বায়ুচাপ বলয়ের পরিচয়
১) পৃথিবীর বায়ুচাপ বলয় গুলির সম্পর্কে আলোচনা কর।
উঃ উষ্ণতা, জলীয়বাষ্প, পৃথিবীর আবর্তন প্রভৃতির তারতম্যজনিত কারণে পৃথিবীর সাতটি অঞ্চলে নিম্নচাপ ও উচ্চচাপ বলয় আকারে অবস্থান করেছে।
১) নিরক্ষীয় নিম্নচাপ বলয়ঃ
অবস্থানঃ নিরক্ষর রেখার উভয় পাশে গড়ে 5° অক্ষরেখার মধ্যে এই চাপবলয়টি অবস্থিত।
উৎপত্তির কারণঃক) এই অঞ্চলে সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে পড়ে।তাই এই অঞ্চলের গড় উষ্ণতা বেশি।
খ) স্থলভাগ অপেক্ষার জলভাগের বিস্তার বেশি এবং উষ্ণতা বেশি বলে আর্দ্রতাও সারা বছর খুব বেশি।
গ) পৃথিবীর আবর্তন বেগ বেশি বলে ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র হালকা বায়ু বিক্ষিপ্ত হয়।
২) কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ঃ
অবস্থানঃ উভয় গলার্ধে ২৫ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি অক্ষরেখা বরাবর এই চাপ বলয় দুটি অবস্থিত ।
উৎপত্তির কারণঃক) নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বায়ু আবর্তনের প্রভাবে বিক্ষিপ্ত হওয়ার পর শীতল ও ভারী হয়ে কর্কট ও মকর ক্রান্তীয় অঞ্চল বরাবর বায়ু স্রোত রূপে নেমে আসে।
খ) মেরুবৃত্ত প্রদেশের শীতল ও ভারী বায়ু কোরিওলিস বলের প্রভাবে বিক্ষিপ্ত হয়ে এই দুটি অঞ্চলে এসে পৌঁছায়।
৩) সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ঃ
অবস্থানঃ উভয়গোলার্ধে ৬০ ডিগ্রি থেকে ৭০ ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই চাপ বলয় দুটি বিস্তৃত।
উৎপত্তির কারণঃক) ক্রান্তীয় অঞ্চল অপেক্ষা এখানে কোরিওলিস বল বেশি বলে বায়ুর গতিবিক্ষেপ ঘটে।
খ) মেরু অঞ্চল থেকে আগত শীতল বায়ুর সঙ্গে ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ আদ্র বায়ুর সংঘর্ষে বায়ুর উর্ধ্বগামী হয়।
গ) উষ্ণ সমুদ্রস্রোত এই অঞ্চলে প্রচুর তাপ বয়ে নিয়ে আসে, যা এই অঞ্চলের উষ্ণতা বাড়ায়।
৪) সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়ঃ
অবস্থানঃ উভয় গোলার্ধে ৮০° অক্ষরেখা থেকে মেরু পর্যন্ত এই চাপ বলয় দুটি বিস্তৃত।
উৎপত্তির কারণঃক) দুই মেরু অঞ্চলে সর্বদা ঠান্ডা এত বেশি যে বায়ু অত্যন্ত শীতল ভারী শুষ্ক ও অধিক ঘনত্ব যুক্ত যা উচ্চচাপ সৃষ্টির মূল কারণ।
খ) কোরিওলিস বল এখানে সর্বাধিক হওয়ায় এখানে বায়ু বিক্ষিপ্ত হওয়ার কথা। কিন্তু ঠান্ডা বায়ুর ঘনত্ব এত বেশি যে কোরিওলিস বলও সেই বায়ুকে বিক্ষিপ্ত করতে পারে না।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.