সংস্কৃত কারক ও বিভক্তি
কারক ও বিভক্তি
সংস্কৃত
সপ্তম ও অষ্টম শ্রেণী
বিভক্তি একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা নরঃ নরৌ নরাঃ
দ্বিতীয়া নরম্ নরৌ নরান
তৃতীয়া নরেণ নরাভ্যাম্ নরৈ
চতুর্থী নরায় নরাভ্যাম্ নরেভ্যঃ
পঞ্চমী নরাৎ নরাভ্যাম্ নরেভ্যঃ
ষষ্ঠী নরস্য নরয়োঃ নরাণাম্
সপ্তমী নরে নরয়োঃ নরেষু
সম্বোধন নরঃ নরৌ নরাঃ
# নরঃ শব্দের বাংলা অর্থ কি সহজেই বুঝে নাও।
বিভক্তির চিহ্নঃ
প্রথমাঃ শূন্য
দ্বিতীয়াঃ কে
তৃতীয়াঃ দ্বারা
চতুর্থীঃ জন্য
পঞ্চমীঃ হইতে
ষষ্ঠীঃ এর, র
সপ্তমীঃ এ,তে
# কোন কারকে কোন বিভক্তি হয়
প্রথমা বিভক্তি কর্তৃকারক
দ্বিতীয়া বিভক্তি কর্মকারক
তৃতীয়া বিভক্তি করণ কারক
চতুর্থী বিভক্তি সম্প্রদান কারক
পঞ্চমী বিভক্তি অপাদান কারক
সপ্তমী বিভক্তি অধিকরণ কারক
# কিছু উদাহরণ দিয়ে দেখানো যাকঃ
১) পর্বতেষু হিমালয়ঃ শ্রেষ্ঠঃ।
উঃ
২) কবিষু -
৩) গ্রামাৎ -
৪) হিমালয়াৎ -
৫) বুদ্ধিমৎসু -
৬) বনম্ -
৭) ভারতবর্ষস্য -
৮) জ্ঞানেন -
৯) হিতায় -
১০) স্কন্ধেন -
১১) গ্রামং -
১২) সুখেন -
যাতে সহজে ছাত্র-ছাত্রীদের কারক বিভক্তি করতে অসুবিধা না হয় সেই জন্যই এইভাবে দেখানো হয়েছে। কোন যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া যাবে না। কারণ সপ্তম ও অষ্টম শ্রেণীতে কারক বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে কোন কারক আর কোন বিভক্তি লিখলেই হয়ে যায় এখানে সূত্রের কোন প্রয়োজন হয় না। তাই সমগ্র বিষয়টি যাতে অতি সহজেই ছাত্রছাত্রীরা বুঝতে পারে সেইদিক লক্ষ্য রেখেই এইভাবে বোঝানোর চেষ্টা করেছি।
অনেক পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীরা এই ব্যাকরণ বিষয়ে অংশগ্রহণ করতে চায় না কিন্তু বিষয়টিকে অতি সহজ করার জন্য একমাত্র উপায় এই পন্থা অবলম্বন করেছে।
,
Comments
Post a Comment
Haven't doubt please let me know.