লিঙ্গ কাকে বলে? এর শ্রেনীবিভাগ আলোচনা কর। লিঙ্গ পরিবর্তন কর

              লিঙ্গ 

১) লিঙ্গ কাকে বলে ? 

👉যে চিহ্ন বা সংকেতের দ্বারা বস্তুটি পুরুষ,স্ত্রী বা ক্লীবের বোধ হয় তাকে লিঙ্গ বলে।

২) লিঙ্গ শব্দের অর্থ কি? 

👉 চিহ্ন

৩) লিঙ্গ কয় প্রকার ও কী কী ?

উঃ লিঙ্গ চার প্রকার - ক) পুংলিঙ্গ খ) স্ত্রীলিঙ্গ ও গ) ক্লীবলিঙ্গ ঘ) উভয় লিঙ্গ 

৪) পুংলিঙ্গ কাকে বলে? উদাহরণ দাও।

উঃ যে চিহ্ন বা সংকেতের দ্বারা বস্তুটি কেবলমাত্র পুরুষ জাতিকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে। 

উদাহরণঃ পিতা, ভাই,মামা ইত্যাদি। 

৫) স্ত্রীলিঙ্গ কাকে বলে ? উদাহরণ দাও।  

👉 যে চিহ্ন বা সংকেতের দ্বারা বস্তুটিকে কেবলমাত্র স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। 

উদাহরণঃ মাতা,বোন,মামি ইত্যাদি।

৬) ক্লীবলিঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। 

👉 যে চিহ্ন বা সংকেতের দ্বারা বস্তুটি পুরুষ স্ত্রী জাতিকে না বুঝিয়ে , কেবল কোন জড়ো বস্তুকে বোঝায় তাকে ক্লীবলিঙ্গ বলে। 

উদাহরণঃ চেয়ার, টেবিল,বই ইত্যাদি। 

৭) উভয় লিঙ্গ কাকে বলে উদাহরণ দাও। 

👉 যে চিহ্ন বা সংকেতের দ্বারা বস্তুটি পুরুষ জাতিকেই বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে। 

যেমনঃ সৈনিক, শিশু, বাছুর ইত্যাদি। 

             হাতে কলমে 

১) নিজের বাক্যগুলিতে পুঙ লিঙ্গ বাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলি পুনরায় লেখ । 

১.১) রমেশের দাদা কলেজের অধ্যাপক।
👉 রমেশের দিদি কলেজের অধ্যাপিকা।

১.২) বৃদ্ধের আগমনে শিক্ষক মহাশয় উঠে দাঁড়ালেন।

👉 বৃদ্ধার আগমনে শিক্ষিকা মহাশয়া উঠে দাঁড়ালেন।

১.৩) রবীন্দ্র সংগীতের গায়ক হিসেবে ভদ্রলোকের সুনাম আছে।
👉 রবীন্দ্র সংগীতের গায়িকা হিসেবে ভদ্রমহিলার সুনাম আছে। 

১.৪) সুমনের দাদু একটি পত্রিকার প্রকাশক।
👉 সুমনের দিদিমা একটি পত্রিকার প্রকাশিকা।

২) নিজের বাক্যগুলিতে স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলি পুনরায় লেখ। 
২.১) ভাগ্নি বোনঝিদের সঙ্গে নিয়ে মাসি বেড়াতে যাচ্ছেন।
👉 ভাগনা বনপদের সঙ্গে নিয়ে মেসো বেড়াতে যাচ্ছেন।

২.২) গিন্নি মায়ের আদেশে সকলে একসঙ্গে চলল।
👉 কর্তা বাবার আদেশে সকলে একসঙ্গে চলল।

২.৩) পাঠিকাদের সমাগমে লেখিকা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন।
👉 পাঠকদের সমাগমে লেখক একে একে সব প্রশ্নের উত্তর দিলেন।

৩) লিঙ্গ পরিবর্তন কর।
গুরু - গুরু মা, তরুণ - তরুনী, কবি - মহিলা কবি, সাহেব- মেম, বিদ্বান- বিদূষী, অন্যতম - অন্যতমা, অনন্য - অনন্যা, পুত্র - কন্যা, জেঠু - জেঠিমা, সন্ন্যাসী - সন্ন্যাসিনী, মেয়ে - ছেলে, ঠাকুমা - দাদু, মহারানী - মহারাজা, জেঠিমা- জেঠু, কনিষ্ঠা - কনিষ্ঠ, নায়িকা- নায়ক, পূজনিয়া - পূজনীয়, বাঘিনী - বাঘ, সুস্মিতা - সুস্মিত, বাঁদরি - বাঁদর, গুণবান - গুণবতী,ভূত - পেত্নি, কর্তা  - গিন্নি।

              বচন 

১) বচন শব্দের অর্থ কি ?
উঃ সংখ্যা 
২) বচন কাকে বলে? 
উঃ যার দ্বারা সংখ্যার বোধ জন্মায় তাকে বচন বলে। 
৩) বচন কয় প্রকার ও কি কি ? 
উঃ বাংলায় বচন দুই প্রকার - ক) একবচন ও খ) বহু বচন 
৪) একবচন কাকে বলে? 
উঃ যার দ্বারা একটিমাত্র সংখ্যার জ্ঞান হয়, তাকে একবচন বলে। 
৫) বহুবচন কাকে বলে ?
উঃ যার দ্বারা একের অধিক সংখ্যার বোধ হয় তাকে বহুবচন বলে।



,


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)