ক্রন্দনরতা জননীর পাশে
ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত প্রতিটি প্রশ্নের মান - ১ ১) মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম লেখ। উঃ ধান ক্ষেত থেকে, এভাবে কাঁদে না। ২) যে মেয়ে নিখোঁজ, ছিন্নভিন্ন- নিখোঁজ মেয়েকে কোথায় খুঁজে পান ? উঃ জঙ্গলে ৩) সে-ই কবিতায় জাগে -সে বলতে কাকে বোঝানো হয়েছে ? উঃ কবির বিবেক ৪) নাই যদি হয় ক্রোধ - কবির মতে কেন ক্রোধের জাগরণ ঘটা উচিত ? উঃ নিহত ভাইয়ের শবদেহ দেখে ৫) কিসের মূল্যবোধ - একথা বলার কারণ কি ? উঃ অসহায় মানুষের পাশে দাঁড়ানো ৬) ক্রন্দনদাতা জননীর পাশে কবি দাঁড়াতে চান কেন ? উঃ তার কাব্যসাধনা সার্থক হবে না। ৭) কবি বিবেককে কার সঙ্গে তুলনা করেছেন ? উঃ বিস্মরণের আগের বারুদের সঙ্গে ৮) আমি তা পারি না - কি পারেন না ? উঃ ক) ক্রন্দনরতা জননীর পাশ থেকে কবি সরে থাকতে পারেন না। খ) নিহত ভাইয়ের শবদেহ দেখে চুপ থাকতে পারেন না।গ) ভ...