Third unit test class-4 poribesh Environment science



 Model Question Paper -1

    আমাদের পরিবেশ 

                 চতুর্থ শ্রেনী 

                                                  প্রতিটি প্রশ্নের মান - ১

১) ঠিক উত্তর নির্বাচন করো 
ক) প্রত্যেক পরিবারের শাখা- প্রশাখাকে সদস্য / আত্মীয় / শ্রেণী / জাতি বলে

উঃ আত্মীয় 

খ) আড়াবাড়ি জঙ্গল পূর্ব মেদিনীপুর/ পশ্চিম মেদিনীপুর/ হুগলি/ বীরভূম জেলায় অবস্থিত।

উঃ পশ্চিম মেদিনীপুর

গ) তাজমহল একটি স্থাপত্য / সৌধ / ভাস্কর্য / সংগ্রহশালা।

উঃ সৌধ

ঘ) বেদুইনদের কোন সমাজের অন্তর্ভুক্ত করা যায় ? পশুপালক সমাজ/ যাযাবর সমাজ /কৃষি সমাজ/ শিল্প সমাজ 

উঃ যাযাবর সমাজ

ঙ) জমির ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে চাষিরা ব্যবহার করেন -জৈব সার / রাসায়নিক সার / রাসায়নিক বিষ / আগাছা নাশক।

উঃ রাসায়নিক বিষ

২) শূন্যস্থান পূরণ কর 
ক) আলু অনেকদিন ভালো রাখার জন্য__________ ঘরে রাখা হয় ।

উঃ হিম

খ) জামভাজির শিষ্যদের বলা হয়_____________।

উঃ বিশনয়

গ) বৃষ্টির জল সংরক্ষণের মডেল রয়েছে_____________ বিজ্ঞানকেন্দ্রে ।

উঃ দীঘা

ঘ) ______________অত্যন্ত পুষ্টিকর পানিও। 

উঃ দুধ

ঙ) অ্যাসিড বৃষ্টির ফলে _______________ গায়ে কালো ছোপ সৃষ্টি হয়। 

উঃ মার্বেল

৩) ঠিক বাক্যের পাশে ✓ আর ভুল বাক্যের পাশে × চিহ্ন দাও।

ক) যানবাহন ও কলকারখানার ধোঁয়ায় দূষিত অক্সিজেন থাকে। 

উঃ ✓

খ) মফলং পবিত্র বনভূমি মেঘালয়ের শিলংয়ে অবস্থিত।

উঃ ✓

গ) সংস্কৃতি দেখে একটা সমাজকে চেনা যায়।

উঃ ✓

ঘ) বাদাম, সরিষা প্রভৃতির বীজ তৈলবীজ।

উঃ ✓

ঙ) নরম মাটি দিয়ে নানান মূর্তি তৈরি করা হয় ।

উঃ ✓

চ) আকবর জামা মসজিদ বানিয়েছিলেন।

উঃ ×


৪) একটি বাক্যে উত্তর দাও।
ক) বিষ্ণুপুরের পুরনো নাম কি ছিল ?

উঃ মল্লভূম


খ) নবান্ন উৎসব উপলক্ষে তৈরি একটি বিশেষ খাবারের নাম লেখ।

উঃ পায়েস


গ) পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চ কোনটি ?

উঃ ব্যান্ডেল চার্চ


ঘ) একটি সামাজিক প্রাণীর নাম লেখ।

উঃ মৌমাছি


ঙ) বিশনয়রা কোথাকার অধিবাসী ছিলেন?

উঃ রাজস্থান 


চ) হিমালয় অঞ্চলের গাছ বাঁচানোর জন্য কে গ্রামবাসীদের বোঝালেন?

উঃ সুন্দরলাল বহুগুনা।


 ৫) দু তিনটি বাক্যে উত্তর দাও।

ক) মমি কি ?
উঃ ওষুধ মাখানো কাপড় জড়ানো মৃত দেহকে মমি বলে।


খ) মফলং কী ?

উঃ মফলং হল পবিত্র বনভূমি। ইহা মেঘালয়ের শিলং থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে বড় বড় ভেষজ উদ্ভিদ আছে।


গ) দানাশস্য কাকে বলে ?

উঃ কৃষিজাত যেসকল ফসল থেকে দানাজাতীয় শস্য পাওয়া যায় তাকে দানাশস্য বলে।
তেমন - বাদাম,তিল, ভুট্টা ইত্যাদি।


ঘ) মাটি দূষণ কাকে বলে ?

উঃ মাটিতে যখন ফসল ফলানো ও বিভিন্ন প্রানী বেঁচে থাকার পরিবেশ হারিয়ে ফেলে তখন তাকে মিটি দূষণ বলে।


ঙ) পুঁথি কি ? 

উঃ অনেক পুরনো দিনে তালপাতার ওপরে লেখা তথ্যগুলিকে পুঁথি বলে।


চ) শিল্পসমাজ বলতে কী বোঝায় ?

উঃ বড় বড় কলকরখানায় একসঙ্গে অনেক মানুষ কাজ করে জীবিকা অর্জন করলে তাকে তাকে শিল্পসমাজ বলে।


ছ) নিরানি কোন কাজে ব্যবহার হয় ?

উঃ জমি থেকে আগাছা গুলিকে উপরে খেলার জন্য নিড়ানি ব্যবহার করা হয়।


জ) নোংরা জলে কাপড় কাচলে কি কি সমস্যা হতে পারে ?

 উঃ জামা পরিষ্কার হবে না । জামা কাপড়ে নানা প্রকার জীবাণু বাসা বাঁধতে পারে।


৬) ৫/৬ টি বাক্যে উত্তর দাও।
ক) আমাদের সমাজে মেয়েদের ভূমিকা কি ?

উঃ আমাদের সমাজে মেয়েদের ভূমিকা ছেলেদের মতোই।এখানে মেয়েরাও ছেলেদের মতই সব রকমের কাজ করে।এখানে ছেলেদের মতো মেয়েরা সমান অধিকার নিয়ে বসবাস করে।


খ) স্থাপত্য ও সৌধের মধ্যে তফাৎ কি ?
উঃ পুরনো দিনের বাড়ি,মন্দির,মসজিদ গির্জা গুলিকে স্থাপত্য বলা হয় আর এই স্থাপত্যের সঙ্গে কারোর স্মৃতি জড়িয়ে থাকলে তাকে সৌধ বলে।


গ) শক্তিগড়, জয়নগর, জায়গাগুলি কোন কোন মিষ্টির জন্য বিখ্যাত ?
উঃ শক্তিগড় - ল্যাংচা , জয়নগর - মোয়া


ঘ) বায়ু দূষণের তিনটি কারণ লেখ।
উঃ কলকারখানার ধোঁয়া, অপরিমিত বৃক্ষছেদন,         গ্রীনহাউস গ্যাস ইত্যাদি ।


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)