Project মুণ্ডেশ্বরী নদীর বন্যা mundeswari nodir bonna
প্রজেক্ট(Project) মুণ্ডেশ্বরী নদীর বন্যা ভূমিকাঃ নদীর জল দু-কুল ছাপিয়ে তার চারপাশের অঞ্চলকে জলমগ্ন করলে তাকে বন্যা বলে। নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে বন্যা তাদের মধ্যে অন্যতম। ইহা, প্রাকৃতিক কারণেও ঘটে থাকে, আবার মানুষের নানা ক্রিয়াকলাপের দ্বারাও ঘটে থাকে। তবে খানাকুল অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত মুন্ডেশ্বরী নদীর বন্যায় ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হয়ে থাকে। বন্যার প্রাকৃতিক কারণঃ সাধারণত বন্যা প্রাকৃতিক দুর্যোগের প্রভাবেই হয়ে থাকে। এই বন্যা সৃষ্টির নানা প্রাকৃতিক কারণগুলি নিম্নে আলোচনা করা হলো- ক) একটানা বেশ কয়েকদিন বৃষ্টিপাতের জেরে নদীতে বন্যার সৃষ্টি হয়। খ) হঠাৎ ভারী বর্ষণের ফলে নদী তার জল বহন ক্ষমতা হারিয়ে নদী বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি করে। গ) ধস নামার ফলে নদীর গতিপথ রুদ্ধ হয়ে যায়। এর ফলে নদী জল বাধা পেয়ে বন্যার সৃষ্টি করে। ঘ) ভূমিক্ষয় বন্যার অন্যতম কারণ। নদী পাড়ের ভূমি নানা প্রাকৃতিক কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে নদীগর্ভে এসে পড়ে। ফলে নদী গভীরতা কমে যায়। বন্যার মানবিক কারণঃ বর্তমানে বন্যা সৃষ্টির জন্য মা...