বিসর্গ সন্ধি

 সূত্র: ১১। বিসর্গ রূপান্তরিত হয়ে (৩) হচ্ছে, ও-কার হচ্ছে


অধঃ + মুখ = অধোমুখ


তিরঃ + ধান = তিরোধান


ছন্দঃ + বন্ধ ছন্দোবন্ধ


ততঃ + অধিক = ততোধিক


মনঃ + বাসনা = মনোবাসনা


বয়ঃ + অধিক = বয়োধিক


শিরঃ + ধার্য = শিরোধার্য


অকুতঃ + ভয় = অকুতোভয়


মনঃ+ রম = মনোরম


নভঃ + মণ্ডল = নভোমণ্ডল


সুত্র: ২।। বিসর্গ রূপান্তরিত হয়ে (স), (শ) আর (য) হচ্ছে, যুক্তব্যঞ্জন হিসে


ভাঃ + কর = ভাস্কর


পুরঃ + কার= পুরস্কার


মনঃ + কামনা = মনস্কামনা


তিরঃ + কার = তিরস্কার


স্রোতঃ+বান = স্রোতস্বান


সরঃ + বতী = সরস্বতী


নিঃ + তেজ = নিস্তেজ


মনঃ + তাপ = মনস্তাপ


• এই উদাহরণগুলিতে (স) ধ্বনিতে রূপান্তর ঘটেছে।

নিঃ + চয় = নিশ্চয়


নিঃ + চিন্ত = নিশ্চিন্ত


অয়ঃ + চক্র = অয়শ্চক্র


নভঃ + চর = নভশ্চর


নিঃ + ছিদ্র = নিশ্ছিদ্র


দুঃ + চিন্তা = দুশ্চিন্তা


নিঃ+চেষ্ট = নিশ্চেষ্ট


• এই উদাহরণগুলিতে (শ) ধ্বনিতে রূপান্তর ঘটেছে।


নিঃ+ ঠুর = নিষ্ঠুর


নিঃ + প্রয়োজন = নিষ্প্রয়োজন


নিঃ + কাম = নিষ্কাম


বহিঃ + কার = বহিষ্কার


মন + চক্ষু = মনশ্চক্ষু


ধনুঃ + টক্কার = ধনুষ্টঙ্কার


নিঃ + কৃতি = নিষ্কৃতি


চতুঃ + পার্শ্ব = চতুষ্পার্শ্ব


দুঃ + কর = দুষ্কর


নিঃ+ ফল = নিষ্ফল


আবিঃ + কার = আবিষ্কার


চতুঃ + পদ = চতুষ্পদ


ভ্রাতুঃ + পুত্রী = ভ্রাতুস্পুত্রী


* এই উদাহরণগুলিতে (ষ) ধ্বনিতে রূপান্তর ঘটেছে।


সূত্র:


৩।। বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে কারণ পরে স্বরকানি


অন্তঃ + ইন্দ্রিয় = অন্তরিন্দ্রিয়


অন্তঃ + আত্মা = অন্তরাত্মা


নিঃ + অতিশয় = নিরতিশয়


নিঃ + আকার = নিরাকার


নিঃ+ আনন্দ = নিরানন্দ


নিঃ + ইহ = নিরীহ


নিঃ + আমিষ = নিরামিষ


পুনঃ + অপি = পুনরপি


প্রাতঃ + আশ = প্রাতরাশ


পুনঃ + আবিষ্কার = পুনরাবিষ্কার


নিঃ + অবধি = নিরবধি


দুঃ + আত্মা = দুরাত্মা


নিঃ + অঙ্কুশ = নিরঙ্কুশ


নিঃ+ উদ্বেগ = নিরুদ্বেগ


দুঃ + অবস্থা = দুরবস্থা


চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ 


সূত্র: ৪।। বিসর্গ রূপান্তরিত হয়ে (') রেফ হচ্ছে, রেফটি পরের বারুনে যুক্ত হয়।


জ্যোতিঃ + বিজ্ঞান = জ্যোতির্বিজ্ঞান


পুনঃ + বার = পুনর্বার


অহঃ + নিশ = অহর্নিশ


বহিঃ + জগৎ = বহির্জগৎ


দুঃ+ দান্ত = দুর্দান্ত


দুঃ+ধর্ষ = দুর্ধর্ষ


নিঃ + মোহ = নির্মোহ


নিঃ+ নয় = নির্ণয়


অন্তঃ + লীন = অন্তলীন


অন্তঃ + গত = অন্তর্গত


নিঃ + লোভ - নির্লোভ


নিঃ+ বিকার = নির্বিকার

সুত্র ৮।। বিসর্গ বুপান্তরিত হয়ে লুপ্ত হচ্ছে


অতঃ + এব = অতএব


সদ্যঃ + পাতি = সদ্যপাতি


সদ্যঃ + উথিত = সদ্যোত্থিত


নিঃ + রব = নীরব


নিঃ + রোগ = নীরোগ


নিঃ+রস = নীরস


যশঃ + ইচ্ছা = যশেচ্ছা


সদ্যঃ + উচ্চারিত = সদ্য উচ্চারিত


সদ্যঃ + উদ্ভূত = সদ্যউদ্ভূত


সূত্র: ১।। বিসপ্ত পরিবর্তিত না হয়ে এক থোকে গেছে


মনঃ + ক্ষুণ্ণ = মনঃক্ষুণ্ণ


দুঃ + সাধ্য = দুঃসাধ্য


স্বতঃ + সিদ্ধ = স্বতঃসিদ্ধ


নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি:


আঃ + চর্য = আশ্চর্য


মনঃ + স্থ = মনস্থ


নিঃ + স্তব্ধ = নিস্তব্ধ


মনঃ + থ = মনস্থ


নিঃ+ স্পন্দ = নিস্পন্দ


সূত্র ৮।। বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে


স্বঃ+রাজ্য = স্বারাজ্য


চক্ষুঃ + রোগ = চক্ষুরোগ


নিঃ+ স্থ = নীরস্থ


প্রাতঃ + কাল = প্রাতঃকাল


স্রোতঃ + পথ = স্রোতঃপথ


অন্তঃ + পুর = অন্তঃপুর


মনঃ (মনস্)+  ঈষা = মনীষা


গোঃ + পদ = গোম্পদ


উপরের উদাহরণগুলি বিসর্গসন্ধির কোনো নিয়মে পড়ছে না, তাই এগুলি নিপাতনে সিন্ধ।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)