Computer questions answer

    কম্পিউটার প্রশ্ন উত্তর 


১) প্রথম মাউস উদ্ভাবন করেন কে ?

উঃ ডগলাস এনজেলবার্ট 

২) ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কৃত হয় কবে ?

উঃ ১৮২২ খ্রিস্টাব্দে

৩) অ্যাবাকাস কি ?

উঃ কাঠের বা ধাতুর কয়েকটি সারি তার এবং প্রত্যেক সরি তারের মধ্যে কয়েকটি পুঁথি দিয়ে তৈরি যন্ত্র বিশেষ।

৪) CPU এর পুরো নাম কি ?

উঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।

৫) মনিটর কি ? মনিটরের প্রকারভেদ সম্বন্ধে লেখ।

উঃ ডিজিটাল কম্পিউটার সিস্টেমের সবচেয়ে উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস গুলির মধ্যে মনিটর অন্যতম। ইহা, সাধারণত টেলিভিশনের মত দেখতে। একে ভিসুয়াল ডিসপ্লে ইউনিট বলে।

          মনিটরের প্রকারভেদ গুলি হল - মনোক্রম মনিটর, কালার মনিটর , CRT মনিটর, LCD মনিটর, LED মনিটর।

৬) ইনপুট ডিভাইস কাকে বলে? যেকোনো দুটি ইনপুট ডিভাইস সম্বন্ধে লেখ।

উঃ কম্পিউটার সিস্টেমের যে অংশের সাহায্যে বাইরে থেকে কোন তথ্য প্রসেসিং অংশের কাছে পাঠানো যায় তাকে ইনপুট ডিভাইস বলে।

যেমন- মাউস, কী-বোর্ড ইত্যাদি।

কী-বোর্ডঃ কিবোর্ড হল কম্পিউটারের একটি ইনপুট অংশ। কিবোর্ডের মাধ্যমে সমস্ত ক্যারেক্টার প্রকাশ করা যায়। তাই কিবোর্ডকে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বলা হয়। কিবোর্ডে সাধারণত ১০৫ থেকে ১১২ টি কী থাকে।

৭) টাইটেল বার কি ?

উঃ 

৮) VDU এর পুরো কথা কি ?

উঃ ভিশুয়াল ডিসপ্লে ইউনিট 


২) শূন্যস্থান পূরণ কর 

১) মনিটর দেখতে অনেকটা____________ মতো।

উঃ টেলিভিশনের

২) ছবি আঁকার জন্য ____________ ব্যবহৃত হয়।

উঃ প্রিন্ট

৩) ______________গঠিত হয় কতগুলি "কী" দিয়ে।

উঃ কী-বোর্ড

৪) কম্পিউটারের সমস্ত তথ্য জমা থাকে________ ডিক্সে।

উঃ হার্ড

৫) অ্যাবাকাস আবিষ্কৃত হয় ___________ দেশে।

উঃ জাপান

৬) আমেরিকার জনগণনার কাজে __________ যন্ত্রটি ব্যবহার করা হয়।

উঃ ইউনিভ্যাক-১

৭) কম্পিউটারের জনক হলেন ______________।

উঃ চার্লস ব্যাবেজ 

৮) কম্পিউটারের গতি __________  এককে পরিমাপ করা হয়।

উঃ ন্যানো সেকেন্ড 

৯) মাদারবোর্ড একপ্রকার ____________ ।

উঃ হার্ড ওয়্যার

১০) iPad এর স্রষ্টা হলেন ____________।

উঃ স্টিভ জবস 

১১) কম্পিউটারে জ্যামিতিক চিত্র আঁকার জন্য __________ ব্যবহার হয়। 

উঃ শেপস


৩) সত্য মিথ্যা নির্ণয় কর 

১) গেম খেলার জন্য জয়স্টিক ব্যবহৃত হয়।

উঃ মিথ্যা 

২) প্রিন্টার হলো একটি ইনপুট ডিভাইস।

উঃ সত্য 

৩) মাউসে একাধিক বাটন থাকে।

উঃ মিথ্যা 

৪) লোগোতে পাঁচটি মেনু থাকে।

উঃ সত্য 

৫) লোগোর টার্টেলের আকার গোলাকার।

উঃ মিথ্যা 

৬) মাউসের তিনটি বাটন থাকে।

উঃ সত্য 

৭) ডান দিক বামদিক মেলাও 

ক) CPU -  ক) কম্পিউটারের মস্তিষ্ক 

খ) ইম্প্যাক্ট প্রিন্টারে প্রিন্ট করার সময় - খ) শব্দের সৃষ্টি হয়।

গ) এলসিডি মনিটরের প্রধান উপাদান হলো - গ) তরল কেলাস।

ঘ) গ্রাফিক্স আঁকার জন্য অত্যন্ত উপযোগী -  ঘ) নন ইম্প্যাক্ট প্রিন্টার।

ঙ) টাইটেলের দুটি অংশ - ঙ) মাথা, লেজ।

৮) Maze হলো একটি ___________ ।

উঃ গোলক ধাঁধা

৯) Mouse এর মধ্যে মে গোল চাকার মত বাটন দেখতে পাওয়া যায় তাকে ____________ বলে।

উঃ স্ক্রলিং বাটন 

১০) মস্তিষ্ক ও যুক্তিবিদ্যাকে প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হয় ____________ গেম।

উঃ Puzzle game 

১১) টাইপ করার জন্য উল্লেখযোগ্য সফটওয়্যার হল _________ ।

উঃ Notepade 

১২) মেনু বার কী নিয়ে গঠিত ?

উঃ File, Edit, Format,view,Help 

১৩) Internet এর সম্পূর্ণ নাম কি ?

উঃ ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক

১৪) WWW এর পুরো নাম কি ?

উঃ World Wide Web

১৫) ভারতবর্ষে কবে ইন্টারনেট ব্যবস্থার সূচনা হয় ?

উঃ ১৯৮৬ সালে 

১৬) ভারত সরকার সর্বসাধারণের জন্য কবে ইন্টারনেট চালু করে এবং তার নাম কি ?

উঃ ১৯৯৫ সালে এবং তার নাম VSNL.

১৭) ISP এর পুরো নাম কি ?

উঃ ইন্টারনেট সার্ভিস প্রভাইডার 










Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)