স্বাস্থ্য ও শারীরশিক্ষা class-7, first chapter
স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সপ্তম শ্রেণী (প্রথম অধ্যায়) শারীর শিক্ষার মৌলিক ধারণা। ক) অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ১) শিক্ষার একটি লক্ষ্য লেখ। উঃ জানার জন্য শিক্ষা। ২) দুটি কম্বাইন্ড ইভেন্টের উদাহরণ দাও। উঃ ডেকাথনল, পেন্টাথনল ৩) প্রত্যক্ষ বিনোদনের একটি উদাহরণ দাও। উঃ ফুটবল খেলা ৪) পরোক্ষ বিনোদনের একটি উদাহরণ দাও। উঃ মাঠে ফুটবল খেলা দেখা ৫) এন সি সি-র মূল মন্ত্র কি ? উঃ একতা ও অনুশাসন। ৬) আমাদের দেশের ঐক্যের ভিত্তি কি ? উঃ ধর্মনিরপেক্ষতা শূন্যস্থান পূরণ করো। (1) জে আর সরমন-এর মতে শারীরশিক্ষার উদ্দেশ্য___________ প্রকার। উঃ ছয় (৪) খেলা মানুষের___________ প্রবৃত্তি। উঃ সহজাত (ⅲ) ড্রিল হলো__________ শৃঙ্খলাবদ্ধ বিভিন্ন সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি। উঃ ছন্দময় (iv) গ্রিক শব্দ__________ থেকে জিমনাস্টিকস কথাটি এসেছে। উঃ জিমনস (৮) অ্যাথলেটিক্স শব্দটি________ শব্দ অ্যাথলন থেকে উৎপন্ন হয়েছে। উঃ গ্রিক (vi) জৈনধর্ম __________মূর্ত প্রতীক হিসাবে বিদ্যমান। উঃ অহিংসার (vii) খ্রিস্টধর্মের মর্মবাণী হলো নিজের মতো করে ...