এককথায় প্রকাশ


এককথায় প্রকাশ, নীচে কিছু উদাহরণ দেওয়া হল:


১) যে প্রথম জন্মেছে--অগ্রজ


২) যে পরে জন্মগ্রহণ করেছে---অনুজ


৩) যে উপকারীর উপকার স্বীকার করে না---অকৃতজ্ঞ


৪) যাতে বেতন লওয়া হয় না---অবৈতনিক


৫) বোধ নেই যার---নির্বোধ,অবোধ


৬) যে হিসাব করে ব্যয় করে না---অমিতব্যয়ী


৭) যে সইতে পারে না---অসহি


৮) যে জমির উৎপাদিকা শক্তি নেই---উষর, অনুর্বর


৯) যে পুরুষ বিয়ে করেনি---অকৃতদার


১০) যে নারীর বিয়ে হয়নি---অনুঢ়া


১১) যে মায়া বা কাপট্য জানে না---অমায়িক


১২) যার কোথাও ভয় নেই---অকুতোভয়


১৩) যার শত্রু জন্মেনি---অজাতশত্রু


১৪) যার নাম জানা নেই---অজ্ঞাতনামা


১৫) যা পূর্বে কখনও দেখা যায়নি---অদৃষ্টপূর্ব


১৬) যা বচনের দ্বারা প্রকাশ করা যায় না---অনির্বচনীয়


১৭) যে বিদেশে থাকে না---অপ্রবাসী


১৮) যার বিনাশ নেই---অবিনাশী


১৯) যে বিবেচনাপূর্বক কাজ করে না---অবিবেচক


২০) যা লঙ্ঘন করা যায় না---অলঙ্ঘ্য


২১) যার কুলশীল জানা নেই---অজ্ঞাতকুলশীল


২২) যা দিতে পারা যায় না---অদেয়


২৩) যার পুত্র জন্মেনি---অপুত্রক


২৪) যা পরিমাপ করা যায় না---অপরিমেয়


২৫) যার অন্য কোনো উপায় নেই---অনন্যোপায়


২৬) যা প্রমাণ করা যায় না---অপ্রমেয়


২৭) যা ভাগ করা যায় না---অবিভাজ্য


২৮) যা ফুরায় না---অফুরন্ত


২৯) যার কিছু নেই---নিঃস্ব


৩০) অনুকরণ করবার ইচ্ছা---অনুচিকীর্ষা


৩১) অনুসন্ধান করবার ইচ্ছা---অনুসন্ধিৎসা


৩২) সন্তানের সঙ্গে পার্থক্য না করে---অপত্যনির্বিশেষে


৩৩) পঙ্ক্তিতে বসবার অযোগ্য---অপাঙ্ক্তেয়


৩৪) মা অন্য ভাষায় রূপান্তরিত---অনূদিত


৩৫) পানের অযোগ্য---অপেয়


৩৬) হরিণের চামড়া---অজিন


৩৬) যিনি অরিকে দমন করেন---অরিন্দম


৩৭) যা পূর্বে শোনা যায়নি---অশ্রুতপূর্ব


৩৮) যিনি আশ্রিতকে স্নেহ করেন---আশ্রিতবৎসল


৩৯) যিনি আরাধনার যোগ্য---আরাধ্য


৪০) যা আরম্ভে মধুর (কিন্তু পরে সেরূপ নয়)---আপাতমধুর


৪১) যা বা যাকে আহুতি দেওয়া হয়েছে---আহুত


৪২) আদর করার যোগ্য যে বা যা---আদরণীয়


৪৩) পা থেকে মাথা পর্যন্ত—আপাদমস্তক


৪৪) সমুদ্র হতে হিমালয় পর্যন্ত—আসমুদ্রহিমাচল


৪৫) যার ঈশ্বরে বা পরলোকে বিশ্বাস আছে---আস্তিক


৪৬) যার ঈশ্বরে বিশ্বাস নেই---নাস্তিক


৪৭) যে ইন্দ্রকে জয় করেছে---ইন্দ্রজিৎ


৪৮) এর তুল্য---ঈদৃশ


৪৯) যে বাস্তু ছেড়ে এসেছে, বা বাস্তুভিটা হতে দূরীভূত---উদ্বাস্তু


৫০) প্রস্তুত না হয়েও বক্তৃতা করতে পারে---উপস্থিতবক্তা


৫১) যে বুকে হেঁটে চলে---উরগ


৫২) যে সুপথ হতে বিচলিত হয়েছে---উন্মার্গগামী


৫৩) যা বলা হয়েছে---উক্ত


৫৪) যা মাটি ভেদ করে উপরে ওঠে---উদ্ভিদ


৫৫) যার উদয় বা প্রতিষ্ঠা লাভ হচ্ছে---উদীয়মান


৫৬) উপকার করবার ইচ্ছা---উপচিকীর্ষা


৫৭) এক হতে আরম্ভ করে---একাদিক্রমে 


৫৮) যে গাছ একবার ফল দিয়ে, বা ফল পাকিবামাত্র মরে যায়---ওষধি


৫৯) যে হাতে কলমে কাজ করে দক্ষতা লাভ করেছে---করিতকর্মা


৬০) যে নারীর একটি মাত্র সন্তান---কাকবন্ধ্যা


৬১) পাখির কলরব---কাকলি, কূজন


৬২) কী করতে হবে যে বুঝতে পারে না---কিংকর্তব্যবিমূঢ়


৬৩) যে সংকীর্ণ স্থানে আবদ্ধ এবং বাইরের খবর রাখে না---কূপমণ্ডুক


৬৪) যার পুরুষোচিত সাহস নেই---কাপুরুষ


৬৫) যে উপকারীর অপকার করে---কৃতঘ্ন


৬৬) যা ক্রমে বেড়ে চলেছে---ক্রমবর্ধমান


৬৭) বাঘের চামড়া---কৃত্তি


৬৮) ময়ূরের ডাক---কেকা


৬৯) যে শুভক্ষণে জন্মগ্রহণ করেছে---ক্ষণজন্মা


৭০) যা ক্ষয়প্রাপ্ত হচ্ছে---ক্ষয়িষু


৭১) কার্যে সফলতা অর্জন করে যে খ্যাত হয়েছে---কৃতী


৭২) আকাশে চরে যে---খেচর


৭৩) যে রাজি নয়---গররাজি


৭৪) যার ঘাম ঝরছে---গলদঘর্ম


৭৫) গঙ্গার কাছাকাছি --- গাঙ্গেয়


৭৬) গিরিতে যিনি অবস্থান করেন বা শয়ন করেন---গিরিশ 


৭৭) দিনের আলো ও রাতের অন্ধকারের সন্ধিক্ষণ---গোধূলি


৭৮) যে জামাই শ্বশুরের আশ্রয়ে বাস করে---ঘরজামাই


৭৯) যা ঘুরছে---ঘূর্ণমান, ঘূর্ণায়মান


৮০) যাকে ঘোরানো হচ্ছে---ঘূর্ণ্যমান


৮১) যার চলবার শক্তি নেই---চলচ্ছক্তিহীন


৮২) যা জলে জন্মে---জলজ


১। এককথায় প্রকাশ করো: 

যা পূর্বে কখনও দেখা যায়নি --- 

যার বিনাশ নেই, উপকার করবার ইচ্ছা, পাখির


ঈশ্বরে বিশ্বাস নেই, যে বিদেশে থাকে না, বোধ নেই যার, যা পূর্বে কখনও লে


করে না, যিনি আশ্রিতকে স্নেহ করেন।


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)