Bengali test exam questions for class 12

Test Examination Question Paper 2023

        উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা - ২০২৩

                              শ্রেণি-দ্বাদশ

পূর্ণমান-৮০


বিষয়-বাংলা


সময়-৩ ঘন্টা ১৫ মিনিট


১। সঠিক উত্তরটি নির্বাচন করো:১ × ১৮=১৮


১.১ জলের অন্ধকারে আগুন লাগে- ক) রাতের আকাশে খ) ধূসর ফেনায় গ) মহুয়ার দেশে ঘ) শালের বনে।


১.২ রামশাল চালের ভাত - ক) ডালের সঙ্গে খায় খ) সবজির সঙ্গে খায় গ) মাংসের সঙ্গে খায় ঘ) মাছের সঙ্গে খায়।


১.৩ বুড়ো কর্তার মৃতদেহ সৎকার করতে নিয়ে যাওয়া হয়-

ক) রাত একটার পর খ) রাত বারোটার পর গ) রাত ন'টার পর

ঘ) রাত দু'টোর পর।


১.৪ "ছিন্নভিন্ন / জঙ্গলে তাকে পেয়ে"- কাকে?- 

ক) নিখোঁজ ভাইকে

খ) নিখোঁজ মেয়েকে গ) আহত ছেলেকে ঘ) মৃত পশুকে।


১.৫ মৃত্যুঞ্জয় ও নিখিলের দাম্পত্য জীবন কী ছয় ও আট বছরের খ) চার ও পাঁচ বছরের গ) আট ও নয় বছরের ঘ) ছয় ও সাত বছরের।


১.৬ 'সে কখনো করে না বঞ্চনা'- সে বলতে-ক) স্বপ্ন খ) সত্য গ) দুঃখ ঘ) মৃত্যু।


১.৭ কখন ফজরের নমাজ পড়া হয়?-


ক) ভোরবেলায় খ) দুপুরবেলায় গ) বিকালবেলায় ঘ) সন্ধ্যাবেলায়। 

১.৮ "মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে"-কারণ- ক) গ্রামের রাস্তা খানাখন্দে ভরা খ) গ্রামে বিদ্যুৎ নেই গ) গ্রামের নব্য যুবক যুবতী আমেদাবাদের কাপড় ব্যবহার করে ঘ) গ্রামে অন্নাভাব। 

১.৯ 'নক্ষত্রের নীচে ঘাসের বিছানায়' হয়েছিল-ক) পুরানো শিশিরভেজা


গল্প খ) পিকনিকের আয়োজন গ) অনন্ত নিশ্চিদ্র ঘুম ঘ) দেশোয়ালিদের আগুন জ্বালানোর উৎসব।


১.১০ যদি যোগাড়যন্ত্র করে অভিনয় করার চেষ্টা করা হয়, তখন এসে উপস্থিত হয় -ক) সেপাই সান্ত্রী খ) সেনা সামন্ত গ) সরকারের পেয়াদা


ঘ) নায়েব গোমস্তা। অথবা, "মাতালের এই হচ্ছে বিপদ"- বিপদটা কী?- ক) ছাড়ব বললে ছাড়ান নেই খ) ছাড়ব বললে ছাড়া সম্ভব গ) ছাড়ব বললে লোকে ছাড়তে দেয় না ঘ) ছাড়ব বললে লোকে মারতে আসে।


১.১১ কালীনাথ পেশায় ছিল—ক) অভিনেতা খ) পরিচালক গ) প্রম্পটার ঘ) নাট্যকার।

অথবা, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন- ক) অদ্ভুত মরা খ) অস্বাভাবিক মরা গ) আর্টিস্টিক মরা ঘ) সুন্দর মরা।


১.১২ 'তুমি দাঁড়িয়ে আছ আমার সামনে'- তুমি কে? ক) রজনী চাটুজ্জ্যের প্রেমে পড়া মেয়েটি খ) কালীনাথ গ) মহম্মদ ঘ) রামব্রীজ। 'আমি তো চললাম-আবার দেখা হয় কিনা কে জানে'-কোন্ নাটকের উক্তি?-ক) ছেঁড়াতার খ) পথিক গ) দুঃখীর ইমান ঘ) উলুখাগড়া। অথবা


১.১৩ "একলাই নাকি"?- এখানে কার কথা বলা হয়েছে?— ক) সিজার খ) ফিলিপ গ) আলেকজান্ডার ঘ) নেপোলিয়ন।


অথবা "হঠাৎ একটা প্রশ্ন জাগল ওর মনে"- কোন প্রশ্ন?-


ক) মর্দানার বাড়ি কোথায়? খ) মর্দানা কোথেকে আসছে? গ) মর্দানা কার শিষ্য? ঘ) মর্দানা কোন ধর্মের? ১.১৪ নজরুলের 'দুরদ্বীপবাসিনী' গানে যে বিদেশি সুরের প্রভাব রয়েছে তা


হল-ক) মিশরীয় সুর খ) কিউবান সুর গ) আরবীয় সুর ঘ) কাজরীর


সুর। ১.১৫ 'ইন্ডিয়ান অ্যাকাডেমি অব আর্ট' কে প্রতিষ্ঠা করেন? -ক) অবনীন্দ্রনাথ ঠাকুর খ) যামিনী রায় গ) হেমেন্দ্রনাথ মজুমদার ঘ) রামকিঙ্কর বেইজ।


১.১৬ 'শিবপুর বোটানিক্যাল গার্ডেন'-এর আদি নাম কী ছিল?-


কী রয়্যাল বোটানিক্যাল গার্ডেন খ) রয়্যাল গার্ডেন গ) আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন ঘ) ন্যাশনাল গার্ডেন।


১.১৭ 'ল্' ধ্বনিটি হল- ক) ঘোষ মহাপ্রাণ খ) অঘোষ মহাপ্রাণ গ) তাড়িত মহাপ্রাণ ঘ) পার্শ্বিক ধ্বনি।


১.১৮ কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে- ক) কোড খ) কোড-বদল গ) রেজিস্টার ঘ) বিভাষা।


২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়)


১x১২=১২


২.১ 'অলস সূর্য দেয় এঁকে'- সূর্যকে 'অলস' বলা হয়েছে কেন? ২.২ রেঁধে বেড়ে শাশুড়ি খাওয়ানোর দায়িত্ব কার ছিল?


২-৩ 'শিকার' কবিতায় হরিণটি কোথায় কোথায় ঘুরে বেড়িয়েছিল?


২-৪ 'বহুদিন জঙ্গলে যাইনি'—বহুদিন কবি জঙ্গলে যাননি কেন?


২.৫ 'একটা কাজ করে দিতে হবে ভাই'- কাজটি কী?


২.৬ 'আমি তা পারিনা'- কবির না পারার কারণ কী?


২.৭ "হাঁপাতে হাঁপাতে শেষ অবধি অনেক কষ্টে উঠতে পারল"- কে, কোথায় উঠতে পারল?


অথবা 'বইয়ে লেখে রাজার নাম" বইয়ের রাজার নাম লেখার কারণ কী? ২-৮ "একেবারে বেঘোরে মারা পড়বো তাহলে"- কী হলে বস্তা বেঘোরে মারা পড়বেন?


অথবা, "বিশ্বভারতীই কী পারমিশন দেবে?"-কীসের পারমিশনের কথা বলা হয়েছে?


২.৯ 'এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে'-বক্তা কেন এ কথা বলেছেন? অথবা, “রাজনীতি বড়ো কূট"-কেন? went


২.১০ বিকল্পন কী? উদাহরণ দাও। Goed ২.১১ তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কী? →


২.১২ বাগধ্বনি কয় প্রকার ও কী কী?


'বিভাগ-ক' 


১ । অনধিক ১৫০ শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:


৫×১=৫


১.১ ফুটন্ত অতের গন্ধ তাকে বড় উতলা করে।"-এখানে কার কথা বলা হয়েছে? 'ফুটন্ত ভাতের গন্ধ' কেন তাকে বড় উতলা করে? ১+৪ 

১.২"মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল।"- মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল? শেষ পর্যন্ত তার পরিণতি কী হয়েছিল?


২। অনধিক ১৫০ শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫  

২.১ "ঘুমহীন তাদের চোখে হানা দেয়/ কীসের ক্লান্ত দুঃস্বপ্ন।"- কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? ১+৪=৫


২.২ "কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন আঁকাআঁকি?" কোন প্রসঙ্গে কবির এই আক্ষেপ? এই আক্ষেপ মোচনের জন্য তিনি কী উচিত বলে মনে করেছেন তা পাঠ্যাংশ অনুসারে লেখো।


৩। অনধিক ১৫০ টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫  

৩.১ আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত 'অভাব' নাটক।"—অভাবের চিত্র 'বিভাব' নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো।  

অথবা 

৩.২ "এই তো জীবনের সত্য" কথাটি কে, কাকে বলেছেন? বক্তা জীবনের কোন সত্যের কথা বলতে চেয়েছেন বুঝিয়ে দাও। ১+৪


৪। অনধিক ১৫০ টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫ 

 ৪.১ "দশ দশ বছরে এক একজন মহামানব।"- 'মহামানব' বলতে কবি কী বুঝিয়েছেন? তাদের সম্পর্কে লেখকের কী মনোভাব প্রকাশ পেয়েছে? ১+৪=৫


৪.২ 'ঠিক হলো, ট্রেনটা থামানো হবে।'- এখানে কোন্ ট্রেনের কথা বলা হয়েছে? ট্রেনটি কীভাবে থামানো হয়েছিল? ১+৪


৫ । অনধিক ১৫০ টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫x১=৫


৫.১ তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো।"- প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?  ৪+১


৫.২ "সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে"। কে শনাক্ত করছে? কাদের, কেন খুনি বলা হয়েছে? অনধিক ১৫০ টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর ১+৪ 


৬। যেকোনো একটি প্রশ্নের দাও: ৫x১=৫ 

৬.১ রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও।

৬.২ গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? যে কোনো দুই প্রকারের উদাহরণসহ পরিচয় দাও।


৭) অনধিক ১৫০ টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২=১০ 

৭.১ লোক সংগীত কাকে বলে? যে কোনো একটি লোক সংগীতের পরিচয় দাও।১+৪ 

৭.২ বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। ৫


৭.৩ বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। ৫


৭-৪ কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো। সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+৪


৮। নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো: ১০×১=১০





Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)