Posts

Showing posts from June, 2025

দক্ষিণ আমেরিকা অষ্টম শ্রেণী প্রশ্ন উত্তর

                দক্ষিণ আমেরিকা  দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত অষ্টম শ্রেণীর বিভিন্ন প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত এই পাঠ্যাংশ যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো পরীক্ষায় বারবার আসে সেইসব প্রশ্নগুলির সম্পর্কে সুন্দর আলোচনা পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। অষ্টম শ্রেণি ভূগোল (class 8) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(second summative evaluation) দক্ষিণ আমেরিকা(South America) অষ্টম শ্রেণি দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রশ্ন ও উত্তর (South America chapter important question answer class 8)দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন(class 8 geography suggestion for 2nd summative exam) অষ্টম শ্রেণীর সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন class 8 seconds summative exam question answer South America question answer class 8 geography solution অষ্টম শ্রেণি ভূগোল (class 8) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন(second summative evaluation) দ...

নিয়ত বায়ু কাকে বলে বিভিন্ন প্রকার নিয়ত বায়ু প্রবাহ সমূহের গতিপথ বর্ণনা করো।

  প্রশ্নঃ নিয়ত বায়ু কাকে বলে বিভিন্ন প্রকার নিয়ত বায়ু প্রবাহ সমূহের গতিপথ বর্ণনা করো।  অথবা, ভূমন্ডলীয় বায়ুচাপ বলয়ের সঙ্গে সম্পর্ক নির্দেশ করে বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ কর।   উঃ  নিয়ত বায়ুঃ            যেসব বায়ু সারাবছর নিয়মিতভাবে নির্দিষ্ট ও স্থায়ী উচ্চচাপ বলয় থেকে নির্দিষ্ট ও স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাদের নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ুকে তিন ভাগে ভাগ করা যায়, যেমন- ক) আয়ন বায়ু খ) পশ্চিমা বায়ু ও গ) মেরু বায়ু।  ক) আয়ন বায়ুঃ                   নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রখর সূর্যরশ্মি এবং পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুর গতি বিক্ষেপ ঘটে। ফলে এখানকার বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়। তাই এখানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। চাপের সমতা রক্ষার জন্য সারা বছর কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুটি বায়ুপ্রবাহ নিয়মিতভাবে এই নিম্নচাপ বলয়ের দিকে ছুটে যায়, একেই আয়ন বায়ু বলে।                    উত্তর...

দুর্বাসসঃ শাপঃ সংস্কৃত নাটক দ্বাদশ শ্রেণী

 West Bengal Board of Higher Secondary Council education নির্ধারিত দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পাঠ্য" দূর্বাসসঃ শাপঃ" নাটক থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর আলোচনা এখানে করা হলো।  ১) শকুন্তলা কে ? শকুন্তলার দুই সখীর নাম উল্লেখ কর। উঃ শকুন্তলা হলেন মহর্ষি কণ্বের পালিতা কন্যা। শকুন্তলা প্রকৃতপক্ষে মহর্ষি বিশ্বামিত্র ও মেনোকার কন্যা । তার দুই সখি হলেন অনসূয়া ও প্রিয়ংবদা। ২) শকুন্তলার কার সঙ্গে কোন মতে বিবাহ হয়েছিল ? উঃ হস্তিনাপুরের রাজা দুষ্যন্তের সঙ্গে শকুন্তলার গান্ধর্ব মতে বিবাহ হয়েছিল।  ৩) অনসূয়া কে ?  উঃ শকুন্তলার দুই প্রিয় সখীর মধ্যে অন্যতমা। ৪) প্রিয়ংবদার কেন দুষান্ত সম্পর্কে কোন সংশয় ছিল না ?  উঃ দুষ্যন্তের মত বিশেষ সুন্দর আকৃতির মানুষের দোষ থাকে না বলে দুষ্যন্ত সম্পর্কে প্রিয়ংবদার কোন সংশয় ছিল না।  ৫) প্রিয়ংবদা কোন কারণে শঙ্কিতা ছিলেন ?  উঃ শকুন্তলার গান্ধর্ব বিবাহ শুনে তাত কণ্ব কি করবেন এই ভেবে প্রিয়ংবদা শঙ্কিতা ছিলেন। ৬) শকুন্তলার দুই সখী অত ফুল তুলছিল কেন ? উঃ তাদের নিত্য পূজা ছাড়াও সেদিন শকুন্তলার সৌভাগ্য দেবতার পূজার ...

Class 12 বাঙালির ক্রিড়া সংস্কৃতি

          বাঙালির ক্রিড়া সংস্কৃতি                    দ্বাদশ শ্রেণী  বাঙালির ক্রিড়া সংস্কৃতি দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক বাঙালির ক্রিড়া সংস্কৃতি class 12 Bengali suggestions, Bengali question answer class12 bangla suggestion class 12 ,class twelve Bengali history literature suggestion 2026,  বাঙালির ক্রিড়া সংস্কৃতি দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক বাঙালির ক্রিড়া সংস্কৃতি class 12 Bengali suggestions, Bengali question answer class12 bangla suggestion class 12 ,class twelve Bengali history literature suggestion 2026,  বাঙালির ক্রিড়া সংস্কৃতি দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক বাঙালির ক্রিড়া সংস্কৃতি class 12 Bengali suggestions, Bengali question answer class12 bangla suggestion class 12 ,class twelve Bengali history literature suggestion 2026,  বাঙালির ক্রিড়া সংস্কৃতি দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক বাঙালির ক্রিড়া সংস্কৃতি class 12 Bengali suggestions, Bengali question answer class12 bangla suggestion c...

১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা কর।

  প্রশ্নঃ ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা কর।  উঃ ভূমিকাঃ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মতপার্থক্য আছে। অনেকের মতে এটি ছিল নিছক একটি সামরিক বিদ্রোহ। অনেকে আবার ১৮৫৭ বিদ্রোহকে জাতীয় মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। আবার অনেকের মতে এটি ছিল নিছক একটি সামন্ত বিদ্রোহ।  সিপাহী বিদ্রোহঃ              স্যার জন লরেন্স, চার্লস রবার্ট প্রমূখ ইংরেজ ঐতিহাসিকদের মতে এই বিদ্রোহ ছিল একটি সামরিক বিদ্রোহ। সমকালীন ভারতীয় দের মধ্যে প্রায় সকলেই এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ হিসাবে আখ্যা দিয়েছেন। কারণ দেশীয় কোন রাজনৈতিক সংগঠন এই বিদ্রোহ সমর্থন করেননি। শিক্ষিত সম্প্রদায় বিদ্রোহের নিন্দা করেছেন। ভারতের ব্যাপক অঞ্চলে বিদ্রোহের কোন প্রভাব পড়েনি এবং দেশের সাধারণ মানুষের সঙ্গেও এই বিদ্রোহের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। এই কারণে এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়। জাতীয় বিদ্রোহঃ               ইংল্যান্ডের পার্লামেন্টে আলোচনা কালে ১৮৫৭ খ্রিস্টাব্দের জুলাই মাসে দিস লেডি এই বিদ্রোহকে ...

পঞ্চম শ্রেণীর পরিবেশ 2nd summative question answer

 নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো পাঁচটি) ১.১ কলকাতার ঢাল কোন্ দিকে? উঃ পূর্বদিকে  ১২ ভারতীয় বাইসন কাকে বলে? উঃ গৌর ১.৩ প্রথম কোন্ পশু পোষ মেনেছিল? উঃ কুকুর  ২ ।শূন্যস্থান পূরণ করো: ( যে-কোনো পাঁচটি) ২১ কোনো বন্যপশুই অকারণে __________করে না। উঃ ক্ষতি ২২ রুই-এর_________ টা পাখনা। উঃ ৭টি ২৩ বৃষ্টির সম্ভাবনার কথা __________- হয়তো বুঝতে পারে। উঃ পিঁপড়ে  ১.৪ দুটো বন্যপশুর নাম লেখো। উঃ বাঘ, সিংহ ১.৫ জীববৈচিত্র্য কাকে বলে? উঃ কোন একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীব বসবাস করলে তাকে জীব-বৈচিত্র্য বলে। ১.৬ গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে? উঃ গঙ্গা নদীর হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট এই নদীতে সারা বছর জল প্রবাহিত হয় তাই গঙ্গাকে নিত্যবহনদী বলে। ২.৪ রাঢ় অঞ্চলের সব জায়গায়____________ মাটি। উঃ লাল ২.৫ গঙ্গা___________ হিমবাহের গোমুখ থেকে শুরু। উঃ গঙ্গোত্রী ২.৬ গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন_________ উঃ সুন্দরবন সঠিক উত্তরটি বেছে লেখো: (যে-কোনো পাঁচটি)  ৩.১ চিংড়ি একটি- (ক) মেরুদণ্ডী, (খ) অমেরুদন্ডী প্রাণী। উঃ অমেরুদন্ডী ৩২ টিকটিকির লেজ কেটে গেলে আবার- (ক) গজায়, (খ...

উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণ গুলি লেখ।

              উত্তর আমেরিকা   প্রশ্নঃ উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণ গুলি লেখ।                      অথবা   হ্রদ অঞ্চল আমেরিকা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল কেন ? উঃ উত্তর আমেরিকা মহাদেশের পূর্বদিকে সুপিরিয়র, মিশিগান অন্টারিও ও হুরন এই পাঁচটি হ্রদের তীরবর্তী অঞ্চল হ্রদ অঞ্চল নামে পরিচিত। এই অঞ্চলে শিল্প উন্নতির প্রধান কারণ গুলি হল - খনিজ সম্পদঃ             হ্রদ অঞ্চলে শিল্প উন্নতির মূলে আছে খনিজ সম্পদের সহজলভ্যতা। শিল্পের জন্য প্রয়োজনীয় আকরিক লোহা সহজেই উত্তোলন করা হয়।মেসাবি, ভারমিলিয়ন, মিনোমিনি প্রভৃতি অঞ্চলে সহজেই আকরিক লোহা উত্তোলন করা হয়।  কয়লা খনিঃ               হ্রদ অঞ্চল কয়লা সম্পদে সমৃদ্ধ এখানকার ইলিনয় ও ইন্ডিয়ানা রাজ্য থেকে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। বিখ্যাত উত্তর অ্যাপালেশিয়ান কয়লা খনি হ্রদ অঞ্চলের কাছেই অবস্থিত।  মূলধনঃ        ...

সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর

  বাইরের চলাটা আসল নয়"--- প্রকৃত চলা কোনটি? উঃ লেখক এর মতে, মানুষের মনভূমির মধ্যে চলাকেই প্রকৃত চলা বলে। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। এই মনকে চালিত করেই মানুষ বিভিন্ন দিকে তার পদচারণা করেছে। অজানাকে জানতে পেরেছে। ১.২" জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে"--- কোন  প্রশ্নের জবাব মেজদার কাছে মিলবে ? উঃ সুকুমার রায় রচিত "নোট বই" কবিতার কথক বলেছেন, ঝোলাগুড় কিসে দেয়? সাবান না পটকায়? এই প্রশ্নের উত্তরটি তিনি মেজদার কাছ থেকে জেনে নেবেন। ১.৩" আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন "---কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা মনে হয়েছে ? উঃ পুরন্দর বলেছেন, শ্রেভার লেকের জলকে মেঘের মাধ্যমে কারোপভের দেশে পাঠিয়ে দেবে। এত বড় হ্রদের জলে কিভাবে শুকানো যেতে পারে  সেই প্রসঙ্গেই অসীমা আলোচ্য কথাটির অবতারণা করেছেন। ১.৪ জেমস এইচ কাজিনস কে ছিলেন ? উঃ জেমস এইচ কাজিনস ছিলেন রবীন্দ্রনাথের দক্ষিণ ভারতে বসবাসকারী একজন বন্ধু। তার এবং থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের প্রচেষ্টায় সেখানে রবীন্দ্রনাথের এক সম্মান সভার আয়োজন করেছিলেন। ১.৫ "এ ছবি আমি পরেও দেখেছি"--- কোন দৃশ্য বর্ণ...

সিরাজদ্দৌলা ও অভিষেক প্রশ্ন ও উত্তর

                সিরাজদ্দৌলা                            শচীন্দ্র নাথ সেনগুপ্ত  1 "জাতির সৌভাগ্য -সূর্য আজ অস্তাচলগামী"--  এখানে কোন জাতের কথা বলা হয়েছে ? এরূপ বলার কারণ কি ? উঃ নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা নাটকের অন্তর্গত আলোচ্য অংশে জাতি বলতে সমগ্র বাঙালি জাতির কথাই বলা হয়েছে।              মাত্র পনেরো মাস রাজত্ব সামলেই সিরাজ বুঝতে পারেন এক রাজনৈতিক চক্রান্তে বেশ কছু বিশ্বাসঘাতকে তার চারপাশ ভরে গিয়েছে। বাংলার নবাবের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে, যার একদিকে ছিল ঘষেটি বেগম এবং অন্যদিকে ছিল মীরজাফর, রায়দুর্লভ ও জগৎশেঠের দল । অল্প দিনের মধ্যেই তিনি মানুষের নির্মমতার পরিচয় পেয়েছেন, দেশ ও জাতির অনিশ্চয়তা অনুভব করেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ সৈন্য সমাবেশ করেছে এবং তারা উদ্ধত হয়ে নবাবকে অস্বীকার করে নিজেদের শক্তি প্রদর্শন করেছে । সিরাজ বুঝেছে তার বিশ্বাসঘাতক সভা- পরিষদের সাহায্যেই জাতির স্বাধীনতার সূর্য অস্ত...