বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।
প্রশ্নঃ বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর। উত্তরঃ ভূপৃষ্ঠের উষ্ণতা সর্বত্র সমান নয়। নানা প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতার পার্থক্য ঘটে। ক) অক্ষাংশঃ বায়ুর উষ্ণতার একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো অক্ষাংশ। অক্ষাংশের মান বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়। নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হলে উষ্ণতা কমে যায়। প্রতি ১ ডিগ্রি অক্ষাংশে ০.২৮ ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে। খ) উচ্চতাঃ সাধারণভাবে দেখা যায় প্রতি এক হাজার মিটার উচ্চতায় প্রায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায়। তাই একই অক্ষাংশে অবস্থিত হলেও সমতলের তুলনায় প্রচুর স্থানের তাপমাত্রা কম হয়। গ) স্থলভাগ ও জলভাগের বন্টনঃ জলভাগ অপেক্ষাস স্থলভাগ দ্রুত উষ্ণ ও শীতল হয়। একই পরিমাণ সৌর শক্তি দ্বারা নির্দিষ্ট পরিমাণ জলভাগের তুলনায় স্থলভাগ তিনগুণ বেশি উষ্ণ হয়। সেই জন্য একই অক্ষাংশে অবস্থিত মহাদেশীয় অঞ্চলে গ্রীষ্মকাল বেশি ঠান্ডা এবং উপকূল অঞ্চল সমভাবাপন্ন প্রকৃতির হয়। ঘ) বায়ুপ্রবাহঃ বায়ুপ্রবাহ তাপ বহন করে তাই কোন অঞ্চলের উপর দিয়ে উষ্ণ বায়ু প...