প্লাস্টিক যথেচ্ছ ব্যবহারের ফলে একটি সংবাদপত্রে প্রতিবেদন রচনা কর
প্রতিবেদন রচনা প্রশ্নঃ প্লাস্টিক অতি ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হওয়া বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা কর। উঃ প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহারে দূষিত হচ্ছে পরিবেশ নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৪ জুলাই ২০২৪ : বর্তমান পৃথিবীর একটি বৃহৎ সমস্যা হল দূষণ। আর এই দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী জৈব অভঙ্গুর প্লাস্টিকের অতি ব্যবহার । মানুষের দৈনন্দিন জীবনে সর্বত্রই প্লাস্টিকের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। সর্বক্ষেত্রে জল খাওয়ার বোতল থেকে শুরু করে ক্যারিব্যাগ, কসমেটিক্স, ব্যবসা প্রায় সবত্রই প্লাস্টিক বা পলিথিন অপরিহার্য।। যেহেতু মাটির সাথে ইহা মেশেনা তাই মাটি ও পরিবেশকে ইহা সর্বাধিক দূষিত করে। এই বর্ষায় অত্যাধিক প্লাস্টিকের ব্যবহার শহরকে এমনভাবে ঘিরে ফেলেছে, যাতে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। কেবল মানুষই নয় অন্যান্য প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন প্রায় কয়েক হাজার মেট্রিক টন প্লাস্টিকের বর্জ্য জলভূমিকে দূষিত করছে। গত সপ্তাহেই এক মৃত তিমির দেহ থেকে প্রায় ২৭ কিলো প্লাস্টিক পাওয়া গেছে। প্লাস্টিক দূষণে পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপ...