পঞ্চম শ্রেণী বাংলা

   প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 

             বাংলা 

A. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ 

১) হাবু তার কোন দাদাকে পাগল বলেছে 

ক) বরদাকে                         খ) মেজদাকে 

গ) সেজদাকে                       ঘ) ছোড়দাকে

২) চিলেকোঠা হল - 

ক) কাঠের ঘর                              খ) তেতলার ঘর 

গ) ছাদের উপর সিড়ির ঘর            ঘ) বসবার ঘর 

৩) থুরথুরে শব্দের অর্থ - 

ক)  চনমনে।                 খ) জড়সড় 

গ) জ্ঞানী                      ঘ) নড়বড়ে 

B. শূন্যস্থান পূরণ কর 

১) পানটা যে বড় ___________ দে মা এনে চুন; 

উঃ ঝাল

২) আমার জীবনের বাইরের _________ছিল প্রধান ছুটির দেশ। 

উঃ খোলা ছাদ

৩) এতোয়া শব্দের অর্থ _______________।

উঃ রবিবার 

C. এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখ।

রা ত্তু জ র পু = রাজপুত্তুর

গাং ড়া র দ= দরংগাড়া

জ ক্ষী রা প = পক্ষীরাজ

ষ পু দি রু আ = আদিপুরুষ 

D. নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখ।

১) উলগুলান শব্দের অর্থ কি ? 

উঃ বিদ্রোহ

২) হাঁসগুলি কোন দিকে উড়ে যাচ্ছিল?

উঃ উত্তর দিকে

৩) গল্পবুড়োর কাঁধের ঝোলায় কী কী আছে ?

উঃ দত্যিদানব, জক্ষীরাজ, রাজপুত্তর, পক্ষীরাজ প্রভৃতি নানা রকমের রূপকথার গল্প আছে। 

E. সন্ধিবিচ্ছেদ করো 

১) ফেরিওয়ালা= ফেরি + ওয়ালা

২) বিদ্যালয় = বিদ্যা + আলয়

৩) পরীক্ষা = পরি+ ঈক্ষা

৪) পদ্ধতি = পদ + হতি

৫) সংবাদ = সম + বাদ 

                               Set-2 

১) 





Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)