সংস্কৃত সাহিত্যের ইতিহাস আর্যভট্ট বরাহমিহির
সংস্কৃত সাহিত্যের ইতিহাস সংস্কৃত সাহিত্যের ইতিহাস দ্বাদশ শ্রেণীর 5 নম্বর প্রশ্ন ও উত্তর আলোচনা History literature of Sanskrit class 12 broad question and answer ১) জ্যোতির্বিজ্ঞানী হিসাবে আর্যভট্টের অবদান আলোচনা করো। অথবা আর্যভট্ট সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। ভূমিকাঃ ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে আর্যভট্ট একজন উজ্জ্বলতম জ্যোতিষ্ক। আর্যভট্টের অবদান ভারতীয় জ্যোতির্বিজ্ঞানকে বিশ্বের দরবারে গৌরবের আসনে অধিষ্ঠিত করেছে। তাকে প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যার প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি ছিলেন ভারতের প্রথম জ্যোতির্বিজ্ঞানী। লেখক পরিচিতিঃ অলবিরুনির বিবরণ অনুসারে জানা যায়, আর্যভট্ট পাটলিপুত্রের অন্তর্গত কুসুমপুরের অধিবাসী ছিলেন। জ্যোতির্বিদ সমাজে তিনি বৃদ্ধ আর্যভট্ট এবং সর্ব সিদ্ধান্তগুরু নামেও পরিচিত ছিলেন। আনুমানিক 476 খ্রিস্টাব্দে তার আবির্ভাব হয়েছিল। গ্রন্থসমূহঃ তিনি তিনটি গ্রন্থ রচনা করেছিলেন। গ্রন্থগুলি হল--১) আর্যভট্টীয় ২) আর্যাষ্টশতক এবং ৩) দশগীতিকা সূত্র গ্রন...