Posts

Showing posts from October, 2024

চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

                    চন্দ্রনাথ                তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়  ১) চন্দ্রনাথকে কোন নক্ষত্রের সাথে তুলনা করে লেখক আনন্দ পান ? 👉 কালপুরুষ ২) চন্দ্রনাথকে কালপুরুষ নক্ষত্রের সাথে তুলনা করার কারণ কি ? 👉 কালপুরুষ নক্ষত্রের খড়্গধারী ভীমাকার আকৃতির সঙ্গে চন্দ্রনাথের দেহের আকৃতির সাদৃশ্য থাকায় লেখক তাকে কালপুরুষ নক্ষত্রের সাথে তুলনা করেছেন। ৩) সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে লেখকের কার কার কথা মনে পড়েছে ? উঃ চন্দ্রনাথ হিরু ও নিশানাথ বাবু  ৪) লেখকের সহপাঠী কারা ছিল ? উঃ চন্দ্রনাথ ও হীরু ৫) চন্দ্রনাথের দাদার নাম কি ? উঃ নিশানাথ  ৬) চন্দ্রনাথ গল্পটি কার লেখা ? উঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়  ৭) আলোকিত কক্ষে বসে লেখক কাদের কথা ভাবছিলেন ? উঃ চন্দ্রনাথ, হীরু, নিশানাথ ৮) অতীতের রূপ এই ___________। উঃ অন্ধকার ৯) চন্দ্রনাথ কেমন প্রকৃতির ? উঃ দীর্ঘাকৃতি সবল সুস্থদেহ নির্ভীক দৃষ্টিসম্পন্ন কিশোর। ১০) চন্দ্রনাথের মুখাকৃতি কেমন ছিল ? উঃ চন্দ্রনাথের মুখাকৃতি ছিল অসাধারণ। তার মুখের ...

স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

      স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা                 স্বাস্থ্যবিধি  A) শূন্যস্থান পূরণ কর  ১) স্বাস্থ্য অমূল্য ________।  উঃ সম্পদ ২) সুস্বাস্থ্য বলতে বোঝায় একটি ___________স্বাস্থ্য। উঃ  ৩) স্বাস্থ্য বলতে ব্যক্তির সার্বিক সেই অবস্থাকে বোঝায় যা তাকে দৈহিক,__________ ও সামাজিক দিক থেকে _________ জীবনযাপনে সহায়তা করে। উঃ মানসিক, পরিপূর্ণ ৪) স্বাস্থ্য শুধুমাত্র রোগ থেকে মুক্তি বা _________ দেহ বা শারীরিক সুস্থতা নয়। উঃ নিরোগ ৫) কিভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় সেই শিক্ষাদানই দান করে ____________। উঃ স্বাস্থ্য শিক্ষা  ৬) স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য হল রোগ ব্যাধির _________ ও তার সাবধানতা অবলম্বন করা। উঃ প্রতিকার ৭) স্বাস্থ্য _________, রোগ প্রতিরোধ, অক্ষমতা ___________ ও অকালমৃত্যু দূরীকরণে স্বাস্থ্য শিক্ষা প্রয়োজন। উঃ উন্নয়ন, দূরীকরণ  ৮) স্বাস্থ্যবিধি হলো _________এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর ও নীরোগ রাখা যায়।  উঃ বিজ্ঞানসম্মত ৯) _________ দেহের ভারসাম্য বজায় রাখে। উঃ অন্তঃকর্ণ ...

রাস্তায় ক্রিকেট খেলা সপ্তম শ্রেণী মাইকেল এন্টনি।

          রাস্তায় ক্রিকেট খেলা             -মাইকেল এন্টনি  ১) মাইকেল অ্যানটনির খেলার সঙ্গী কারা ছিলেন ? উঃ অ্যামি ও ভার্ন ২) কে কোথায় বৃষ্টির জল খাবার ভান করছিল ? উঃ অ্যামি লেখকদের উঠোনে বৃষ্টির জল খাবার ভান করছিল। ৩) ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল ? উঃ আলশের তলায় ৪) অ্যামি ও ভার্ন কি বলে চিৎকার করছিল ? উঃ নেবুর পাতায় করমচা,             হে বৃষ্টি, স্পেনে যা। ৫) সেলো খেলার ব্যাট আর বল কোথায় রেখেছিল ? উঃ বাড়ির তলায় ৬) নিকুচি! মনে মনে বললাম - কে কি বলেছিলেন ? উঃ লেখক মাইকেল এন্টনি আলোচ্য কথাটি বলেছেন। কারণ তিনি যখনই ব্যাট করেন তখনই কেবল বৃষ্টি পড়ে। ৭) আকাশে বাজ পড়ার শব্দে লেখক কিরূপ আচরণ করেছিলেন ? উঃ বাজ পড়া শব্দের ভয়ে লেখকের কলজে যেন লাফিয়ে গলায় উঠে এসেছিল। তিনি তাড়াতাড়ি জানালা বন্ধ করে দেন আর ভয়ে সিঁটিয়ে থাকেন। ৮) লেখক কি থেকে ভয় পেতেন বলে গল্পে বলা হয়েছে ? উঃ বৃষ্টির ভয়, বাজ বিদ্যুতের ভয়, উপকূলে আচড়ানো সমুদ্রের ভয়, ঝোড়ো হাওয়া থেকে তিনি ভয় পেতেন। ৯) লেখককে তার সঙ্গীরা কি বলে...

মাধ্যমিক ভূগোল

Madhyamik geography suggestion(মাধ্যমিক ভূগোল সাজেশন),wb madhyamik(পশ্চিমবঙ্গ পর্ষদ মাধ্যমিক ভূগোল) geography question answer,(মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর) geography question answer MCQ saq type question answer for geography wb madhyamik geography,wbbse geography question,(দশম শ্রেণীর ভূগোল) West Bengal board of secondary education geography suggestion, geography question answer class10 Madhyamik geography suggestion(মাধ্যমিক ভূগোল সাজেশন),wb madhyamik(পশ্চিমবঙ্গ পর্ষদ মাধ্যমিক ভূগোল) geography question answer,(মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর) geography question answer MCQ saq type question answer for geography wb madhyamik geography,wbbse geography question,(দশম শ্রেণীর ভূগোল) West Bengal board of secondary education geography suggestion, geography question answer class10 Madhyamik geography suggestion(মাধ্যমিক ভূগোল সাজেশন),wb madhyamik(পশ্চিমবঙ্গ পর্ষদ মাধ্যমিক ভূগোল) geography question answer,(মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর) geography question answer MCQ saq type question answer for geogr...

সপ্তম শ্রেণির ইতিহাস

       সপ্তম শ্রেণীর ইতিহাস   তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রতিটি প্রশ্নের মান ২  ১) কবে ও ইউরোপের কোন অংশে সামন্তপ্রথা সূচনা হয়েছিল ? উঃ সামন্তপ্রথা ইউরোপে মধ্যযুগে সূচনা হয়েছিল। আনুমানিক নবম থেকে পঞ্চদশ শতাব্দীতে এই প্রথার সূচনা হয়েছিল।        এই প্রথা ফ্রান্সের কারোলিংশিয়ান সাম্রাজ্যে শুরু হয়েছিল। ২) কোন কোন প্রাদেশিক শক্তি, দিল্লি সুলতানি থেকে দূরে সরে গিয়েছিল ? উঃ বাংলা সুলতানি, জৌনপুরী সুলতানি, বাহমনি ইত্যাদি। ৩) জায়গীরদার কাকে বলে ? উঃ মুঘল সম্রাট আকবর প্রবর্তিত মনসবদারি প্রথায় মনসবদারদের দুভাবে বেতন দেওয়া হতো- নগদে অথবা রাজস্ব বরাত দিয়ে। যেসব মনসবদার কাজের বিনিময়ে জায়গীর পেতেন তাদের বলা হত জায়গীরদার।                যে রাজস্ব আদায় করা হতো তার এক অংশ দিয়ে জায়গীরদাররা নিজেদের ভরণপোষণ করত এবং ঘর্ষণদের দেখাশোনা করত। ৪) দোঁহা বলতে কী বোঝো ? উঃ  ৫) মোগল যুগের দুটি কৃষক বিদ্রোহের নাম লেখ।  উঃ জাঠ  বিদ্রোহ ও সৎনামী বিদ্রোহ  ৬) বান্দা বাহাদুর কে ছিলেন ? উঃ বান্দ...

রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশের বর্ণনা দাও , সপ্তম শ্রেণী ভূগোল।

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রণীত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্যাংশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন ও উত্তর সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।  সপ্তম শ্রেণীর class 7 ভূগোল (geography) পাঠ্যাংশের ইউরোপ মহাদেশের রুঢ় শিল্পাঞ্চল সম্পর্কে আলোচনায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের করতেই হবে সেটি নিম্নরূপঃ সপ্তম শ্রেণীর geography class 7 3rd terminal exam ভূগোল রুঢ় শিল্পাঞ্চল, রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব, third unit test class 7 geography suggestion রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ বর্ণনা, জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত রুঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা। Geography solution for class 7 সপ্তম শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ভূগোল geography class 7 question answer  প্রশ্ন উত্তর ক্লাস সেভেন জিওগ্রাফি mcq acq question answer class 7 জিওগ্রাফি geography সপ্তম শ্রেণীর geography class 7 3rd terminal exam ভূগোল রুঢ় শিল্পাঞ্চল, রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব, th...