Bangla byakoron class-9

 ক) কি জাতীয় বিশেষ্য নির্ণয় কর।

১) বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট বলা হয়।

উঃ সংজ্ঞাবাচক বিশেষ্য।

২) আনন্দবাজার পত্রিকায় খবরটি ছাপা হয়েছিল।

উঃ সংজ্ঞাবাচক বিশেষ্য

৩) বাঙালি বাস করে সেই তীর্থ বরদ বঙ্গে।

উঃ শ্রেণীবাচক বিশেষ্য

৪) নিষ্ঠা থাকলে অধ্যবসায় আসবে।

উঃ গুণবাচক বিশেষ্য 

৫) বিজয়ী সেনাদল রাজধানীতে ফিরেছে।

উঃ সমষ্টিবাচক বিশেষ্য

৬) আজ সভায় লোকজনের সমাগম হবে।

উঃ সমষ্টিবাচক বিশেষ্য

৭) শচীদানন্দ শয়ন করে গভীর ঘুমে আচ্ছন্ন হলেন।

উঃ ক্রিয়াবাচক বিশেষ্য

৮) বাল্মীকি রামায়ণ রচনা করেন। 

উঃ সংজ্ঞাবাচক বিশেষ্য

খ) কি জাতীয় বিশেষণ নির্ণয় করো ।

১) ফুরায়ে গেল উনিশ -পিপে নস্য।

উঃ সংখ্যাবাচক বিশেষণ

২) স্নিগ্ধ জ্যোতি 

উঃ বিশেষণের বিশেষণ

৩) তুলোট কাগজ।

উঃ উপাদানমূলক বিশেষণ

৪) কাশ্মীরি শাল।

উঃ সংজ্ঞাবাচক বিশেষণ

৫) তৃতীয় বালক কুশলশীল।

উঃ পূরণবাচক বিশেষণ

৬) মদীয় গৃহে।

উঃ সর্বনামীয় বিশেষণ 

৭) বেশ কনকনে ঠান্ডা।

উঃ বিশেষনের বিশেষণ

৮) বাতাসের সোঁ-সোঁ শব্দ।

উঃ ধনাত্মক বিশেষণ

গ) কি জাতীয় সর্বনাম নির্ণয় কর।

১) মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে।

উঃ আত্মবাচক সর্বনাম

২) নিজ- নিজ পড়ায় মন দাও।

উঃ আত্মবাচক সর্বনাম

৩) কেউ কেউ কাজটা করে থাকবে।

উঃ অনির্দেশক সর্বনাম

৪) সবে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ।

উঃ সমষ্টিবাচক সর্বনাম

ঘ) কি জাতীয় অব্যয় নির্ণয় করো ।

১) এক সিতা বিহনে সকল অন্ধকার।

উঃ পদান্বয়ী অব্যয়

২) সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়।

উঃ পদান্বয়ী অব্যয়

৩) তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে ।

উঃ সমুচ্চয়ী অব্যয়

৪) মানুষের শান্তি নাই কারণ মানুষের তৃপ্তি নাই।

উঃ সমুচ্চয়ী অব্যয় 

৫) কত না দিনের দেখা কত না রূপের মাঝে।

উঃ বাক্যালংকার অব্যয়

৬) মাণিক আমার সোনা আমার তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি। 

উঃ অনন্বয়ী অব্যয়

৭) হাতে লন্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো।

উঃ অনুকার অব্যয়

৮) মৌলিক ক্রিয়ার একটি উদাহরণ দাও। 

উঃ কর্,পঠ্ ইত্যাদি।

৯) প্রযোজক ক্রিয়ার একটি উদাহরণ দাও।

উঃ মা শিশুকে চাঁদ দেখায়।

১০) নাম ধাতুজ ক্রিয়ার একটি উদাহরণ দাও।

উঃ পুরো টাকাটা হাতালো।

১১) সংযোগ মূলক ক্রিয়ার উদাহরণ দাও।

উঃ দর্শন কর্, গমন কর্

১২) যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ দাও।

উঃ বসে পড়্

১৩) অকর্ম ক্রিয়ার একটি উদাহরণ দাও।

উঃ আমি খাই।

১৪) দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দাও।

উঃ আমি তোমাকে তাজমহল দেখাবো।

১৫) একটি পঙ্গু ক্রিয়ার উদাহরণ দাও।

উঃ কে বট আপনি ?


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)