Hs Sanskrit suggestion 2024

 H.S. Test Examination 2024 

         Sub - Sanskrit 

আর্যাবর্তবর্ণনম


১) আর্যাবর্ত দেশের গ্রাম ও শহরের বর্ণনা দাও।





২) আর্যাবর্তকে কেন স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে ?




বনগতা গুহা 


১) বনগতা গুহা গল্প অবলম্বনে অলিপর্বার চরিত্রটি বিশ্লেষণ কর।




২) কশ্যপ ও অলিপর্বার আর্থিক জীবনের পরিচয় দাও।









৩) বনের মধ্যে চোরেদের কার্যাবলী বর্ণনা দাও।





শ্রীগঙ্গাস্তোত্রম 


১) শ্রীগঙ্গাস্ত্রম কবিতা অবলম্বনে গঙ্গার মাহাত্ম্যের বর্ণনা দাও।









২) "শংকরমৌলিবিহারিনী" কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর। 









৩) শ্রীগঙ্গাস্তোত্রম কবিতা অবলম্বনে গঙ্গার যে বিশেষণ গুলি ব্যবহার হয়েছে তা আলোচনা কর।







বাসন্তিকস্বপ্নম 


১) বাসন্তিকস্বপ্নম নাটক অবলম্বনে রাজা ইন্দ্রবর্মা চরিত্র বিশ্লেষণ কর। 





২) বাসন্তিকস্বপ্নম নাটক অবলম্বনে কৌমুদী চরিত্র বিশ্লেষণ কর।








৩) বাসন্তিকস্বপ্নম নাটকে নাট্যকার কি বার্তা দিতে চেয়েছেন ? 








৪) বাসন্তিকস্বপ্নম নাটকের নামকরণের সার্থকতা আলোচনা কর।









ভাবসম্প্রসারণ

১) 
২) 

অনুচ্ছেদ রচনা 









১) মম গ্রামঃ 








২) ঈশ্বরচন্দ্রঃ বিদ্যাসাগর ঃ










৩) অস্মাকম বিদ্যালয়ঃ










সাহিত্যের ইতিহাস 





১) চিকিৎসা শাস্ত্রে চরক ও সুশ্রুত সংহিতার সহিতার অবদান লেখ। 










২) সংস্কৃত গীতিকাব্যে মেঘদূত ও গীতগোবিন্দের স্থান লেখ। 







 


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)