Posts

Showing posts from February, 2024

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

  প্রশ্নঃ বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর। উত্তরঃ ভূপৃষ্ঠের উষ্ণতা সর্বত্র সমান নয়। নানা প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতার পার্থক্য ঘটে। ক) অক্ষাংশঃ বায়ুর উষ্ণতার একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো অক্ষাংশ। অক্ষাংশের মান বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়। নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হলে উষ্ণতা কমে যায়। প্রতি ১ ডিগ্রি অক্ষাংশে ০.২৮ ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে। খ) উচ্চতাঃ সাধারণভাবে দেখা যায় প্রতি এক হাজার মিটার উচ্চতায় প্রায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায়। তাই একই অক্ষাংশে অবস্থিত হলেও সমতলের তুলনায় প্রচুর স্থানের তাপমাত্রা কম হয়। গ) স্থলভাগ ও জলভাগের বন্টনঃ জলভাগ অপেক্ষাস স্থলভাগ দ্রুত উষ্ণ ও শীতল হয়। একই পরিমাণ সৌর শক্তি দ্বারা নির্দিষ্ট পরিমাণ জলভাগের তুলনায় স্থলভাগ তিনগুণ বেশি উষ্ণ হয়। সেই জন্য একই অক্ষাংশে অবস্থিত মহাদেশীয় অঞ্চলে গ্রীষ্মকাল বেশি ঠান্ডা এবং উপকূল অঞ্চল সমভাবাপন্ন প্রকৃতির হয়। ঘ) বায়ুপ্রবাহঃ বায়ুপ্রবাহ তাপ বহন করে তাই কোন অঞ্চলের উপর দিয়ে উষ্ণ বায়ু প...

এককথায় প্রকাশ

এককথায় প্রকাশ, নীচে কিছু উদাহরণ দেওয়া হল: ১) যে প্রথম জন্মেছে--অগ্রজ ২) যে পরে জন্মগ্রহণ করেছে---অনুজ ৩) যে উপকারীর উপকার স্বীকার করে না---অকৃতজ্ঞ ৪) যাতে বেতন লওয়া হয় না---অবৈতনিক ৫) বোধ নেই যার---নির্বোধ,অবোধ ৬) যে হিসাব করে ব্যয় করে না---অমিতব্যয়ী ৭) যে সইতে পারে না---অসহি ৮) যে জমির উৎপাদিকা শক্তি নেই---উষর, অনুর্বর ৯) যে পুরুষ বিয়ে করেনি---অকৃতদার ১০) যে নারীর বিয়ে হয়নি---অনুঢ়া ১১) যে মায়া বা কাপট্য জানে না---অমায়িক ১২) যার কোথাও ভয় নেই---অকুতোভয় ১৩) যার শত্রু জন্মেনি---অজাতশত্রু ১৪) যার নাম জানা নেই---অজ্ঞাতনামা ১৫) যা পূর্বে কখনও দেখা যায়নি---অদৃষ্টপূর্ব ১৬) যা বচনের দ্বারা প্রকাশ করা যায় না---অনির্বচনীয় ১৭) যে বিদেশে থাকে না---অপ্রবাসী ১৮) যার বিনাশ নেই---অবিনাশী ১৯) যে বিবেচনাপূর্বক কাজ করে না---অবিবেচক ২০) যা লঙ্ঘন করা যায় না---অলঙ্ঘ্য ২১) যার কুলশীল জানা নেই---অজ্ঞাতকুলশীল ২২) যা দিতে পারা যায় না---অদেয় ২৩) যার পুত্র জন্মেনি---অপুত্রক ২৪) যা পরিমাপ করা যায় না---অপরিমেয় ২৫) যার অন্য কোনো উপায় নেই---অনন্যোপায় ২৬) যা প্রমাণ করা যায় না---অপ্রমেয় ২৭) যা ভাগ করা যায় না---অবি...

শতাব্দীর সূর্য আজি

 শতাব্দীর সূর্য আজি   ৬৪ সংখ্যক কবিতা শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ-মাঝে  অন্ত-গেল, উৎসবে আজি বাজে  অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিণী  ভয়ংকরী। দয়াহীন সভ্যতানাগিনী  তুলেছে কুটিল ফণা চক্ষের নিমিষে  গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে। স্বার্থে স্বার্থে বেধেছে সংঘাত, লোভে লোভে  ঘটেছে সংগ্রাম- প্রলয়-মন্থন-ক্ষোভে  ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি  পঙ্কশয্যা হতে। লজ্জা শরম তেয়াগি  জাতিপ্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়  ধর্মেরে ভাসাতে চাহে বলের বন্যায়।  কবিদল চীৎকারিছে জাগাইয়া ভীতি  শ্মশানকুকুরদের কাড়াকাড়ি-গীতি।

পথের পাঁচালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

  প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন  class -8      পথের পাঁচালি     বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়  ১) অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অশ্বত্থ গাছ ছিল।- গাছটির দিকে তাকিয়ে অপু কি ভাবত ? উঃ অশ্বত্থ গাছটির দিকে চেয়ে অপু মনে মনে ভাবতো তার ওপারে অনেক দূরে কোন অজানা দেশ আছে, যে দেশের রাজপুত্রদের কথা শুনে সে রোমাঞ্চ বোধ করত। ২) মহাবীর, কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ!- অপু কর্ণকে চিরদিনের কৃপার পাত্র মনে করেছেন কেন ? উঃ অসম যুদ্ধে পরাজিত কর্ণ রাজ্য পায়নি, মান পায়নি, মানুষের চিরকালের চোখের জলে জেগে রয়েছে। বেদনায়, অনুভূতিতে সহচর হয়ে বিরাজ করেছে বলে সে, অপুর মতে চিরদিনের কৃপার পাত্র হয়ে আছে। ৩) ওমা! ও আবার কে রে? কে চিনতে পারচিনে? - সর্বজয়া অপুকে দেখে এ কথা বলেছেন কেন ? উঃ নোলক পড়া অপুকে আনন্দ দিতেই সর্বজয়া তাকে উদ্দেশ্য করে আলোচ্য কথাটি বলেছে। ৪) বাবার কাছ থেকে দেখিস রথের সময় চারটে পয়সা নেব "- দুর্গা অপুকে সঙ্গে নিয়ে এমন পরিকল্পনা করেছে কেন ? উঃ রথের মেলায় মুড়কি কিনে খাওয়ার উদ্দেশ্যে দুর্গা অপুকে নিয়ে এমন পরিকল্পনা করেছে। ৫) নীলকন্ঠ পা...

মাধ্যমিক বাংলা ২০২৪ প্রশ্ন

 RG-B(FL)                          ২০২৪                                      বাংলা                                    প্রথম ভাষা                           সময়- ৩ ঘণ্টা ১৫ মিনিট প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য। [নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান- ৯০ বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান ১০০। ১। সঠিক উত্তরটি নির্বাচন করো:।          ১৭×১=১৭ ১১ নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশায়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? (ক) চার আনা (খ) আট আনা (গ) এক টাকা (ঘ) দু' টাকা ১.২ "লল্লাটের লেখা তো খণ্ডাবে না।" বক্তা কে? (ক) জগদীশ বাবু (খ) রাম দাস (গ) গিরীশ মহাপাত্র (ঘ) অপূর্ব  ১.৩ পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন ? (ক) পা...

বাঙ্গালা ভাষা - স্বামী বিবেকানন্দ

        বাঙ্গালা ভাষা -                      স্বামী বিবেকানন্দ জন্ম ১৮৬৩ খ্রিস্টাব্দ:: মৃত্যু ১৯০২ খ্রিস্টাব্দ আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃত সমস্ত বিদ্যা থাকার দরুন, বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত -যাঁরা 'লোকহিতায়' এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট; কিন্তু কটমট ভাষা- যা অপ্রাকৃতিক, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? চলিত ভাষায় কি আর শিল্পনৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তয়ের ক'রে কি হবে? যে ভাষায় ঘরে কথা কও, তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে কর; তবে লেখবার বেলা ও একটা কি কিম্ভুতকিমাকার উপস্থিত কর? যে ভাষায় নিজের মনে দর্শন-বিজ্ঞান চিন্তা কর, দশজনে বিচার কর- সে ভাষা কি দর্শন-বিজ্ঞান লেখবার ভাষা নয়? যদি না হয় তো নিজের মনে এবং পাঁচজনে ও-সকল তত্ত্ববিচার কেমন ক'রে কর? স্বাভাবিক যে ভাষায় মনোভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই, তার চ...

বিসর্গ সন্ধি

 সূত্র: ১১। বিসর্গ রূপান্তরিত হয়ে (৩) হচ্ছে, ও-কার হচ্ছে অধঃ + মুখ = অধোমুখ তিরঃ + ধান = তিরোধান ছন্দঃ + বন্ধ ছন্দোবন্ধ ততঃ + অধিক = ততোধিক মনঃ + বাসনা = মনোবাসনা বয়ঃ + অধিক = বয়োধিক শিরঃ + ধার্য = শিরোধার্য অকুতঃ + ভয় = অকুতোভয় মনঃ+ রম = মনোরম নভঃ + মণ্ডল = নভোমণ্ডল সুত্র: ২।। বিসর্গ রূপান্তরিত হয়ে (স), (শ) আর (য) হচ্ছে, যুক্তব্যঞ্জন হিসে ভাঃ + কর = ভাস্কর পুরঃ + কার= পুরস্কার মনঃ + কামনা = মনস্কামনা তিরঃ + কার = তিরস্কার স্রোতঃ+বান = স্রোতস্বান সরঃ + বতী = সরস্বতী নিঃ + তেজ = নিস্তেজ মনঃ + তাপ = মনস্তাপ • এই উদাহরণগুলিতে (স) ধ্বনিতে রূপান্তর ঘটেছে। নিঃ + চয় = নিশ্চয় নিঃ + চিন্ত = নিশ্চিন্ত অয়ঃ + চক্র = অয়শ্চক্র নভঃ + চর = নভশ্চর নিঃ + ছিদ্র = নিশ্ছিদ্র দুঃ + চিন্তা = দুশ্চিন্তা নিঃ+চেষ্ট = নিশ্চেষ্ট • এই উদাহরণগুলিতে (শ) ধ্বনিতে রূপান্তর ঘটেছে। নিঃ+ ঠুর = নিষ্ঠুর নিঃ + প্রয়োজন = নিষ্প্রয়োজন নিঃ + কাম = নিষ্কাম বহিঃ + কার = বহিষ্কার মন + চক্ষু = মনশ্চক্ষু ধনুঃ + টক্কার = ধনুষ্টঙ্কার নিঃ + কৃতি = নিষ্কৃতি চতুঃ + পার্শ্ব = চতুষ্পার্শ্ব দুঃ + কর = দুষ্কর নিঃ+ ফল = নিষ্ফল আবিঃ + কার =...

একাকারে কবিতা - জীবনানন্দ দাশ

একাকারে           জীবনানন্দ দাশ  এসো, এই ঝরনার সামনে- নতজানু হয়ে  আমাদের দুহাত-এক-করা  অঞ্জলিতে  তোমার পানি আর আমার জল  জীবনের জন্যে  একসঙ্গে একাকারে ভ'রে নিই। দেখো, জপমালা হাতে  তোমার মা আর আমার আম্মা  জগৎজোড়া সুখ  আর দুনিয়া জুড়ে শাস্তির জন্যে  একাসনে  একাকারে প্রার্থনা করছেন। শোনো  কোরানের সুরাহর সঙ্গে  উপনিষদের মন্ত্র,  সকালে প্রভাতফেরির সঙ্গে  ভোরের আজান  একাকারে মিলিয়ে যাচ্ছে।।