প্রত্যয়

             প্রত্যয় 

             বাংলা ব্যাকরণ


১) প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কয় প্রকার ও কি কি ?

উঃ ধাতু বা শব্দ প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয়ে নতুন অর্থযুক্ত শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে।

       প্রত্যয় দুই প্রকার, যথা- কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়।

২) কৃৎ প্রত্যয় কাকে বলে ? উদাহরণ দাও।

উঃ ধাতুর সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন- গম + তব্য = গন্তব্য 

৩) তদ্ধিত প্রত্যয় কাকে বলে ? উদাহরণ দাও।

উঃ শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে।যেমন- গঙ্গা + ষ্ণেয় = গাঙ্গেয় 

৪) প্রত্যয় শব্দের অর্থ কি ?

উঃ বিশ্বাস 

৫) শব্দের অপকর্ষ কাকে বলে ? উদাহরণ দাও।

উঃ ধাতু বা শব্দের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হওয়ার তখন শব্দের মধ্যে স্বরের (গুণ, বৃদ্ধি ও সম্প্রসারণ) পরিবর্তন ঘটে। এই তিন ধারাকে একত্রে অপকর্ষ বলে।

৬) প্রত্যয় ও বিভক্তির মধ্যে পার্থক্য লেখ।

উঃ 

৭) 

৭) নিচের শব্দগুলির প্রত্যয় নির্ণয় কর।

গন্তব্য - গম্ + তব্য 


বক্তব্য - বচ্ + তব্য 


উক্ত - বচ্ + ক্ত


কার্য - কৃ + ণ্যৎ


স্মরণীয় - স্মৃ + অনীয়


বর্তমান - বৃৎ + শানচ


বর্ধমান - বৃধ + শানচ


সহিষ্ণু - সহ + ইষ্ণু


পাঠক - পঠ + ণক


মানব - মনু + ষ্ণ


দাশরথি - দশরথ + ষ্ণি


গাঙ্গেয় - গঙ্গা + ষ্ণেয়


দ্বৈপায়ন - দ্বীপ + ষ্ণায়ন


নাবিক - নৌ +  ষ্ণিক


ঐতিহাসিক - ইতিহাস +ষ্ণিক


মৃন্ময় - মৃৎ + ময়ট


তামাটে - তামা + টে


ফুলদানি - ফুল + দানি


ফেরিওয়ালা - ফেরি + ওয়ালা


ঢাকাই - ঢাকা+ আই


তবলচি - তবলা + চি


শিক্ষানবিশ - শিক্ষা + নবিশ


রেশমি - রেশম+ ই


চলন্ত - চল্ + অন্ত 


৮) স্বরের গুণ, বৃদ্ধি ও সম্প্রসারণ বলতে কী বোঝো ?

উঃ 


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)