Class-six summery project swasthya o sharirshiksha

                                                                   Page -1

বিদ্যালয়ের নাম : 

ছাত্র/ছাত্রীর নাম :

শ্রেণী :                                বিভাগ : 

ক্রমিক নং : 

বিষয় : 

বর্ষ : ২০২৩ - ২০২৪ 

                                                              Page -2

                             -: সূচীপত্র:- 

১) সংক্রামক ব্যাধি 

২) সংক্রামক রোগের নাম 

৩) করোনা ভাইরাস কি ?

৪) করোনা ভাইরাসের উপসর্গ 

৫) কিভাবে করোনা সংক্রামিত হয় 

৬) করোনা নিয়ন্ত্রণে কি কি করণীয়  

                                                             Page -3

১) সংক্রামক ব্যাধিঃ 

                    যে সকল ব্যাধিগুলি বিভিন্ন প্রকার মাধ্যম দ্বারা একটি জীব থেকে অন্য একটি জিভে ছড়িয়ে যায় এবং বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা এই রোগগুলো সংক্রামিত হয় তাদের সংক্রামক ব্যাধি বলে।

২) সংক্রামক রোগের নামঃ 

                 কয়েকটি সংক্রামক ব্যাধি হলো - আন্ত্রিক, কলেরা, ইনফ্লুয়েঞ্জা, এইডস, করোনা ভাইরাস ইত্যাদি।

৩) করোনা ভাইরাসঃ করোনা ভাইরাস হলো একটি সংক্রামক ভাইরাস। ইহা শ্বাসযন্ত্র আক্রমণকারী একটি ভাইরাস গোষ্ঠী। এর পৃষ্ঠে মুকুটের মতো কাঁটাগুলির জন্য এর নামকরণ হয়েছিল করোনাভাইরাস।

ইহা অত্যন্ত ছোঁয়াচে রোগ এবং একজন মানুষ থেকে আরেকজনের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এটি প্রাণীদেরকেও প্রভাবিত করতে পারে।

৪) করোনা ভাইরাসের উপসর্গঃ নভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি হল - ১) জ্বর ২) সর্দি ৩) কাশি ৪) শ্বাসকষ্ট ৫) সারা শরীরে ব্যাথা ৬) শারীরিক দুর্বলতা ৭) তীব্র নিউমোনিয়া ইত্যাদি।

৫) কিভাবে করোনা সংক্রামিত হয়ঃ 

৬) করোনা নিয়ন্ত্রণের উপায়ঃ করোনা ভাইরাসের নিয়ন্ত্রক উপায়গুলি হল- ১) বারবার হাত ধোওয়া অভ্যাস করতে হবে।

২) অ্যালকোহল যুক্ত সাবান ও জল দিয়ে হাত ধুতে হবে।

৩) কাশির সময় রুমাল দিয়ে নাক, মুখ ঢেকে রাখতে হবে। 

৪) বহু লোকের সমাগম বর্জন করতে হবে।

৫) জ্বর, সর্দি, কাশি হলে ডাক্তার দেখাতে হবে। 

৬) মাস্ক বা কাপড় দিয়ে নাক ও মুখ ঢেকে রাখতে হবে।

৭) যদি অসুস্থতা বোধ হয় তাহলে আগামী ২১ দিনের জন্য সবার সঙ্গে মেলামেশা বন্ধ করতে হবে।


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)