে।
উদাহরণ: সমতল দর্পণ বা আয়নায় গঠিত প্রতিবিম্ব, স্থির জলে সৃষ্ট প্রতিবিম্ব, মরুভূমির মরীচিকা প্রভৃতি অসদবিম্বের উদাহরণ। অসদবিম্ব চোখে দেখা যায় কিন্তু পর্দায় ধরা যায় না।
প্রশ্ন: সদবিম্ব ও সদবিম্ব পার্থক্য লেখ।
1. প্রতিফলিত বা প্রতিসৃত আলোকরশ্মি গুচ্ছ অন্য কোন বিন্দুতে মিলিত হলে, যে প্রতিবিম্ব গঠিত হয় তা সদবিম্ব। আর প্রতিফলিত বা প্রতিসৃত আলোকরশ্মি গুচ্ছ অন্য কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে যে প্রতিবিম্ব গঠিত হয় তা অসদবিম্ব।
2. সদবিম্বকে চোখে দেখা যায় ও পর্দায় ফেলা যায়। কিন্তু অসদবিম্বকে চোখে দেখা গেলেও পর্দায় ফেলা যায় না।
3. সদবিম্ব বস্তুর সাপেক্ষে উল্টো দেখায় কিন্তু অসদবিম্ব বস্তুর সাপেক্ষে সোজা দেখায়।
4. সিনেমার পর্দায় ও ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব সদবিম্ব। আর সমতল দর্পণ বা আয়নায় গঠিত প্রতিবিম্ব এবং স্থির জলে সৃষ্ট প্রতিবিম্ব অসদবিম্ব।
প্রশ্নঃ পৃথিবী নিজেই একটি চুম্বক'- উক্তিটির স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: একটি লোহার দন্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর-দক্ষিণ দিক বরাবর রেখে দিলে ওই লোহার দন্ডটির মধ্যে খুব অল্প পরিমাণে চুম্বকত্ব সৃষ্টি হয় এবং দন্ডটির উত্তর দিক চুম্বকের উত্তর মেরুর মত ও দক্ষিণ দিক চুম্বকের দক্ষিণ মেরুর মত আচরণ করে।
লোহা একটি চৌম্বক পদার্থ ও পৃথিবীর চুম্বকত্বে আবিষ্ট হয়ে লোহা চুম্বকের মতো আচরণ করে। এই ঘটনাটি থেকে প্রমাণিত হয় 'পৃথিবী নিজেই একটি চুম্বক'।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.