Speech for teachers day for a studentশিক্ষক দিবসের বক্তৃতা
শিক্ষক দিবসের বক্তৃতা
একজন ছাত্র/ছাত্রী হিসাবে আপনি কিভাবে বক্তব্য রাখবেন?
মঞ্চে উপবিষ্ট আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং উপস্থিত বিদ্যালয়ের সহশিক্ষক, শিক্ষিকা ও কর্মীবৃন্দ সকলকেই আমার প্রণাম, শ্রদ্ধা এবং আজকের সভায় উপস্থিত আমার সহপাঠী ও ছোট ভাই -বোনেরা সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় ভরা ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্যটুকু শুরু করছি।
আজকের এই মহতী ক্ষণে আমরা একসাথে কেন সমবেত হয়েছি, তা বলার আর অবকাশ থাকে না। কারণ আমরা জানি আজ ৫ই সেপ্টেম্বর। আজ শিক্ষক দিবস। আজ ডাঃ সর্বপল্লী রাধা কৃষ্ণানের জন্মদিন।
ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ুতে 1888 সালে ৫ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন দার্শনিক, রাজনীতিবিদ। সর্বোপরি তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। এছাড়াও তিনি স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতির পদ অলংকৃত করেছিলেন।
বলা হয় শিক্ষক হলেন সমাজ তৈরীর কারিগর। একজন আদর্শ শিক্ষকের যে সমস্ত গুণাবলী থাকা প্রয়োজন সমস্ত গুণের অধিকারী ছিলেন তিনি। তিনি বলতেন শিক্ষার অর্থ এই নয় যে বিভিন্ন বিষয়ে কিছু তথ্য আত্মস্থ করা শিক্ষা হবে চরিত্র গঠনের সহায়ক।
তো আমরা এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করি কেন? সর্বপল্লী রাধাকৃষ্ণানের কিছু ছাত্র তার জন্মদিনটিকে পালন করতে চাইলে তিনি বলেন আমার জন্মদিন পালন না করে যদি এই দিনটিতে সমস্ত শিক্ষকদের শ্রদ্ধা জ্ঞাপন করো তাহলে আমি খুশি হব। তারপর থেকেই এই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করে এসেছি।
আমার মতে বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রদের সম্পর্ক শুধু শিক্ষক ও ছাত্রের মধ্যে থাকলেই হবে না। একজন শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্পর্ক হবে বন্ধুর মতো পিতা পুত্রের মত ক্লাসের পিছনের সারিতে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর দিকেও দৃষ্টিপাত করা উচিত। কোন জিনিস পঠন-পাঠনের পর ছাত্র বুঝলো কিনা সেদিকেও নজর দেয়া শিক্ষকের অবশ্যই প্রয়োজন। একজন শিক্ষকই পারেন তার ছাত্রদের মানুষের মতো মানুষ করে তুলতে সেই জন্য অবশ্যই ছাত্রছাত্রীদের শিক্ষকদের প্রতিও শ্রদ্ধা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করা এবং তাদের সমস্ত উপদেশ গুলিকে মেনে চলা। শুধু আজকের দিনেই যে আমরা শিক্ষকদেরকে সম্মান জানাবো তা নয়, প্রতিবছর প্রতিদিন প্রতিমুহূর্তে শিক্ষকদের শ্রদ্ধা জ্ঞাপন করা অবশ্যই উচিত।
যাইহোক যাদের এই অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা শ্রদ্ধা জ্ঞাপন সভার আয়োজন করা হয়েছে, এত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আমার পরবর্তী বক্তাদের সুযোগ করে দিয়ে আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে এখানেই শেষ করলাম নমস্কার।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.