জেলখানার চিঠি প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণী বাংলা
জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু ১) সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন? উঃ ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওটাকে প্রহারের অভিযোগে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতারিত হয়ে ছিলেন। ২) রাসবিহারী বসু ওর কাছ থেকে তিনি কোন দায়িত্বভার গ্রহণ করেছিলেন? উঃ রাসবিহারী বসুর কাছ থেকে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ- এর দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ২) অনধিক তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ২.১) তোমার পাঠ্য পত্রখানি কে, কোথা থেকে, কাকে লিখেছিলেন? উঃ আমাদের পাঠ্য পত্রখানির লেখক নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি মান্দালয় জেল থেকে বন্ধু দিলীপ কুমার রায়কে পত্রখানি লিখেছিলেন। ২.২) কোন ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্নিক দৃষ্টিতে লেখার কথা বলেছেন? উঃ পাঠ্য গল্পটিতে পত্র লেখক হলেন সুভাষচন্দ্র বসু। তিনি তার বন্ধু দিলীপ কুমার রায়কে মান্দালয় জেলে পাঠানো দিলীপ কুমার রায়ের চিঠির উত্তর হিসাবে এই চিঠিটা লিখেছিলেন। ...