Class 6 science আচরণ বিজ্ঞান ষষ্ঠ শ্রেণির আমাদের পরিবেশ
আমাদের পরিবেশ আচরণ বিজ্ঞান Class-6 ১) আচরন বিজ্ঞান বলতে কী বোঝ? উঃ- জীবজন্তু, পোকা-মাকড়ের আচার আচরন বিষয়ে বিজ্ঞানীরা গবেষণা করার জন্য খুঁটিয়ে দেখেন ,এই ধরনের গবেষণাকে আচরণ বিজ্ঞান বলে। ২) দু-জন আচরণ বিজ্ঞানীর নাম লেখ? উঃ- চার্লস ডারউইন (ইংল্যান্ড), জ অ্যাঁরি ফ্যাবা (ফ্রান্স) ৩) চার্লস ডারউইন ও ফ্যাবার উত্তরসূরী হিসাবে কাদের মনে করা হয়? উঃ- নিকো টিনবারজেন, কনরাড লোরেঞ্জ এবং কার্ল ফন ফ্রিশ। ৪) পাখিদের বোকামি কার আবিষ্কার? উঃ- নিকো টিনবারজেন। ৫) মৌমাছির নাচের ভাষা কার আবিষ্কার? উঃ- কার্ল ফন ফ্রিশ। ৬) প্রথম শিম্পাঞ্জি কোথায় দেখা গিয়েছিল? উঃ- আফ্রিকায়। ৭) শিম্পাঞ্জিরা খাবার হিসাবে কী খায়? - উইপোকা। ৮) ভারতীয় পাখিদের আচার আচরন নিয়ে কে লেখালেখি করেছেন? উঃ- সালিম আলি। ৯) বাঘেরা মুত্রের গন্ধে নিজের এলাকা চিহ্নিত করে- এ বিষয়ে গবেষনা করেন কে? উঃ- রতনলাল ব্রহ্মচারী। ১০) ...