History madhyamik

 ১) সোমপ্রকাশ একটি - 

ক) দৈনিক পত্রিকা                 খ) সাপ্তাহিক পত্রিকা 

গ) পাক্ষিক পত্রিকা                 ঘ) মাসিক পত্রিকা 

উঃ সাপ্তাহিক পত্রিকা

২) নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন- 

ক) কলীপ্রসন্ন                     খ) মাইকেল মধুসূদন দত্ত 

গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়     ঘ) রেভা জেমস লঙ

উঃ মাইকেল মধুসূদন দত্ত

৩) ভারতে ফুটবল খেলার প্রবর্তন করে 

ক) ইংরেজরা                       খ) ফরাসিরা 

গ) ওলন্দাজরা                     ঘ) পর্তুগিজরা, 

উঃ ইংরেজরা

৪) কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল - 

ক) মেদিনীপুরে                  খ) ঝাড়গ্রামে 

গ) ছোট নাগপুরে                ঘ) রাঁচিতে 

উঃ ছোটনাগপুরে

৫) সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন- 

ক) বিজয় কৃষ্ণ গোস্বামী                    খ) স্বামী বিবেকানন্দ 

গ) শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব         ঘ) রামমোহন রায় 

উঃ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব

৬) কেশব চন্দ্র উপাধি দেন - 

ক) দেবেন্দ্রনাথ ঠাকুর                     খ) শিবনাথ শাস্ত্রী 

গ) স্বামী বিবেকানন্দ                       ঘ) রামমোহন রায় 

উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর

৭) ভারতমাতা চিত্রটি আঁকেন - 

ক) অবনীন্দ্রনাথ ঠাকুর                খ) রবীন্দ্রনাথ ঠাকুর 

গ) নন্দলাল বসু,                          ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর 

উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর

৮) গোরা উপন্যাসটি লেখা হয়েছিল- 

ক) ১৯০৫ খ্রিস্টাব্দে                খ) ১৯০১ খ্রিস্টাব্দে 

গ) ১৯১০ খ্রিস্টাব্দে                 ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে, 

উঃ ১৯১০ খ্রিস্টাব্দে

৯) ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় - 

ক) ১৮৬০ খ্রিস্টাব্দে                 খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে 

গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে                  ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে 

উঃ ১৮৬৫ খ্রিস্টাব্দে

১০) ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন 

ক) রমেশ চন্দ্র মজুমদার                  খ) সুরেন্দ্রনাথ সেন 

গ) বিনায়ক দামোদর সাভারকার।     ঘ) দাদাভাই নওরোজি 

উঃ বিনায়ক দামোদর সাভারকর

১১) জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন-

 ক) সতীশ চন্দ্র মুখোপাধ্যায়             খ) রাসবিহারী ঘোষ 

গ) সতীশ চন্দ্র বসু                            ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত 

উঃ রাসবিহারী ঘোষ

১২) আধুনিক বাংলা বই ব্যবসার পথ প্রদর্শক 

ক) বিদ্যাসাগর                      খ) রামমোহন রায় 

গ) মধুসূদন দত্ত                     ঘ) ডিরোজিও 

উঃ বিদ্যাসাগর

১৩) হিন্দ স্বরাজ বইটি লিখেছিলেন- 

ক) রাসবিহারী ঘোষ             খ) অরবিন্দ ঘোষ 

গ) মহাত্মা গান্ধী                   ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

উঃ মহাত্মা গান্ধী

১৪) মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেফতারের সংখ্যা 

ক) ২০ জন                          খ) ৩৩ জন 

গ) ৪০ জন                           ঘ) ৫০ জন 

উঃ ৩৩ জন

১৫) সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম- 

ক) বেঙ্গল ভলেন্টিয়ার্স         

খ) গদর দল 

গ) অনুশীলন সমিতি   

ঘ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি 

উঃ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

১৬) সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন 

ক) জ্যোতিবাফুলে            খ) মহাত্মা গান্ধী 

গ) দয়ানন্দ সরস্বতী          ঘ) আত্মারাম পান্ডুরঙ্গ 

উঃ জ্যোতিবা ফুলে

১৭) গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন - 

ক) কল্পনা দত্ত                       খ) বীণা দাস 

গ) প্রীতিলতা ওয়াদ্দেদার       ঘ) সুনিল চৌধুরী 

উঃ বীণা দাস

১৮) একাত্তরের ডায়েরী যে ধরনের গ্রন্থ- 

ক) জীবনস্মৃতি                      খ) স্মৃতিকথা 

গ) আত্মজীবনী                     ঘ) পৌরাণিক।

উঃ আত্মজীবনী

১৯) হায়দ্রাবাদ রাজ্যটি ভারতভুক্ত হয় - 

ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে                 খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে 

গ)  ১৯৪৯ খ্রিস্টাব্দে                 ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে 

উঃ ১৯৪৮ খ্রিস্টাব্দে

২০) একা আন্দোলনের নেতা- 

ক) মহাত্মা গান্ধী।              খ) মাদারী-পাশি 

গ) সিধু                             ঘ) দুদুমিঞা 

উঃ মাদারি পাশি

২) যেকোনো ১৬ টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) 

                            উপবিভাগ ২.১

একটি বাক্যে উত্তর দাও।

১) কোল বিদ্রোহের একজন নেতার নাম লেখ।

উঃ বুদ্ধ ভগত, জোয়া ভগত 

২) সিপাহী বিদ্রোহের সময় বড়লাট কে ছিলেন ? 

উঃ লর্ড ক্যানিং 

৩) works and pagents পার্টি কবে গড়ে ওঠে ?

উঃ ১৯২৫ খ্রিস্টাব্দে 

৪) বীরাঙ্গনা ব্রত কে পালন করেন ?

উঃ সরলা দেবী চৌধুরানী 

                            উপবিভাগ ২.২ 

ক স্তম্ভ খ স্তম্ভের মিল দেখাও 

ক) নবগোপাল মিত্র ----------- হিন্দু মেলা।

খ) ড্রিংক ওয়াটার বেথুন --------হিন্দু বালিকা বিদ্যালয় 

গ) রশিদ আলী-----------আজাদ হিন্দ ফৌজ। 

ঘ) তারকনাথ পালিত ------------ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট।



Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)