আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণী second unit test
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন/Amader poribesh/ class -5 /আমাদের পরিবেশ/পঞ্চম শ্রেণী/Second Unit Test আমাদের পরিবেশ ১) কোন কোন নদীর মিলিতার নাম রূপনারায়ণ ? উঃ দ্বারকেশ্বর ও শিলাবতী ২) রূপনারায়ণ_________ মিশেছে হুগলি নদীতে। উঃ গেঁওখালিতে ৩) কোন কোন নদীর মিলিত নাম হলদি নদী ? উঃ কেলেঘাই ও কংসাবতী ৪) শান্তিনিকেতন কোথায় অবস্থিত ? উঃ বীরভূম জেলা ৫) নিত্যবহ নদী কাকে বলে ? উঃ যে নদীতে সারা বছর জল থাকে অর্থাৎ বয়ে চলে তাকে নিত্যবহ নদী বলে। যেমন - গঙ্গা। ৬) "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" গানটির রচয়িতা কে ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। ৭) বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি ? উঃ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গানটি 1905 সালে লেখা হয়েছিল। ৮) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় ? উঃ কলকাতার জোড়াসাঁকোয় ৯) গঙ্গা নদীর উৎস লেখ। উঃ উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। ১০) রাঢ় অঞ্চলের মাটি কেমন ? উঃ উর্বর মাটি ১১) রাঢ় অঞ্চলে কোন কোন উদ্ভিদ দেখা যায় ? উঃ সাল, সেগুন, মেহগিনি, কদম বাবলা ইত্যাদি। ১২) দামোদরের শাখা নদীর নাম কি ? উঃ মুণ্...