পথের পাঁচালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন  class -8

    পথের পাঁচালি

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 


১) অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অশ্বত্থ গাছ ছিল।- গাছটির দিকে তাকিয়ে অপু কি ভাবত ?

উঃ অশ্বত্থ গাছটির দিকে চেয়ে অপু মনে মনে ভাবতো তার ওপারে অনেক দূরে কোন অজানা দেশ আছে, যে দেশের রাজপুত্রদের কথা শুনে সে রোমাঞ্চ বোধ করত।

২) মহাবীর, কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ!- অপু কর্ণকে চিরদিনের কৃপার পাত্র মনে করেছেন কেন ?

উঃ অসম যুদ্ধে পরাজিত কর্ণ রাজ্য পায়নি, মান পায়নি, মানুষের চিরকালের চোখের জলে জেগে রয়েছে। বেদনায়, অনুভূতিতে সহচর হয়ে বিরাজ করেছে বলে সে, অপুর মতে চিরদিনের কৃপার পাত্র হয়ে আছে।

৩) ওমা! ও আবার কে রে? কে চিনতে পারচিনে? - সর্বজয়া অপুকে দেখে এ কথা বলেছেন কেন ?

উঃ নোলক পড়া অপুকে আনন্দ দিতেই সর্বজয়া তাকে উদ্দেশ্য করে আলোচ্য কথাটি বলেছে।

৪) বাবার কাছ থেকে দেখিস রথের সময় চারটে পয়সা নেব "- দুর্গা অপুকে সঙ্গে নিয়ে এমন পরিকল্পনা করেছে কেন ?

উঃ রথের মেলায় মুড়কি কিনে খাওয়ার উদ্দেশ্যে দুর্গা অপুকে নিয়ে এমন পরিকল্পনা করেছে।

৫) নীলকন্ঠ পাখির কোথায় এসে বসবে ?

উঃ বাবলা গাছে

৬) চিনিবাস কে ?

উঃ চিনিবাস ময়রা মাথায় করে খাবার ফেরি করে বেড়ায়।

৭) পথের পাঁচালী উপন্যাসে কে দেশ ভ্রমণে বাতিকগ্রস্ত ছিলেন ?

উঃ রাজকৃষ্ণ সান্যাল

৮) অপুর বইয়ের দপ্তরে কি কি বই আছে ?

উঃ অপুর দপ্তরে যেসব বই ছিল তা হল -ধারাপাত, শুভঙ্করী এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত চরিতমালা।

৯) আমের কুশি জারাতে দূর্গা অপুর কাছে কি কি জিনিস চেয়েছিল ?

উঃ দূর্গা মায়ের হেঁসেল থেকে একটু নুন আর তেল আনতে বলেছিল।

১০)  অপুর টিনের বাক্সে কি কি সম্পত্তি ছিল ?

উঃ অপুর টিনের বাক্সে থাকা দুটি সম্পত্তি হল- একটি টিনের ভেঁপু -বাঁশি আর একটা দু পয়সা দামের পিস্তল।

১১) বালক ঝোপের মধ্যে কি দেখতে পেয়েছিল ?

উঃ 

১২) খাওয়া-দাওয়ার পর অপু কি করত ?

উঃ 

১৩) মহাভারতের কোন চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লাগে ?

উঃ কর্ণের চরিত্র 

১৪) অপুর প্রথম পাঠশালায় যাওয়ার অভিজ্ঞতা কেমন হয়েছিল ?

উঃ অপু বাবার হাত ধরে প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় উপস্থিত হয়। সেখানে একদিকে ছিল মুদির দোকান আর তার পাশেই ছিল পাঠশালা। প্রথম দিন ভয়ে ভয়ে অপু মুখ তুলে দেখে গুরু মশাই লবণ ওজন করছে, কয়েকটি ছেলে নানা স্বরে পড়ছে। দুটি ছেলে কাটাকুটি খেলছে।

১৫) "দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদৌ নাই"- দিদিকে সে চটাতে চায় না কেন ?

উঃ কারণ অপুর দিদিই বন জঙ্গল ঘুরে ঘুরে কুল,জাম, নোনা, আমড়া সংগ্রহ করে এনে তাকে লুকিয়ে লুকিয়ে খাওয়ায়।

১৬) "এগুলি তাহার মূল্যবান সম্পত্তি"- তার মূল্যবান সম্পত্তির নাম গুলি লেখ ।

উঃ টিনের ভেঁপু বাঁশি, গোটাকতক কড়ি, দু পয়সা দামের পিস্তল, শুকনো নাটা ফল ও খাপরার কুচি এগুলি ছিল অপুর মহামূল্যবান সম্পত্তি।

১৭) অপুর বয়স কত ?

উঃ 6-7 বছর

১৮) পথের পাঁচালী গল্পের শুরুতে কোন গ্রামের কথা বলা হয়েছে ?

উঃ নিশ্চিন্দিপুর গ্রাম

১৯) অপুর বাবার নাম কি ?

উঃ হরিহর

২০) অপুর মায়ের নাম কি ?

উঃ সর্বজয়া 

২১) অপুর দিদির নাম কি ?

উঃ দূর্গা 

২২) মায়ের কাছে অপু কার লেখা মহাভারত শুনতো ?

উঃ কাশীরাম দাসের লেখা মহাভারত শুনতো ‌

২৩) অপু কোথায় পাঠশালা যেত ?

উঃ 

২৪) গুরুমশাইয়ের নাম কি ?

উঃ গুরু মশায়ের নাম প্রসন্ন


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)