নবম শ্রেণী ব্যাকরণ নানা প্রকার
শব্দের উৎসগত শ্রেনীবিভাগ
সংজ্ঞাসহ উদাহরণঃ
১) তৎসম শব্দ কাকে বলে ? উদাহরণ দাও।
উঃ বাংলা শব্দভাণ্ডারে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে সরাসরি গৃহীত হয় তাদের তৎসম শব্দ বলে। উদাহরণ - নদী,লতা ইত্যআদই।
২) অজ্ঞাতমূলক দেশি শব্দ কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যেসব দেশি শব্দগুলির উৎস প্রাচীন- উপলব্ধি করা গেলেও, তাদের মূল খুঁজে পাওয়া যায় না, তাদের অজ্ঞাতমূলক দেশি বলে।
উদাহরণ - রিষড়া,কোপাই ইত্যাদি।
৩) সংকর বা মিশ্র শব্দ কাকে বলে? উদাহরণ দাও।
উঃ এক ভাষার শব্দ, উপসর্গ, প্রত্যয় ইত্যাদির সঙ্গে অন্য ভাষার শব্দ, উপসর্গ, প্রত্যয় ইত্যাদি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হলে তাকে শংকর বা মিশ্র শব্দ বলে।
উদাহরণ - বিদেশি শব্দ + বাংলা প্রত্যয় = মাস্টারি।
৪) অনুদিত শব্দ কাকে বলে ? উদাহরণ দাও।
উঃ অন্য কোন ভাষা থেকে, বিশেষত ইংরেজি ভাষা থেকে কিছু শব্দকে বাংলায় অনুবাদ করা হয়েছে। এই ধরনের শব্দকে অনুদিত শব্দ বলা হয়।
উদাহরণ - Newspaper - সংবাদপত্র
৫) শব্দের উৎস নির্ণয় কর
হরতাল - গুজরাটি
ক্যাঙ্গারু - অস্ট্রেলীয়
কিন্ডারগার্ডেন - জার্মানি
দাম - গ্রিক
চা,চিনি, লিচু - চিনা
হরতন,রুইতন - ওলন্দাজ
বলশেভিক - রুশ
রিকশা,সুনামি - জাপানি
রেনেসাঁস - ফরাসি
আনারস - পোর্তুগীজ
আলমারি - পোর্তুগীজ
পিস্তল ,পেয়ারা - পোর্তুগীজ
জানালা,বালতি,আতা - পোর্তুগীজ
আয়না,সিন্দুক - ফারসি
আদালত - আরবি
তরমুজ - ফারসি
শুক্কুরবার - অর্ধতৎসম
ঘুঘনি,লুঙ্গি - বর্মী
মুড়ি - দেশি
আস্তাবল - ইংরেজি
চকোলেট - মেক্সিকো
.
Comments
Post a Comment
Haven't doubt please let me know.