একাকারে কবিতা - জীবনানন্দ দাশ
একাকারে
জীবনানন্দ দাশ
এসো, এই ঝরনার সামনে-
নতজানু হয়ে
আমাদের দুহাত-এক-করা
অঞ্জলিতে
তোমার পানি আর আমার জল
জীবনের জন্যে
একসঙ্গে একাকারে ভ'রে নিই।
দেখো, জপমালা হাতে
তোমার মা আর আমার আম্মা
জগৎজোড়া সুখ
আর দুনিয়া জুড়ে শাস্তির জন্যে
একাসনে
একাকারে প্রার্থনা করছেন।
শোনো
কোরানের সুরাহর সঙ্গে
উপনিষদের মন্ত্র,
সকালে প্রভাতফেরির সঙ্গে
ভোরের আজান
একাকারে মিলিয়ে যাচ্ছে।।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.